২০২৫ সালের সেরা মিউজিক ভিডিও বানানোর অ্যাপ ও সফটওয়্যার – মোবাইল ও কম্পিউটারের জন্য

কোরআন থেকে ছেলেদের নাম অর্থসহআপনারা অনেকেই মিউজিক ভিডিও বানানোর অ্যাপ খোঁজেন।আজকের আর্টিকেলে মিউজিক ভিডিও বানানোর জন্য সেরা অ্যাপগুলো তুলে ধরবো। মিউজিক  ভিডিও  বানানোর  সেরা  অ্যাপ  সম্পর্কে বিস্তারিত  জানতে  সম্পূর্ণ  পোস্ট  পড়ুন।

মিউজিক ভিডিও বানানোর সেরা অ্যাপস এবং সফটওয়্যার

বর্তমান সময়ে ফেজবুক,ইউটিউবের মতো সোশাল মিডিয়াতে মিউজিক ভিডিও অনেক জনপ্রিয়।আর মিউজিক ভিডিও তৈরি করার মাধ্যমে অনেক ইনকমও করে থাকে।তাই আজকের আর্টিকেল টি পড়ুন এবং আপনার মিউজিক ভিডিও তৈরিতে সেরা সফটওয়্যার গুলো ব্যবহার করুন।

সূচিপত্রঃ- ২০২৫ সালের সেরা মিউজিক ভিডিও বানানোর অ্যাপ ও সফটওয়্যার – মোবাইল ও কম্পিউটারের জন্য

মিউজিক ভিডিও কি?

মিউজিক ভিডিও হলো: কোনো সঙ্গীতের সঙ্গে যে কোনো প্রকার মিউজিক বা সাউন্ড যুক্ত করে ভিডিও তৈরি করা হয় তাকে মিউজিক ভিডিও বলে।অর্থাৎ,কোনো কোনো ছবি বা ভিডিও সাথে সাউন্ড যুক্ত করা।

বর্তমান সময়ে মিউজিক ভিডিও একটি আলাদা সেক্টর হিসেবে নিজেকে জায়গা করে নিচ্ছে।এখন প্রায় লোকই দেখা যায়, মিউজিক ভিডিও তৈরি করতেছে।এখন আপনিও যদি চান Music ভিডিও তৈরি করতে তাহলে নিম্নে থেকে মিউজিক ভিডিও তৈরি করার জন্য সেরা অ্যাপগুলো জেনে নিন।

মিউজিক ভিডিও বানানোর সেরা অ্যাপস ডাইনলোড

বর্তমান সময়ে ফেজবুক,ইউটিউব সোশাল মিডিয়া গুলোতে মিউজিক ভিডিও ইউজ করা হয়।আর,দিন দিন মিউজিক ভিডিও তৈরিতে প্রতিযোগিতাও বাড়ছে তাই ফেজবুক,ইউটিউবের মতো সোশালমিডিয়া গুলোতে মিউজিক ভিডিও তৈরি করে টিকে থাকতে হলে প্রয়োজন উন্নতমানের মিউজিক ভিডিও তৈরি করা।অর্থাৎ,সবার থেকে ভালোমানের মিউজিক ভিডিও তৈরি করা।তাই,আপনাকে ভালো মানের মিউজিক ভিডিও তৈরি করতে প্রয়োজন,ভালো  মিউজিক  ভিডিও  বানানোর অ্যাপস।তাই নিম্নে থেকে Music video বানানোর জন্য সেরা অ্যাপস গুলো জেনে নিন।

  • Kingmaster: মোবাইল দিয়ে মিউজিক ভিডিও তৈরি অথবা ভিডিও এডিটিং করার জন্য অন্যতম সেরা অ্যাপ। এই অ্যাপে ২৫০০ টিরও বেশি ফ্রি ইফেক্ট ও ট্রান্সমিশন ইমেজ ফ্রিতে পাবেন।যা আপনার ভিডিও করে তুলবে আরও সুন্দর। Kingmaster অ্যাপটি ডাইনলোড করুন
  • Cap Cut: বর্তমান সময়ে মোবাইলে ভিডিও এডিটিং করার জন্য অন্যতম সেরা অ্যাপ। বেশিরভাগ লোকই ভিডিও এডিটিং করার জন্য এই সফটওয়্যার টি ব্যবহার করে থাকে।capcut অ্যাপটি ডাইনলোড করুন
  • Inshot: প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের জন্য অন্যতম সফটওয়্যার Inshot।এটি ভিডিও এডিটিংয়ের জন্য খুব সহজ এবং ভিডিও এডিটিংয়ের সকল ফিচার এতে যুক্ত করা রয়েছে।তবে inshot ব্যবহার করার ক্ষেত্রে প্রিমিয়াম ভার্সনটি ব্যবহার করতে হবে।আপনি যদি ফ্রী ভার্সন ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওতে ভালো ফিচারগুলো যুক্ত করতে পারবেন না।ফ্রী ভার্সন Inshot ডাইনলোড করুন
  • Gopro Quick: ভালো মানের ভিডিও এডিটিং করার জন্য এটি চমৎকার একটি অ্যাপ।ভালো মানের ফিচার যুক্ত করা।আপনি ভালো লাগলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।
  • video maker: মিউজিক ভিডিও তৈরি করতে এটি দারুণ একটা অ্যাপ।তবে এই অ্যাপটি বাংলাদেশে প্রচলন কম,পার্শবর্তী দেশ ভারতে এই অ্যাপের খুব বেশি ব্যবহার করা হয়।এই অ্যাপে সকল উন্নতমানের ফিচার গুলো যুক্ত করা আছে আপনার যদি ভালো লাগে তাহলে এটি ডাইনলোড করে ব্যবহার করতে পারেন।
  • Video Editing: এটি ব্যবহার করে খুব সহজে ভালো মনের ভিডিও তৈরি করা সম্ভব।
  • Pixgrame: মোবাইল দিয়ে মিউজিক ভিডিও তৈরি করতে এটি একটি জনপ্রিয় সফটওয়্যার।আপনি এর ফ্রী ভার্সন দিয়ে ভালো মানের ভিডিও তৈরি করতে পারবেন।ভালো লাগলে অ্যাপটি ডাউনলোড করুন।
  • Viva Video: মোবাইল দিয়ে দর্শকদের আকর্ষণীয় একটি মিউজিক ভিডিও তৈরি করতে পারবেন।এই অ্যাপে সকল ভালো ভালো ফিচার গুলো যুক্ত করা আপনি এর ফ্রি ভার্সন দিয়ে আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারবেন।ViVa video অ্যাপটি ডাইনলোড করুন
  • You Cut: মোবাইল ব্যবহার কারীর জন্য এই অ্যাপটি দারুণ। মোবাইল ব্যবহার করে খুব সহজে আপনার ভিডিও এডিটিং অথবা মিউজিক ভিডিও এডিটিং করতে পারবেন।এই অ্যাপটি প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করা হয়।যার ফলে অ্যাপটি আরও উন্নত হয় এবং আপনার মিউজিক ভিডিও টি সুন্দর ভাবে দর্শকের সামনে উপস্থাপন করার জন্য চমৎকার একটি অ্যাপ।
  • Alight Motion:   মিউজিক   ভিডিও   তৈরি   করার জন্য  এই  অ্যাপের  জনপ্রিয়তা  দিন  দিন বেড়েই চলেছে।আপনার ভিডিও কে প্রোফেশনাল মনের করার জন্য এটি অনেক ভালো।এই অ্যাপের মাধ্যমে আপনার ভিডিওতে ইফেক্ট এবং বিভিন্ন মোশন যুক্ত করতে পারবেন।যার ফলে আপনার ভিডিও গুণগত মান হবে আরও উন্নত।
  • Mivo: বর্তমান সময়ে বেশিরভাহ লোকই শর্ট মিউজিক ভিডিও তৈরি করে।আর শর্ট মিউজিক ভিডিও তৈরি করার জন্য সেরা একটি সফটওয়্যার।এতে রয়েছে বিভিন্ন ধরণের ইফেক্ট সহ AI ব্যবহার।

মিউজিক ভিডিও বানানোর সেরা  সফটওয়্যার । ২০২৫ সালে মিউজিক ভিডিও বানানোর সেরা ২০ সফটওয়্যার

মিউজিক ভিডিও শুধুমাত্র তৈরি করলেই হবে না।সে ভিডিওটি সুন্দর হতে হবে তার না হলে দর্শক পছন্দ করবে না আপনার তৈরি করা মিউজিক ভিডিওটি সুন্দর করে তুলতে হবে।আর,মিউজিক ভিডিও সুন্দর প্রফেশনাল মানের করার জন্য প্রয়োজন সফটওয়্যার।বর্তমান সময়ে ভিডিও তৈরি করার জন্য অনেক সফটওয়্যার পাওয়া যায়। তাই আমরা এখন মিউজিক ভিডিও বানানোর জন্য কিছু সেরা সফটওয়্যার সম্পর্কে জানবো।

  • iMovie
  • Open shot 
  • inshot 
  • cap cut 
  • shot cut
  • Canva 
  • Light works
  • VSDC
  • Clip champs
  • Blender
  • cam tasia 
  • filmora
  • Go Cut 
  • Lightroom 
  • Vita 
  • Node Video
  • VSCO
  • pics art
  • power Director 
  • Alight Motions

মোবাইল এবং কম্পিউটারের জন্য সেরা সফটওয়্যার (ফ্রি + পেইড)

মোবাইল এবং কম্পিউটারে মিউজিক ভিডিও বানানোর সেরা সফটওয়ার (ফ্রি + পেইড) গুলো নিম্নে বিবরণ সহ তুলে ধরা হলো।আপনি আপনার প্রয়োজন মতো সেগুলো থেকে বাছাই করে নিতে পারেন।

  • adobe Premiere pro: প্রোফেশনাল ভিডিও এডিটর হলে প্রয়োজন ভালো মানের সফটওয়্যার এটি একটি প্রোফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার। এই সফটওয়্যারে পাবেন মিউজিক ভিডিও বানানোর জন্য সেরা কিছু কাস্টম ইফেক্ট, সিল্ক ট্রানজিশনের মতো উন্নত ফিসারের বহু বিকল্প। এর দাম একটু থাকতে পারে তবে প্রোফেশনাল ভিডিও তৈরির জন্য দারুণ।
  • Da vinci Resolve: সাধারণ ভিডিও এডিটর গুলোর মধ্যে খুবই ভালো একটি সফটওয়্যার। রঙের গ্রেডিং, অডিও এডিটিং, ট্রান্জেশনের মতো কাজ গুলো করতে সক্ষম। এটির ব্যবহার অনেক সহজ, বিশেষ করে নবীন ভিডিও এডিটরদের জন্য খুবই ভালো।তবে, প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে চাইলে সীমাবদ্ধতা থাকতে পারে।সেক্ষেত্রে সামান্য কিছু অর্থের মাধ্যমে সাবক্রিপশন কিনতে হতে পারে।
  • VSDC free Video Editor: সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার। উইন্ডোজ এর জন্য সম্পূর্ণ বিকল্প একটি সফটওয়্যার।মিউজিক ভিডিও বানানোর জন্য প্রয়োজনীয় যথেষ্ট ফিচার রয়েছে (লেয়ারিং, ইফেক্ট, অডিও সিল্ক)।

এছাড়াও, আরও কিছু মিউজিক ভিডিও বানানোর সফটওয়্যার রয়েছে। আপনি চাইলে উপরিউক্ত সফটওয়্যার গুলো দ্বারাই খুব ভালো মানের মিউজিক ভিডিও তৈরি করে নিতে পারবেন।তবে, তার জন্য প্রয়োজন দক্ষতা। নিজেকে যত বেশি দক্ষ করে তুলতে পারবেন ততো বেশি আপনার ভিডিও কোয়ালিটি সম্পন্ন করে তোলার সক্ষমতা বৃদ্ধি পাবে।

আপনি যদি প্রোফেশনাল মানের এডিটর হতে পারেন তাহলে এই এডিটিং কে কাজে লাগিয়ে ইনকাম শুরু করতে পারেন।( Fivver, up work) এর মতো অনলাইন মার্কেটপ্লেস থেকে কাজ সংগ্রহ করতে পারেন।নিজে (ইউটিউব, ফেজবুক) মতো সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে মনিটাইজেশনের মাধ্যমে আয় করতে পারেন।

আপনার বাজেট যদি কম থাকে এবং নবীন ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে Da Vinci Resolve বা VSDC দ্বারা কাজ শুরু করতে পারেন।আর, যদি প্রোফেশনাল ভিডিও এডিটিং করতে চান তাহলে adobe Premier pro ব্যবহার করতে পারেন।প্রোফেশনাল দের জন্য এটা দারুণ।

শর্ট "মিউজিক ভিডিও" বানানোর জন্য সেরা AI টুলস

বর্তমানে শর্ট এআই ভিডিও গুলো টিক টক, ফেজবুক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া গুলোতে foryou কাঁপাচ্ছে।শর্ট AI ভিডিও মাধ্যমে লক্ষাধিক টাকা তারা ইনকাম করছে।তাই চলুন শর্ট মিউজিক ভিডিও বানানোর সেরা এআই টুলস গুলো জেনে নিই।

  • Revid AI: এই টুলসের অন্যতম সুবিধা হলো ভয়েজ বা গান আপলোড করলেই এআই সয়ংক্রিয়ভাবে ভিজুয়্যালি ভিডিও তৈরি করে দেয়।এটি ব্যবহার অনেক সহজ নতুন পুরাতন সবার জন্য হতে পারে Best একটি এআই টুলস।
  • LTX studio: এটিও ভিডিওতে ভিজুয়াল লুক দেয়, ক্যামেরা মুভমেন্ট চয়ন করে এবং ভিডিওতে প্রোফেশনাল ফিল দিতে পারে। এই টুলসের অন্যতম ভালো দিক কাস্টমাইজেশন সুবিধা বেশি কিন্তু এর পাশাপাশি অসুবিধাও রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায় না, ফ্রি ভার্সনে কিছু সীমাবদ্ধতা রয়েছে।
  • Plazmapunk: এই টুলস টি বিশেষ করে "মিউজিক ভিডিও" জন্য তৈরি করা হয়েছে।মাঝারি ও হাই কোয়ালিটি ভিডিও তৈরির জন্য উপযুক্ত একটি Ai টুলস।

এই টুলস গুলো ব্যবহার করার সময় মিউজিক গুলো কপিরাইট ফ্রী ব্যবহার করবেন।অন্যথায় মনিটাইজেশনে ঝামেলা হতে পারে এবং ভিডিও তৈরি করার সময় ভিজুয়্যালি থিম এবং প্লাটফর্ম অনুযায়ী ভিডিও ফরমেট ঠিক করে নিবেন।

ভালো "মিউজিক ভিডিও" বানানোর জন্য টিপস

মিউজিক ভিডিও ভালো করে তৈরি করা জরুরি তা নাহলে অডিয়েন্স আপনার ভিডিও দেখবে না।তাই ভালো মানের মিউজিক ভিডিও বানানো জরুরি। নিম্নে ভালো মনের মিউজিক ভিডিও বানানোর জন্য টিপস তুলে ধরা হলোঃ-

সোশ্যাল মিডিয়ায় (ফেজবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম) রিলস ভিডিওর জন্য "Ratio:- 16:9" ব্যবহার করুন।ভিডিওতে ভালো করে ট্রান্জেশন, ইফেক্ট ব্যবহার করুন।ভিডিওর প্রথম ৩-৪ সেকেন্ড আকর্ষণীয় হুক ব্যবহার করুন এটি ভিডিওতে ভিও বাড়ানোর সহজ একটি টেকনিক।সর্বশেষ, ভিডিও ডাইনলোড করার সময় ভিডিওর রেজুলেশন এবং ফাইল সাইজ ঠিক রাখো এবং পোস্ট করার সময় ভালো আকর্ষণীয় টাইটেল, ডেসক্রিপশন ব্যবহার করুন এতে ভিডিওর রিচ এনগেজমেন্ট বাড়ে।

মিউজিক ভিডিও কেন তৈরি করা হয়?

মিউজিক ভিডিও তৈরি করা হয় কারণ—

  • গানকে ভিজ্যুয়ালি উপস্থাপন করার জন্য
  • দর্শকের সাথে আবেগের সংযোগ স্থাপনের জন্য
  • গানের প্রচার ও মার্কেটিংয়ের জন্য

মিউজিক ভিডিও বানাতে কত খরচ হতে পারে?

মিউজিক ভিডিও বানানোর খরচ বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে হতে পারে যেমন—
  • লোকেশন
  • ক্যামেরা ও লাইটি
  • অভিনেতা/মডেল
  • পোস্ট-প্রোডাকশন মান
ছোট বাজেটে কয়েক হাজার টাকায় ভিডিও বানানো সম্ভব, আবার বড় বাজেটে লাখ টাকার বেশি খরচ হতে পারে।আর আপনি যদি মোবাইল দিয়ে বিভিন্ন ভিডিও এডিটিংয়ের মাধ্যমে মিউজিক ভিডিও তৈরি করতে তাহলে আপনার কোনে রকম খরচ করতে হবে না।শুধুমাত্র ভিডিও এডিটিংয়ের উপর একটু ভালো দক্ষতা থাকলেই হবে।

মিউজিক  ভিডিও  বানাবো  কিভাবে । মিউজিক  ভিডিও বানানোর নিয়ম

একটা প্রফেশনাল মানের মিউজিক ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন  অ্যাপ  বা  সফটওয়্যার। কিন্তু আমরা ইতি মধ্যে ভিডিও তৈরি করার জন্য প্রয়োজনীয় অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি।তবে শুধুমাত্র অ্যাপ বা সফটওয়্যার সম্পর্কে জানলেই হবে না,সাথে আরও জানতে হবে প্রফেশনাল মানের মিউজিক ভিডিও বানানোর নিয়ম তাই চলুন মিউজিক ভিডিও বানানোর নিয়ম জেনে নিই।

মিউজিক  ভিডিও বানানোর নিয়ম

মিউজিক ভিডিও বানানোর প্রথম শর্ত আপনাকে ভিডিওটি ভালো করে তৈরি করতে হবে।আপনি যে মিউজিক ভিডিও তৈরি করবেন তার স্ক্রিপ্ট টি ভালো করে তৈরি করে নিতে হবে।দ্বিতীয়ত- আপনার মিউজিক ভিডিওতে যেসকল ছবি বা ইমেজ ব্যবহার করবেন সেগুলো এডিটিং অ্যাপের মধ্যে ইনপুট করুন।তৃতীয়ত- আপনি যদি ভিডিও থেকে কোনো অংশ বাদ দিতে চান সেক্ষেত্রে cut বা split বাটনের মাধ্যমে কেটে সে অংশ বাদ দিয়ে দিন।চতুর্থ বিষয়- আপনার ভিডিওতে পছন্দমতো গান,ফিল্টার ইফেক্ট ব্যবহার করে আপনার ভিডিওটি সুন্দর করে তুলুন।যে প্রফেশনাল মানের এবং দর্শকের জন্য আকর্ষণীয় করে তুলুন।ভিডিও টি যত ভালো হবে ততো বেশি ইনকাম করা সম্ভব।

শেষ মন্তব্য

আমরা আজকের আর্টিকেলের মধ্যে মিউজিক ভিডিও বানানোর সেরা অ্যাপস এবং সেরা সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।এছাড়াও, আপনি কিভাবে প্রফেশনাল মানের মিউজিক ভিডিও বানাবেন? সেই বিষয়টাও বলেছি।আজ যে অ্যাপগুলো শেযার করেছি সেগুলো খুবই জনপ্রিয় এবং ভালো।প্রায় লোকই ভিডিও তৈরি করার ক্ষেত্রে এই অ্যাপগুলো ব্যবহার করে।আশা করি আর্টিকেলটি, আপনার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য "ধন্যবাদ"।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Sazid Hassan Rifat
Sazid Hassan Rifat
আমি সরকারী শহীদ সিরাজউদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি নিয়মিত লাইফ স্টাইল, অনলাইন ইনকাম, টেকনোলজি ও ই সার্ভিস নিয়ে লেখালেখি করি।নিয়মিত নতুন বিষয় নিয়ে লিখে যাচ্ছি যেন সবাই কিছু না কিছু শিখতে পারে। আপনাদের সামনে সকল প্ররকারের সঠিক এবং নির্ভুল তথ্য তুলে ধরার মাধ্যমে সাহায্য সহযোগিতা করাই আমার মূল উদ্দেশ্য। ধন্যবাদ।।