নিম পাতার বড়ি কেন খাবেন? জানুন অবাক করা ৭টি উপকার

সবচেয়ে ভালো ওয়াইফাই অনু চিনবেন কিভাবেনিম পাতার বড়ি কেন খাবেন? এবং অবাক করা ৭টি উপকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।নিম পাতার বড়ি খাওয়ার উপকারীতা সম্পর্কে আলোচনা করতে গেলে এর উপকার বলে শেষ করা যাবে না।নিম পাতার প্রতিটি অংশে রয়েছে কোনো না কোনো উপকার।

নিম পাতার বড়ি কেন খাবেন? জানুন অবাক করা ৭টি উপকার

নিম পাতার বড়ি আপনার শরীরের অভ্যান্তরিন এবং বাইরের রোগ প্রতিরোধে সহায়তা করে।তাই নিম পাতার বড়ি খাওয়ার অবাক করা ৭টি উপকার জেনে নিন।

পোস্টের সূচিপত্রঃ- নিম পাতার বড়ি কেন খাবেন? জানুন অবাক করা ৭টি উপকার

নিম পাতার বড়ি কেন খাবেন? জানুন অবাক করা ৭টি উপকার

নিম পাতার বড়ি কেন খাবেন? জানুন অবাক করা ৭টি উপকার নিম্নে তুলে ধরা হলোঃ-
  • ডায়বেটিসঃ ডায়বেটিস রোগীর ক্ষেত্রে নিম পাতার বড়ি খাওয়া অনেক ভালো।এটি আপনার ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রন করবে।
  • পেটের সমস্যাঃ পেটের যে কোনো সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই নিমের বড়ি।যেমন: গ্যাসট্রিক,বদ হজম এবং পেট ব্যাথা কমায়।এছাড়াও আপনার পেটের খারাপ ব্যাক্টেরিয়া মেরে ফেলে এবং পেট রাখে সুস্থ।
  • রক্ত পরিশুদ্ধঃ আপনার শরীরের রক্তের সব খারাপ ব্যাক্টেরিয়া মেরে ফেলে ফলে রক্ত থাকে পরিষ্কার। যার ফলে সহজে কোনো রোগ শরীরের মধ্যে প্রবেশ করতে পারে না।
  • কৃমি দূর করেঃ পেটে অনেকেরই কৃমি সমস্যা হয়। তাই আপনি নিয়মিত নিমের বড়ি খেতে পারেন ফলে আপনার পেটের কৃমি দূর হবে।
  • ত্বকের উজ্জ্বলতা: নিম পাতার বড়ি খেলে আপনার শরীর থাকবে সুস্থ এবং ত্বক হবে উজ্জ্বল।এছাড়াও দাঁতের জন্য অনেক উপকার আপনার দাঁত মজবুত করে মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে।
  • লিভার,কোষ্ঠকাঠিন্য,চুলকানি ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।লিভার মানুষের জন্য একটা সেন সিটিভ জিনিস তাই লিভার ভালো রাখতে হলে আপনি প্রতিদিন সকালে নিম পাতার বড়ি খেতে পারেন।
  • চুলকানি: আপনার যদি শরীরে চুলকানি থাকে তাহলে নিম পাতার বড়ি তৈরি করে খেতে পারেন।কারণ:চর্ম রোগে উপকারিতায় নিমের জুড়ি নেই।

বি:দ্রঃ নিমের যেমন রয়েছে গুণাগুণ ঠিক তেমন তেমনই রয়েছে এর অপকার। নিম আপনার শরীরের জন্য উপকার হতে পারে কিন্তু অন্য কারোর জন্য সেটা নাও হতে পারে। তাই নিম ব্যবহারে আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন তারপর ব্যবহার করুন এবং অতিরিক্ত মাত্রায় নিম ব্যবহার করবেন না নিয়ম মাফিক ব্যবহার করুন।

নিম পাতার গুড়া করার সহজ উপায়

আমরা নিম পাতা বিভিন্ন ভাবে গুড়া করতে পারি।নিম পাতা গুড়া করে খাওয়ার প্রধান উদ্দেশ্য হলো- খেতে অনেক সুবিধা হয়।আমরা জানি,নিম পাতা অনেক তার তিতা😛।তাই এটি যদি পাতা চিবিয়ে খেতে চায় তাহলে আমাদের পক্ষে একটা অসম্ভব ব্যাপার হয়ে ওঠে।এজন্য খাওয়ার সুবিধার্থে গুড়া করে খায় এছাড়াও বড়ি তৈরি করে খেতে পারি।এখন কথা হলো:নিম পাতা গুড়া কিভাবে করবো? তাই চলুন জেনে নিই,নিম পাতার গুড়া করার মাধ্যমে।

প্রথমে গাছ থেকে নিম পাতা পেড়ে ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব।এখন সে পাতাগুলো রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপর পাতাগুলো ব্লেন্ড করে অথবা পাটায় পিসে গুড়া তৈরি করে নিব এখন এটি ভালো একটি পাত্রে সংরক্ষণ করে রাখবো।এমন জায়গায় রাখবো যেখানে হাওয়া বাতাস না ঢুকতে পারে।
প্রতিদিন সকলে ঘুম থেকে উঠে খালি পেটে পানির সাথে মিশিয়ে খেতে পারেন।

নিম পাতার গুড়া দিয়ে বড়ি তৈরি করার সহজ উপায়

নিম পাতার গুড়া দিয়ে বড়ি তৈরি করার সহজ উপায়

আমরা চাইলে নিম পাতা বড়ি তৈরি করে খেতে পারি। আমরা আজ নিম পাতার বড়ি তৈরি করা ৩ টি সহজ নিয়ম জানবো।আপনি আপনার বাড়িতে বসে খুব সহজে এই ৩ উপায়ে নিম পাতার বড়ি তৈরি করে নিতে পারে। তাই চলুন আর দেরি না করে জেনে নিই।কিন্তু আমরা আগেই নিম পাতার গুড়া তৈরি করার নিয়ম জেনে গেছি।নিম্নে বড়ি তৈরির ৩ উপায় তুলে ধরা হলোঃ-

নিম পাতা গুড়া হালকা পানি দিয়ে আাটার মতো তৈরি করে নিন তারপর আপনার হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে মিষ্টির মতো গোল গোল করে নিন।

এটা খুব সহজ উপায় এবং অল্প সময়ে করা সম্ভবঃ আপনি চাইলে নিম পাতা পেড়ে এনে না শুকিয়ে,ভালো করে ধুয়ে পাটায় বেটে অথবা বেলেন্ডার দিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন তবে পেস্ট যেন বেশি পাতলা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন।তারপর ঐ পেস্ট দিয়ে গোল গোল করে বড়ি বানিয়ে নিন এবং রোদে শুকিয়ে নিন।

নিম এবং হলুদঃ আপনি নিম পাতা এবং হলুদ ভালোভাবে বেটে পেস্ট তৈরি করুন সাথে একটু পানি মিশিয়ে নিবেন।এখন পেস্ট করা হয়ে গেলে সেটি গোল গোল বড়ি আকার দেন এবং রোদে শুকিয়ে নিন।

বিঃদ্রঃ- বড়ি গুলো তৈরি করার পরে অবশ্যই সেগুলো ভালোভাবে রোদে শুকিয়ে নিবেন,যেন পানির ছিটে ফুটা না থাকে।তারপর সেগুলো একটি কাচের বোয়েমে সংরক্ষণ করুন।যেন বাতাস প্রবেশ করতে না পারে।এখন প্রতিদিন সকালে খালি পেটে একটা করে খেতে পারে।তবে,খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত।

নিম পাতার গুড়া খাওয়ার সহজ উপায় কি

নিম পাতা যেহেতু অনেক তিতা🤑,তাই এটি খেতে গেলে অনেকেরই নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়।নিম পাতা খাওয়ার সহজ উপায় এভাবে বলা যায় না কারন: এক এক জন এক এক রকম খেতে পছন্দ করতে পারে।সম্পূর্ণটা নির্ভর করে আপনার উপর,আপনি কিভাবে খেলে সাচ্ছন্দ বোধ করছেন।

নিম আপনি চাইলে বিভিন্ন ভাবে খেতে পারেন যেমন: গুড়া করে,রস করে অথবা বড়ি তৈরি করে।আমার কাছে মনে হয় বড়ি তৈরি করে খাওয়াটা আপনার জন্য সুবিধা জনক হবে কারণ: একটা বড়ি গালে দিয়ে একটু পানি দিয়েই টপাস করে গিলে খেয়ে ফেলতে পারতেছেন।আর রস করে খাওয়া,ওরে বাবা🤪এটা আপনাকে আস্তে আস্তে গিলে খেতে হবে,যা সত্যিই অসস্থিকর।তাই বলা,যায় নিমের বড়ি তৈরি খাওয়া অনেক সহজ হবে।

লেখকের শেষ মন্তব্য

আমরা আজকের আর্টিকেলের মধ্যে নিম পাতার বড়ি কেন খাবেন?অবাক করা ৭টি উপকার,নিম পাতার গুড়া করার নিয়ম,নিম পাতার গুড়া দিয়ে বড়ি তৈরি করার সহজ উপায় এবং নিম পাতার গুড়া খাওয়ার সহজ উপায় কি? এসব বিষয় নিয়ে আলোচনা করেছি।আশা করি আপনি আর্টিকেল টি পড়ার মাধ্যমে ভালোভাবে বুঝতে পারছেন আপনার জন্য নিম কতটা উপকারী হতে পারে।

তবে নিম পাতা ব্যবহারে ভালো দিক থাকলেও এর রয়েছে অনেক খারাপ দিকও তাই এটি নিয়ম মেনে ব্যবহার করুন এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
প্রতিদিন এমন সব বিষয়ে জানতে আমাদেরকে ফলো করুন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Sazid Hassan Rifat
Sazid Hassan Rifat
আমি সরকারী শহীদ সিরাজউদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি নিয়মিত লাইফ স্টাইল, অনলাইন ইনকাম, টেকনোলজি ও ই সার্ভিস নিয়ে লেখালেখি করি।নিয়মিত নতুন বিষয় নিয়ে লিখে যাচ্ছি যেন সবাই কিছু না কিছু শিখতে পারে। আপনাদের সামনে সকল প্ররকারের সঠিক এবং নির্ভুল তথ্য তুলে ধরার মাধ্যমে সাহায্য সহযোগিতা করাই আমার মূল উদ্দেশ্য। ধন্যবাদ।।