খুব সহজে রাউটার রিসেট এবং নতুন করে সেটআপ করার উপায় দেখুন

গ্রিন টি নাকি কফি কোনটা খাওয়া ভালোআসসালামু ওয়ালাইকুম।আাশা করি ভালো আছেন।আজকে আমরা যে বিষয় টি নিয়ে আলোচনা করবো তা হলো: রাউটার রিসেট এবং নতুন করে কনফিগারেশন করার নিয়ম,রাউটার রিসেট করার নিয়ম,রিসেট দিয়ে সেটআপ করার নিয়ম,ভুলবশত রাউটার রিসেট হলে করণীয়,Wi-fi এডমিন পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম এসকল বিষয় তুলে ধরেছি। 

খুব সহজে রাউটার রিসেট এবং নতুন করে সেটআপ করার উপায় দেখুন

আমরা বাড়িতে বা অফিসে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পেতে ওয়াইফাই ইউজ করি। কিন্তু অনেক সময় ডিভাইস থেকে নেট চলে যায় এমন সমস্যায় অনেক সময় পড়ি।এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য রাউটার রিসেট দিয়ে আবার সেটআপ করতে হবে অর্থাৎ,কনফিগার করতে হবে। কিন্তু কিভাবে করবেন? চলুন সে পদক্ষেপ গুলো জেনে নিই।

পোস্ট সূচিপত্রঃ খুব সহজে রাউটার রিসেট এবং নতুন করে সেটআপ করার উপায় দেখুন

খুব সহজে রাউটার রিসেট এবং নতুন করে সেটআপ করার উপায় দেখুন

আমরা ভালো ইন্টারনেটের জন্য ওয়াইফাই ইউজ করে থাকি।ওয়াইফাই ব্যবহার করতে করতে অনেক সময় নেট কানেকশন চলে যেতে পারে আবার ওয়াইফাই সেটিং থেকেও বিভিন্ন সমস্যা হতে পারে।তখন ঠিক করার আর কোনো মাধ্যমে থাকে একটা উপায়ই খোলা থাকে আর সেটা হলো রাউটার রিসেট দেওয়া এবং নতুন করে কনফিগারেশন করা অর্থাৎ,নতুন ভাবে সেটআপ দেওয়া।

রাউটার রিসেট দিলে আপনার রাউটার একদম নতুনের মতো হয়ে যাবে অর্থাৎ আপনি যখন বাজার থেকে রাউটার কিনে এনেছিলেন ঠিক তেমন।এজন্য আপনার রাউটারের পুনরায় নেট কানেকশন আনার জন্য একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। এটা আপনার ISP থেকে জেনে নিতে পারেন অথবা  রাউটার  রিসেট  দেওয়ার  পূর্বে ডেটা গুলো ব্যাকআপ রেখে দিতে পারেন।

এখন আমরা রাউটার রিসেট দেওয়ার নিয়ম এবং  সেটআপ  করার  নিয়ম ধাপে ধাপে জানবো।

রাউটার রিসেট করার নিয়ম

রাউটার রিসেট করার নিয়ম তুলে ধরা হলোঃ- 
রাউটার রিসেট ২ভাবে করা যায়। বর্তমান যে সব পরিচিত রাউটার আছে TP-Link, DE-LINK,TENDA ইত্যাদি রাউটার গুলোতে রিসেট বাটন থাকে এছাড়াও আপনার ফোন অথবা কম্পিউটার দিয়ে আপনার রাউটারের সেটিং থেকে রাউটার রিসেট করতে পারবেন। এখন আমরা ২ ভাবেই রিসেট দেওয়া শিখবো

রিসেট দিয়ে রাউটার সেটআপ করার নিয়ম

  1. রাউটারঃ আপনার রাউটারের সাইডে দেখবেন রিসেট নামে একটা বাটন আছে। রিসেট করার সময় ঐ বাটনটি ২০ থেকে ৩০ সেকেন্ড চেপে ধরে রাখুন তখন দেখবেন আপনার রাউটারের সবগুলো আলো অফ হয়ে যাবে তখন ছেড়ে দিন।এখন দেখবেন সব গুলো আলো আস্তে আস্তে একটি একটি করে আবার জ্বলে উঠছে।এভাবে রিসেট দিতে হয়।

  1. আপনি চাইলে আবার আপনার ফোন দিয়ে রাইটারের এডমিন প্যানেল লগইন করে সেটিং থেকে রিসেট দিতে পারবেন।তার জন্য প্রথমে সেটিংস মেনুতে যান তারপর System Maintenance এ ক্লিক করুন তারপর Reboot System ম্যানুতে ক্লিক করুন তারপর Reboot system সেকশন থেকে Using factory default configuration ক্লিক করে এখন Reboot Now বাটনে ক্লিক করুন এখন আপনার রাউটার রিসেট নিবে।

নিম্নে কনফিগারেশন অর্থাৎ,  রাউটার  সেটআপ  করার নিয়ম  জেনে নিতে নিন।

রিসেট দিয়ে রাউটার সেটআপ করার নিয়ম

আমরা ইতি মধ্যে উপরিউক্ত অনুচ্ছেদ থেকে রাউটার রিসেট করার নিয়ম জেনেছি। এখন আমরা রাউটার সেটআপ করার নিয়ম জানবো।

রাউটার সেটআপ করার জন্য সর্বপ্রথম মোবাইল অথবা ফোনে আপনার রিসেট দেওয়া রাউটার কানেক্ট করে নিতে হবে।তার জন্য রাউটারের পেছনে দেখবেন ডিফল্ট একটা পাসওয়ার্ড দেওয়া আছে ঐটা দিয়ে কানেক্ট করবেন। এখন ওয়াইফাই এডমিন প্যানেল লগইন করুন।লগইন করতে IP সার্চ করুন তারপর যে সাইট আসবে সেটাতে ক্লিক করুন ।নিম্নে সাইটের ছবি দেওয়া হলো।👇

রিসেট দিয়ে রাউটার সেটআপ করার নিয়ম



রিসেট দিয়ে রাউটার সেটআপ করার নিয়ম


ঐ সাইটে প্রবেশ করার পরে লগইন অপশনে ক্লিক করতে হবে।লগইনে ক্লিক করার পরে আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে যেটা আপনার আপনার রাউটারের এডমিন পাসওয়ার্ড হবে।

তারপর আপনার টাইম জোন সিলেক্ট করতে বলবে আপনি আপনার টাইমজোনটা সিলেক্ট করে নিবেন।সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।

এখন আপনাকে আপনার নেটওয়ার্ক কানেকশন টাইপ সিলেক্ট করুন।নেটওয়ার্ক কানেকশন টা-ইপ সাধারণত বেশ কয়েক ধরণের হয়। যেমন: statics IP, PPPoE,L2IP,PPIP তবে বাংলাদেশের অধিকাংশ নেটওয়ার্ক কানেকশন টাইপ PPPoE হয়ে থাকে।এখন আপনি PPPOE সিলেক্ট করুন তারপর Next ক্লিক করুন।

রিসেট দিয়ে রাউটার সেটআপ করার নিয়ম



রিসেট দিয়ে রাউটার সেটআপ করার নিয়ম

এখন আপনার কাছে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। এখানে আপনার ISP থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে Next বাটনে ক্লিক করুন।আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি না জেনে থাকোন তাহলে,আপনি যাদের কাছ থেকে নেট কানেকশন নিছেন অর্থাৎ আপনার ISP কে কল দিয়ে জেনে নিবেন।

এবার যে অপশন আসছে সেখানে আপনার ওয়াইফাইয়ের নাম এবং চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে নিজের মতো করে দিতে পারবেন। সব কিছু দেওয়ার পরে Next ক্লিক করুন।

বাটনে ক্লিক করার পরে আপনার ওয়াইফাইতে যে পাসওয়ার্ড সেট করেছেন সেগুলো দেখাবে। চাইলে তার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে পাসওয়ার্ড ভুলে গেলে ব্যাকআপ থাকে।তারপর আবার Next ক্লিক করুন।অর্থাৎ, applying setting ক্লিক করুন।
আপনার রাউটার সেটআপ successful।

ভুলবশত রাউটার রিসেট হলে করণীয়

আপনি যদি আপনার রাউটারের এডমিন প্যানেলে ঘেটা ঘেটি করেন।সে সময় যদি ভুলবশত রাউটার টি রিসেট করে ফেলেন তা হলে আপনাকে পুনরায় রাউটার টি কনফিগার করতে হবে।অর্থাৎ,নতুন করে সেটআপ করতে হবে।আমরা ইতিমধ্যে রাউটার সেটআপ করার নিয়ম তুলে ধরেছি।

আপনি রাউটারে টি নতুন করে সেটআপ করা ছাড়া ঠিক করা যাবে না।আমরা অনেক সময় বুঝি না তারপরও রাউটারের এডমিন প্যানেলে ঘেটাঘেটি করি করি,কিন্তু না বুঝে ঘেটা ঘেটি করা ঠিক না। এতে আপনার রাউটারের ক্ষতি হতে পারে।তাই রাউটার সেটিং উলোট পালোট করার সময় সর্তকতা অবলম্বন করবেন।নয়তো আবার রাউটার রিসেট দিয়ে কনফিগার করতে হবে।

Wi-fi এডমিন পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম

wifi admin password change করার নিয়ম।আপনার ওয়াইফাই তে সিকুরিটি দেওয়ার জন্য ওয়াইফাই এডমিন পাসওয়ার্ড সেট করতে হয়। কেউ আপনার রাউটার কন্ট্রোল করতে না পারে।এজন্য এডমিন পাসওয়ার্ড সেট করতে হয়।admin পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম নিম্নে তুলে ধরা হলোঃ-

অধকাংশ ওয়াইফাই রাউটারের এডমিন প্যানেলের পাসওয়ার্ড admin দেওয়া থাকে।তবে আপনি যদি আগে চেন্জ না করিয়ে থাকেন তাহলে আপনার রাউটারের পেছনে দেখবেন লেখা আছে।

এই পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়াইফাই এডমিন প্যানেলে ডুকবেন।তার পরে admin password change করার জন্য উপরের মেনু থেকে System tools ক্লিক করুন তার পরে নিচের স্ক্রিনশটের মতে একটা পেজ আসবে।

Wi-fi এডমিন পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম

সেখানে Old password এর জায়গায় পুরানো পাসওয়ার্ড দেন।এখন নিচে নতুন পাসওয়ার্ড দেন এবং conform পাসওয়ার্ডে আবার নতুন পাসওয়ার্ড দেন তারপর save করে নিন।আপনার এডমিন পাসওয়ার্ড চেঞ্জ successfull.

লেখকের শেষ মন্তব্য

আজকের আর্টিকেলের মধ্যে রাউটার রিসেট করার নিয়ম,এসকল বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি পোস্ট টি পড়ে আপনার ভালো লেগেছে এবং আপনি এখন যে কোনো রাউটার রিসেট করে খুব সহজে কনফিগার করতে পারবেন।এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

আমাদের পোস্ট টি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url