জন্মনিবন্ধন অনলাইন করার নিয়ম ২০২৫(step-by-step) Guideline

সেনার দাম,ভরি কত করে ২০২৫জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম,আপনি জন্ম নিবন্ধন করবেন কিন্তু জানেন না কিভাবে করতে হবে বা করতে হলে কি কি প্রয়োজন তাহলে আজকের আর্টিকেল আপনার জন্য।এই আর্টিকেলের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করে দিব।

জন্মনিবন্ধন অনলাইন করার নিয়ম ২০২৫(step-by-step) Guideline

বর্তমান জন্ম নিবন্ধন ছাড়া কোনো কাজ করা যায় না।আপনি যে কাজেই যান না কেন? জন্ম নিবন্ধন প্রয়োজন তাই চলুন দেরি না করে জেনে নিই।কিভাবে জন্মনিব্ধন অনলাইন করবেন।জানতে হলে সম্পূর্ণ আর্টিকেল টি পড়ুন।

পোস্টের সূচিপত্রঃ-জন্মনিবন্ধন অনলাইন করার নিয়ম ২০২৫(step-by-step) Guideline

জন্মনিবন্ধন অনলাইন করার নিয়ম ২০২৫ঃ

সবাই খুব ভালো করে যানেন যে জন্ম নিবন্ধন কতটা গুরুত্বপূর্ণ।বর্তমান যে কোনে অফিশিয়াল কাজের জন্য জন্ম নিবন্ধন প্রয়োজন। এছাড়াও ভোটার আইডি কর্ডের জন্য জন্মনিবন্ধন প্রয়োজন।শুধুমাত্র জন্ম নিবন্ধন থাকলেই হবে না সেটা অনলাইন থাকাও লাগবে।কিভাবে অনলাইন করবেন পয়েন্ট আকারে জেনে নিই।
  • জন্ম নিবন্ধন করতে হলে সবার আগে পিতা মাতার জন্ম নিবন্ধন করা থাকা লাগবে কারণ পিতা-মাতার জন্ম নিবন্ধনের সাথে ম্যাপিং থাকা লাগবে এবং সন্তানের যদি কোনো পরিক্ষার সার্টিফিকেট থাকে তাহলে সেটি দিয়েও করা যাবে।
  • আপনি আপনার ফোন অথবা কম্পিউটার থেকে জন্ম নিবন্ধন চেক করার ওয়েবসাইটে প্রবেশ করুন।তাপর নিচের তথ্যগুলো বাংলা এবং ইংরেজি ২ ভাবে লিখে সাবমিট করতে হবে।
  1. আপনার নাম
  2. ঠিকান,
  3. লিঙ্গ,
  4. পিতা-মাতার কততম সন্তান,
  5. জেলা,
  6. ডাকঘর
  7. গ্রাম বা মহল্লা
তবে জেলা, ডাকঘর, গ্রাম বা মহল্লা এসব আপনার পিতা-মাতার ভোটার আইডি কার্ড অনুযায়ী পূরণ করুন।ঠিক মতো এসব তথ্য দেওয়ার পরে যেখান থেকে  জন্ম  নিবন্ধন  সংগ্রহ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন তারপরে পরবর্তী বাটনে ক্লিক করুন।
  • পরবর্তী বাটনে ক্লিক করার পরে এবার যে পেজে আনবে সেখানে আপনার পিতা এবং মাতার ভোটার আইডি কার্ডের তথ্য দেন।পিতা এবং মাতার জন্ম নিবন্ধন নাম্বার,পিতা এবং মাতার নাম বাংলায় এবং ইংরেজি ২ টিতেই লিখুন,পিতা এবং মাতার ভোটার আইডি কার্ডের নাম্বার,পিতা এবং মাতার জাতীয়তা এসব কিছু দেওয়ার পরে পরবর্তী বাটনে ক্লিক করুন।
  • আবেদন করার পূর্বে পিতা,মাতার ভোটার আইডি কার্ডের ছবি তুলে ১০০ কেবি এর নিচে করে সেভ করে রাখবেন এবং সন্তানের যে কোনো পরিক্ষার সনদের ছবি তুলে ১০০ কেবি এর নিচে করে সেভ করে রাখবেন।এখন পিতার মাতার তথ্য দেওয়ার পরে সেই ছবি গুলো আপলোড করে দিবেন।আপলোড হওয়ার পরে সাবমিট করে দিবেন।সাবমিট করা শেষ হলে আবেদন successful।
এরপরে successful লেখার পরে দেখবেন প্রিন্ট অপশন আসবে। আবেদন প্রিন্ট করে নিন।আর যদি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে সেভ করে নিন।পরবর্তীতে দোকান থেকে প্রিন্ট করে নিবেন।

জন্ম নিবন্ধন অনলাইন চেক apps

আপনি খুব সহজে অনলাইনে জন্মনিবন্ধন অনলাইন আছে কিনা জানতে পারবেন।কিভাবে বুঝবেন অনলাইনে আছে কি? দেখে নিন
যে কোনো ব্রাউজার গিয়ে জন্ম নিবন্ধন চেক করার সাইটে প্রবেশ করুন।তারপরে আপনার জন্মনিবন্ধনের যে ১৭ ডিজিটের সংখ্যা আছে সেই সংখ্যাগুলো লিখুন এবং আপনার জন্ম তারিখ লিখুন।তারপরে আপনার সামনে একটা ক্যাপচা আসবে সেটি পূরণ করে দেন।তারপরে যাচাই করুন বাটনে ক্লিক করুন।
যাচাই করার পরে আপনার   জন্ম   নিবন্ধনের   তথ্য যদি দেখতে পান তাহলে বুঝবেন জন্ম নিবন্ধন অনলাইন করা আছে। আর যদি না দেখতে পান তাহলে বুঝবেন অনলাইন করা নায়। করা না থাকলে ইউনিয়ন পরিষদে গিয়ে অনলাইন করে নিবেন।

 জন্ম নিবন্ধন কেন যাচাই করবেন

জন্মনিবন্ধন অনলাইন আছে কি? এটা জানা খুবই গুরুত্বপূর্ণ।আপনার জন্ম নিবন্ধন যদি অনলাইন করা না থাকে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না।বর্তমান যে কোনো কাজের ক্ষেত্রে জন্ম নিবন্ধন অনলাইন থাকা লাগে।যেমন: শিক্ষা ক্ষেত্রে,চাকরির আবেদনের ক্ষেত্রে, অফিশিয়াল কোনো কাজের জন্য বা আপনি যদি NID কার্ড করতে চান সেক্ষেত্রেও জন্ম নিবন্ধন অনলাইন থাকা ছাড়া করতে পারবেন না।তাই জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা যাচাই করে নেওয়া ভালো।সময় থাকতে এগুলো ঠিক করে নেওয়া হলে পরে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে বিড়ম্বনার শিকার হতে হবে না।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাইনলোড pdf

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাইনলোড pdf

যে কোনে ব্রাউজার দিয়ে জন্ম নিবন্ধন চেক করার সাইটে প্রবেশ করুন।তারপরে আপনার জন্মনিবন্ধনের যে ১৭ ডিজিটের সংখ্যা আছে সংখ্যাগুলো লিখুন এবং আপনার জন্ম তারিখ লিখুন।তারপরে আপনার সামনে একটা ক্যাপচা আসবে সেটি পূরণ করে দেন।তারপরে যাচাই করুন বাটনে ক্লিক করুন।ক্লিক করার পরে আপনার জন্ম নিবন্ধন সো করবে। তারপরে কম্পিউটার/মোবাইল দিয়ে সেভ করে নিবেন।

লেখকের শেষ মন্তব্য

আমরা এই আর্টিকেলের মধ্যনলাইন আছে কিনা কিভাবে যাচাই করতে হয় এবং অনলাইন করা নিয়ম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছি।আপনি যদি ভালো ভাবে আর্টিকেল-টি পড়েন আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url