BRTC- বাংলাদেশ রেলওয়ে চাকরির অনলাইন আবেদন পদ্ধতি

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেকবাংলাদেশ রেলওয়ে চাকরির অনলাইন আবেদন।সরকারি চাকরির পেছনে কে না ছোটে,সবাই চাই সরকারি চাকরি করতে।একটি প্রাইভেট কোম্পানি-তে চাকরি করার থেকে একজন সরকারি চাকুরিজীবীর সবাই অনেক বেশি মূল্য দেয়। 

BRTC- বাংলাদেশ রেলওয়ে চাকরির অনলাইন আবেদন পদ্ধতি

BRTC- বাংলাদেশ রেলওয়ে চাকরির অনলাইন আবেদন করার সময় অনেকেই অনেক রকম ভূল করে তাকে যার ফলে তার আবেদন বাদ দেওয়া হয়।তাই আপনিও যদি BRTC- বাংলাদেশ রেলওয়ে চাকরি করতে চান তাহলে,আজকের আর্টিকেল-টি আপনার জন্য।আজকের এই আর্টিকেলে BRTC- বাংলাদেশ রেলওয়ে চাকরির আবেদন সম্পর্কিত সকল তথ্য তুলে ধরবো।

BRTC- বাংলাদেশ রেলওয়ে চাকরির অনলাইন আবেদন পদ্ধতি

BRTC- বাংলাদেশ রেলওয়ে চাকরির অনলাইন আবেদন পদ্ধতি

BRTC - বাংলাদেশ রেলওয়ে চাকরি করতে হলে সঠিক ভাবে আপনার আবেদন ফর্ম পূরণ করতে হবে।আবেদন ফর্ম পূরণ করা ভূল হলে আপনি চাকরির আবেদন থেকে বাদ পড়ে যাবেন।তাই সঠিক তথ্য দিয়ে আবেদন করুন।তাই চলুন আবেদন পদ্ধতি জেনে নিই।

  • যে কোনো একটি ব্রাউজার দিয়ে BRTC অফিশিয়াল সাইটের মধ্যে প্রবেশ করতে হবে।ওয়েবসাইটে প্রবেশ করার পরে মেনুবার থেকে আপনার প্রয়োজনীয় তথ্য খুজে বের করুন।
  • আমরা যেহেতু BRTC সাইটে চাকরির আবেদন করবো তাই আমরা ২টি অপশন বেছে নিব।যেমন: সার্কুলার এবং এপ্লাই অপশন।
  • সার্কুলার অপশনে ক্লিক করে,আপনি দেখে নিন  বর্তমান কোন কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং কোন পদে খালি আছে দেখে নিন।দেখার পরে আপনি যে পদের জন্য আবেদন করবেন,সে পদ যদি খালি থাকে তাহলে সে পদের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ sleep paralysis-ঘুমের পক্ষাঘাত কি এবং কেন হয়

  • এপ্লাই অপশনে যাবেন,এবং আবেদন করতে হবে।সবগুলো পদে আবেদন করার নিয়ম একই রকম। চলুন আমরা একটি পদে আবেদন করার মাধ্যমে বুঝে নিই, আমরা সহকারী পরিচালক তরঙ্গ মাস্টার পদের জন্য আবেদন করাবো।

আবেদন প্রক্রিয়া

apply অপশনে ক্লিক করবো,তারপর আপনার সামনে যে পদগুলো আবেদন করার জন্য ফাকা আছে সেগুলো শো করবে,তারপর আপনি যে পদে আবেদন করবেন সে পদটি সিলেক্ট করুন।আমরা যেহেতু,সহকারী পরিচালক তরঙ্গ মাস্টার পদে আবেদন করবো তাই এটি সিলেক্ট করলাম।তারপর দেখবেন লেখা আসবে are you premium member of alljobs। আমরা যেহেতু alljobs এর প্রিমিয়াম মেম্বার না তাই No সিলেক্ট করবো।

BRTC- বাংলাদেশ রেলওয়ে চাকরির অনলাইন আবেদন পদ্ধতি

পরবর্তী বাটনে ক্লিক করবো এখন আপনার সামনে একটি আবেদন ফরম আসবে।এখানে আপনার সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে।কোনো প্রকার ভূল করা যাবে না। স্টার দেওয়া (*) কিছু ঘর আছে যেগুলো অবশ্যই দিতে হবে এবং বাকিগুলো না দিলেও সমস্যা নাই। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

BRTC- চাকরির অনলাইন আবেদনের জন্য যে তথ্য গুলা প্রয়োেজন

BRTC- চাকরির অনলাইন আবেদনের জন্য যে তথ্য গুলা প্রয়োেজন

আমরা ইতি মধ্যে আবেদন প্রক্রিয়া জেনে নিয়েছি।এখন BRTC- চাকরির অনলাইন আবেদন করার জন্য কোন তথ্যগুলো প্রয়োজন সেগুলো জানা জরুরি। কারনঃ আপনি যদি আবেদন করার সঠিক কাগজ গুলো না নিয়ে বসেন তাহলে,আবেদন করার মাঝে আবেদন বন্ধ রেখে আপনাকে কাগজপত্র খোজাখুজি করতে হবে।যা একটি অসস্তিকর ব্যাপার।তাই চলুন প্রয়োজনীয় ডকুমেন্টস জেনে নিই। 

  • ​আপনার নাম
  • পিতা ও মাতার নাম
  • জন্ম তারিখ
  • ​NID Card (যদি থাকে)
  • ​Birth certificate (যদি থাকে)
  • বৈবাহিক আবস্থা
  • কোটা
  • প্রতিবন্ধী কিনা
  • এই সেক্টরে আপন জন চাকরি করে কিনা
  • বর্তমান ঠিকানা
  • স্থায়ী ঠিকানা
  • ফোন নাম্বার
  • ইমেইল অ্যাড্রেস
  • SSC বা সমমান পরিক্ষার তথ্য
  • HSC বা সমমান পরিক্ষার তথ্য
  • ম্নাতক বা সমমান পরিক্ষার তথ্য
  • মাস্টার্স বা সমমান পরিক্ষার তথ্য (প্রয়ােজন হলে)
  • কাজের অভিজ্ঞতা থাকলে সেই তথ্য ইত্যাদি।

পদের নাম ও বেতন স্কেল সম্পর্কিত তথ্য

পদের নাম গ্রেড নং বেতন(টাকা)
সহকারী পরিচালক (প্রকৌশল ও পরিচালনা) গ্রেড ৯ ২২০০০-৫৩০৬০
সহকারী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন) গ্রেড ৯ ২২০০০-৫৩০৬০
সহকারী পরিচালক (লিগ্যাল) গ্রেড ৯ ২২০০০-৫৩০৬০
উপসহকারী পরিচালক (লাইসেন্স) গ্রেড ১০ ১৬০০০-৩৮৬৪০
উপসহকারী পরিচালক(পরিদর্শন) গ্রেড ১০ ১৬০০০-৩৮৬৪০
ব্যাক্তিগত কর্মকর্তা গ্রেড ১১ ১২৫০০-৩০২৩০
কম্পিউটার অপারেটর গ্রেড ১৩ ১১০০০-২৬৫৯০
ক্যাশিয়ার গ্রেড ১৩ ১২৫০০-৩০২৩০
অফিস সহায়ক গ্রেড ২০ ৮২৫০-২০০১০
হিসাবরক্ষক গ্রেড ১৩ ১১০০০-২৬৫৯০
গাড়িচালক গ্রেড ১৬ ১১০০০-২৬৫৯০
পরিচ্ছন্নতাকর্মী গ্রেড ২০ ৮২৫০-২০০১০

কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা এবং বয়স লাগবে

চাকরির জন্য যে কোনো পদে আবেদন করার জন্য প্রয়োজন একটা সার্টিফিকেট। কোন চাকরির জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে এটা চাকরির সার্কুলার যখন দেয় তখন লিখে দেওয়ায় থাকে।এখন আপনি যে চাকরি খুঁজছেন সেই চাকরির সার্কুলার যদি দেয় তাহলে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স উল্লেখ করা থাকবে।তারা যে বয়স এবং শিক্ষাগত যোগ্যতার কথা তুলে ধরছে আপনার যদি ঐ শিক্ষাগত যোগ্যতা এবং বয়স থাকে তাহলে আপনি চাকরির আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করবেন যেভাবে জেনে নিন

আমরা আজ যেহেতু BRTC- বাংলাদেশ রেলওয়ে চাকরির জন্য আবেদন সম্পর্কে তথ্য তুলে ধরেছি তাই চলুন তাই চলুন BRTC- বাংলাদেশ রেলওয়ে চাকরির জন্য আবেদন করার জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা এবং বয়স লাগবে।

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি,এইচএসসি,এবং ডিগ্রি পরিক্ষার সার্টিফিকেট থাকলে সে চাকরির জন্য এপ্লাই করতে পারবে।চাকরির আবেদন নতুন এবং অভিজ্ঞ যারা আছে সবাই আবেদন করতে পারবে।

বয়স

যে কোনো চাকরির জন্য আবেদন করার জন্য নিদিষ্ট একটি বয়স লাগে। তবে, BRTC- বাংলাদেশ রেলওয়ে চাকরির জন্য আবেদন করার জন্য ১৮-৩০ বছর বয়সী লোক আবেদন করতে পারবে এবং যদি কারোর কোটা থাকে তাহলে ১৮-৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে।


আরও পড়ুনঃ জিলহজ মাস এবং কোরবানির ফজিলত সম্পর্কে হাদিস

পরীক্ষায় অংশগ্রহণের শর্তার্বলী জানুন

পরীক্ষায় অংশগ্রহণের শর্তার্বলী জানুন

যে কোনো চাকরির পরিক্ষায় কিছু শর্তাবলি বা নিয়ম নীতিমালা থাকে যেগুলো মেনে পরিক্ষা দিতে হয়।তার না হলে পরিক্ষা থেকে বাদ দিয়ে দেয়।তাই আমরা BRTC- বাংলাদেশ রেলওয়ে চাকরির পরীক্ষায় অংশগ্রহণের শর্তার্বলী জানবো।

  1. ​পরিক্ষার আগে নির্দিষ্ট সময়ের ভেতর প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে।
  1. চাকরির পরিক্ষার সময় প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে। যেমন: ছবি
  1. বয়স ১৮-৩০ বছর হতে হবে
  1. উচ্চতা ঠিক থাকতে হবে
  1. চাকরি পেতে হলে কিছু পরিক্ষায় পাস করতে হয়
  1. সরকারি চাকরির আরও যেসব নিয়ম নিতীমালা রয়েছে সেগুলো মানতে হবে

পরীক্ষার ফি ও এসএমএস পাঠানোর সঠিক নিয়ম

BRTC- বাংলাদেশ রেলওয়ে চাকরির জন্য আবেদন করার জন্য ফি দিতে হয়,তা না হলে আপনার আবেদন গ্রহণ যোগ্য হবে না।সাধারণত পরীক্ষার ফি ১০০ থেকে ২৫০ টাকা নিতে পারে। তবে কোনো সময় ফি এর পরিমাণ কম বেশি হতে পারে।এবার চলুন জেনে নিই কিভাবে এসএমএস পাঠাবেন।

  1. ​১৬২২২ নাম্বারে এসএমএস পাঠাতে হবে।এসএমএস পাঠানোর জন্য উক্ত নাম্বারে BR লিখে স্পেস দিবেন তারপর আপনার user id দিবেন,তারপর সেন্ড করবেন।
  1. এখন আপনার কাছে একটা মেসেজ আসবে এটাই application name,application fee এবং your pin is..... লেখা থাকবে।
এরপর আপনাকে আরও একটুও মেসেজ দেওয়া হবে।সে মেসেজে আপনার আপনার আবেদন successful হয়েছে এটা দিবে এবং আপনার পদের নাম ইউজার আইডি, পিন এসকল তথ্য আপনাকে প্রদান করবে।

আরও পড়ুনঃ vivo X200-pro-5G prize in Bangladesh- বাংলাদেশ প্রাইজ কত হবে জেনে নিন

পরীক্ষার জন্য কি কি কাগজ জমা দিতে হয়

মৌখিক পরিক্ষার জন্য আপনার একটু বেশি কাগজ পত্র জমা দিতে হয় কারণ: মৌখিক পরিক্ষা পাস করলে, চাকরি হয়েছে হিসেবে ধরে নেওয়া হয়।তাই চলুন কি কাগজ পত্র লাগে জেনে নিই।

  • ​সকল সার্টিফিকেট এর কপি
  • আসল আবেদন পত্রের ১ কপি 
  • জাতীয় পরিচয় পত্রের ১ কপি 

প্রতিবছর যেহেতু BRTC- বাংলাদেশ রেলওয়ে চাকরির জন্য আবেদন সার্কুলার দেয় সেহেতু,কাগজ পত্রের ভিন্নতা আসতে পারে। তাই আবেদন করার আগে সার্কুলার ভালো করে পড়ে নিয়ে আবেদন করবেন।

লেখকের শেষ মন্তব্য

আমরা আজ BRTC- বাংলাদেশ রেলওয়ে চাকরির জন্য আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। আশা করি পোস্ট পড়ার মাধ্যমে আপনি ভালোভাবে বুঝতে পারছেন।আশা করি,আপনি এখন ভালো ভাবে আবেদন সম্পর্কে বুঝতে পারছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url