WiFi তারের দাম কত? জেনে নিন বিভিন্ন ক্যাটাগরির ইথারনেট কেবলের মূল্য

ভালো ওয়াইফাই অনু চিনবেন কিভাবেআসসালামু ওয়ালাইকুম।আপনি কি আপনার বাসার জন্য ওয়াইফাই নিবেন ভাবছেন? কিন্তু আপনার বাসায় ওয়াইফাই নিতে হলে প্রয়োজনীয় সরজ্ঞামের মধ্যে অন্যতম ওয়াইফাই তার/ওয়াইফাই ক্যাবল।তাই ওয়াইফাই নিতে হলে তারের খরচ কেমন হবে জেনে নিন।

ওয়াইফাই তারের দাম অর্থাৎ, WiFi ক্যাবলের দাম ২০২৫

আজকের আর্টিকেল থেকে WiFi তারের দাম কত? জেনে নিন বিভিন্ন ক্যাটাগরির ইথারনেট কেবলের মূল্য।

সূচিপত্রঃ WiFi  তারের  দাম  কত? জেনে নিন বিভিন্ন  ক্যাটাগরির  ইথারনেট  কেবলের মূল্য

WiFi তারের দাম কত? জেনে নিন বিভিন্ন ক্যাটাগরির ইথারনেট কেবলের মূল্য

বাসা বাড়ি,অফিস এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করার জন্য ফাইভার অপটিক্স ওয়াইফাই তার ব্যবহার করা হয়।বর্তমান বাংলাদেশে বেশ কয়েকটি ব্রান্ডের ওয়াইফাই তার/ক্যাবল পাওয়া যায়।যেমন: Dahua, D-Link, Yuanxin, Panduit ইত্যাদি।ফাইভার ক্যাবল কেন ব্যবহার করবেন?

ফাইভার ক্যবলের ব্যান্ডউইথ ক্ষমতা তামার ক্যাবলের তুলায় বেশি শক্তিশালী।ফাইভার অপটিক ক্যাবল দিয়ে অনেক দূরে খুব সহজে ডেটা ট্রান্সমিশন করা যায়।একদেশ থেকে অন্য দেশেও ডেটা ট্রান্সমিশনে সহজ।এছাড়াও,ফাইভার অপটিক তার ওজনেও অনেক হালকা তাই এক স্থান থেকে অন্য স্থানে নিতেও তেমন কোনো সমস্যা হয় না।ফাইভার অপটিক ক্যাবলের মাধ্যমে বেশি দুরত্ব ডেটা ট্রান্সমিশনের সময় সিগনাল্যাল লস হওয়ার সম্ভাবনা অনেক কম।

ওয়াইফাই তার ফাইভার অপটিক্স ক্যাবলের দাম কত

ওয়াইফাই তার ফাইভার ক্যাবলের দাম বেশকিছু বিষয়ের উপর নির্ভর করে কম বা বেশি হয়।যেমন- ফাইভার ক্যাবলের দাম নির্ভর করে ব্রান্ড,কোর সংখ্যা, প্রতিসরণাঙ্ক,ক্যাবলের ধরণ এবং আলোট্রান্সমিশন রেটের উপর।

নিম্নে কয়েক কোরের পার্থক্যর উপর তারের দাম তুলে ধরা হলোঃ-

  • ৪ কোরের ক্যাবলের দাম- প্রতি মিটার ১৪ টাকা
  • ৬ কোরের ক্যাবলের দাম -প্রতি মিটার ২৩ টাকা
  • ৮ কোরের ক্যাবলের দাম-প্রতি মিটার ৬৫ টাকা

এছাড়াও,আরও উপরের কোর সংখ্যার ক্যাবল রয়েছে ২৪ কোর পর্যন্ত।২৪ কোরের ক্যাবলের দাম প্রতি মিটার ২২০ টাকা মধ্যে পাওয়া যাবে।

তবে সবজায়গায় যে একরকম দাম হবে এমনটা নয়।জায়গার ভিন্নতার উপর ভিত্তি করে তারের দাম হালকা কম বা বেশি হতে পারে।

ওয়াইফাই  তার  ফাইভার  অপটিক্স ক্যাবল  কোনটা ভালো

ওয়াইফাই তার ফাইভার অপটিক্স ক্যাবল কোনটা ভালো- আপনাকে বাসায় বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ওয়াইফাই ক্যাবল কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো ক্যাবলটাই কিনতে হবে নয়তো কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে।আর কম দামি তার কেনা মানে বোকামি কিছুদিন পরে আবার ওয়াইফাই ক্যাবল কেনার প্রয়োজন পড়বে তাই আগে সর্তকতা অবলম্বন করুন এবং আপনার বাসাবাড়িতে ওয়াইফাই নিতে ভালো ক্যাবলটি ইউজ করুন।
নিম্নে কিছু ফাইভার অপটিক্স ওয়াইফাই ক্যাবলের নাম তুলে ধরা হলো যে তার গুলো বেশি জনপ্রিয়।

  1. ইথারনেট ক্যাবল
  2. cat5
  3. cat5e
  4. cat6
  5. cat6a
  6. cat7
  7. cat8

এর মধ্যে থেকে ইথারনেট ক্যাবলটি,cat5,cat5e এগুলো বাসাবাড়িতে বেশি ব্যবহার করা হয় এবং cat7 এইগুলো বড় বড় ইন্ডাস্ট্রি অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়।

ওয়াইফাই তারের গজ কত টাকা

ওয়াইফাই তারের গজ কত টাকা- যারা ওয়াইফাই নেওয়ার কথা ভাবছেন তাদের মাথায় সবার আগে প্রশ্ন আসে খরচ কেমন হবে? আর ওয়াইফাই নিতে হলে সবচেয়ে বেশি যে জিনিসটার দাম পড়ে সেটা হলো ওয়াইফাই তার অর্থাৎ ওয়াইফাই ক্যাবলের দাম।ওয়াইফাই তারের গজ সাধারণত ৪০-৪৫ টাকা হবে।

ওয়াইফাই ক্যাবলের দাম অবস্থানের উপর ভিত্তি করে ভিন্নতা আসতে পারে।সবজায়গায় ভৌগলিক পরিবেশ একরকম না তাই দামও একরকম হবে না।তাই দাম কম বেশি হবে এটা স্বাভাবিক।

অপটিক্যাল ফাইবার তার কেনার আগে যে বিষয় বিবেচনা করতে হবে

অপটিক্যাল ফাইবার তার কেনার আগে বেশ কিছু বিষয় বিবেচনা রাখা উচিত।নিম্নে অপটিক্যাল ফাইভার কেনার আগে যেগুলো বিবেচনা করবেন নিম্নে তুলে ধরা হলোঃ-

  • আপনি বাসা বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে কত দূরত্বের জন্য ক্যাবল লাগবে।
  • আপনার ব্যান্ডউইথের প্রয়োজনীয়তা অনুযায়ী অপটিক্যাল ফাইভার নির্বাচন করতে হবে।
  • আপনি যে ফাইভার অপটিক্স ক্যাবল কিনবেন সেটা ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সুরক্ষিত কিনা।এটা বিবেচনা করা জরুরি।
  • ফাইভার অপটিক্স ক্যাবলটি আপনি যে ওয়াইফাই রাউটার,অনু কিনবেন তার সাথে ব্যবহার করার জন্য সামঞ্জস্য কিনা।এটা বিবেচনা করা অত্যান্ত জরুরি কারণ ব্যবহার করার সময় যদি ক্যাবলটি সামঞ্জস্য না হয় তাহলে নেটওয়ার্ক সার্ভিস খারাপ দিবে।
  • সর্বশেষ,আপনি যে ক্যাবলটি কিনবেন সেটা কি দীর্ঘ স্থায়ী ব্যবহার উপযোগী কিনা এটা যাচাই করা জরুরি।

শেষ মন্তব্য

ওয়াইফাই তার অর্থাৎ,ভালো ওয়াইফাই ক্যাবল কেনার ক্ষেত্রে অবশ্যই উপরিউক্ত টিপস গুলো ফলো করবেন আশা করি আপনি আপনার বাসা বাড়ির জন্য সেরা ওয়াইফাই ক্যাবলটি কিনতে পারবেন।

আজকের আর্টিকেলে আমরা ওয়াইফাই তারের দাম এবং ভালো ওয়াইফাই ক্যাবল চেনার উপায় জানতে পারলাম।আশা করি আর্টিকেল টি আপনার ভালো লেগেছে।
ভালো লাগলে সুন্দর একটা মন্তব্য করতে ভুলবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url