AI দিয়ে ইউটিউব ভিডিও তৈরি ও আপলোড করে ইনকাম করার সহজ উপায়

আপেল সিডার ভিনেগার: খাওয়ার নিয়মAI দিয়ে ইউটিউব ভিডিও তৈরি ও আপলোড করে ইনকাম করার উপায়।আমরা এখন ইউটিউব,ফেজবুক প্রায় সবজায়গায় AI দিয়ে তৈরি করা ভিডিও দেখতে পাচ্ছি।আপনি কি জানেন, AI ভিডিও তৈরি করে ইনকাম করা যায়? যদি না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি পড়ুন এবং AI দিয়ে ইউটিউব ভিডিও তৈরি ও আপলোড করে ইনকাম করার সহজ উপায় জেনে নিন।

AI দিয়ে ইউটিউব ভিডিও তৈরি ও আপলোড করে ইনকাম করার সহজ উপায়

AI ভিডিও পোস্ট করার জন্য আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে,তা না হলে (Duplicate contains) আসবে। AI video তৈরি করলে আপনার সময় এবং পরিশ্রম দুইটাই কম লাগবে।তাই AI দিয়ে ইউটিউব ভিডিও তৈরি ও আপলোড করে ইনকাম করার সহজ উপায় জেনে নিয়ে আপনার ইনকামের পথযাত্রায় এগিয়ে যান।

সূচিপত্রঃ- AI দিয়ে ইউটিউব ভিডিও তৈরি ও আপলোড করে ইনকাম করার সহজ উপায়

AI দিয়ে ইউটিউব ভিডিও তৈরি ও আপলোড করে ইনকাম করার সহজ উপায়

AI video তৈরি করে সম্পূর্ণ কপি করে পোস্ট করে দিলে হবে না।বেশকিছু নিয়ম মেনে ভিডিও পোস্ট করতে হবে।আগে সে নিয়ম জেনে নিই।

  • AI ব্যবহার করে তৈরি করা গল্প সম্পূর্ণ কপি ব্যবহার করবেন না। সম্পূর্ণ কপি ব্যবহার করলে ইউটিউব কমিউনিটি Duplicate Contain দেখাতে পারে।
  • কোনো celebrate মানুষের কন্ঠ কপি করে AI video বানালে কপি আসতে পারে।তাই নিজস্ব ভয়েস বা পারমিশন দেওয়া ভয়েজ ব্যবহার করুন।
  • অন্য কারোর ভিডিও বা ক্লিপ ব্যবহার করা যাবে না।কপি মিউজিক ইউজ করা যাবে না।

AI ভিডিও আপলোড করার আগে নিশ্চিত হন। কপি আছে কিনা।

AI ভিডিও তৈরি করার উপায়

  • AI ভিডিও তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম টপিক সিলেক্ট করতে হবে।আপনি কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করতে চাচ্ছেন।
  • AI দিয়ে ভিডিওর একটা স্ক্রিপ্ট তৈরি করুন অর্থাৎ,আপনার ভিডিও কাহিনি কি সেটা লিখুন।আপনি চাইলে নিজে স্ক্রিপ্ট তৈরি করতে পারেন অথবা AI দিয়ে তৈরি করে নিতে পারেন।তবে AI দিয়ে লিখলে সেটা নিজে একটু কাস্টমাইজ করে নিবেন।
  • AI দিয়ে ভয়েস তৈরি করুন: AI দিয়ে বিভিন্ন ফ্রী এবং পেইড টুলস দিয়ে ভয়েজ তৈরি করে নিতে পারবেন।তবে নিজস্ব ভয়েস ছাড়া অন্য কারোর ভয়েজ ইউজ করবেন না।কোনো প্রকার সেলিব্রিটির ভয়েজ ইউজ করবেন না।নিম্নে কিছু টুলসের নাম দেওয়া হলো যেগুলো ফ্রী ব্যবহার করতে পারবেন👇

  1. TTSMP3.com
  2. ElevenLabs.io
  • আপনার লেখা স্ক্রিপ্ট থেকে ভিডিও তৈরি করুন।টুলস ব্যবহার করুন।নিম্নে তুলে ধরা হলোঃ- 
  1. pictory.ai
  2. canva 
  3. cap cut

  • ভিডিওতে মিউজিক ব্যবহার করুন।তবে কোনো প্রকার মিউজিক কপি করে ব্যবহার করবেন না।
  • ভিডিও এডিটিং করুন এবং ভিডিওটি সুন্দর করে তুলুন।আপনি এডিটিং যত ভালো করে করতে পারবেন আপনার ভিডিও কলেটি ততো ভালো হবে এবং দর্শকদের কাছে ভালো লাগবে।

এখন আপনি ভিডিও সোশাল মিডিয়ায় আপলোড করতে পারবেন।

AI ভিডিও আপলোড করার নিয়ম

AI ভিডিও আপলোড করতে হলে কিছু নিয়ম ফলো করতে হবে।সাধারণ ভিডিও আপলোড করার মতো করলে হবে না।তাই চলুন AI video আপলোড করার নিয়ম জেনে নিই

AI ভিডিও আপলোড করার নিয়ম

  • ইউটিউবে সাধারণ যেভবে ভিডিও ছাড়েন এভাবেই ছাড়ুন।ভিডিওতে tittle,describsons,#tag ইত্যাদি ব্যবহার করুন।

AI ভিডিও পোস্ট করার জন্য আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে,তা না হলে (Duplicate contains) দেখাবে। 

  • AI video আপলোড করার ক্ষেত্রে সব সময় disclouse contains সেট করুন তা না হলে আপনার মনিটাইজেশন করে ইউটিউব থেকে ইনকামের স্বপ্ন,সপ্নই থেকে যেতে পারে।তবে সব ভিডিওতে dicclouse contains অন করা লাগে না। 

যে ভিডিওতে disclouse contains অন করবেন

  • ইউটিউব নীতি এবং দর্শকদেরকে ai কন্টেন্ট বোঝানোর জন্য disclouse contains ব্যবহার করতে হয়।কোনো প্রকার ভুয়া নিউজ ইত্যাদি দেওয়ার ক্ষেত্রেও এটা অন করতে হয়।

disclouse অন করার নিয়মঃ

youtube studio পোস্ট করার সময় setting থেকে altered অপশন পাবেন সেখান থেকে (Does this video contain altered or synthetic content?) এটা অন করুন।এছাড়াও, ডিসক্রিপশনে লিখে দিতে পারেন।

যে ভিডিওতে disclouse contains অন করবেন নাঃ

নিজের কন্টেন্ট হলে disclouse contains অন করা প্রয়োজন নেই। যদি AI ভিডিও হয়,কিন্তু ভিডিওতে আপনি ভয়েজ দিয়েছেন সেক্ষেত্রে disclouse contains অন না করলেও হবে।

সকল কিছু ঠিক করা হলে আপলোড করে দিন।চাইলে আগে কপি চেক করে নিয়ে শিউর হয়ে নিতে পারেন।

ইউটিউব ইনকামের জন্য AI video তৈরির টপিক

  1. AI Voiceover Storytelling (গল্প বলা)
  2. Faceless Video Creation (মুখ না দেখিয়ে ভিডিও)
  3. Educational Videos with AI (AI দিয়ে শিক্ষা বিষয়ক ভিডিও তৈরি)
  4. AI Tools Review & Tutorial
  5. Motivational & Islamic Content

শেষ মন্তব্য

আজকের আর্টিকেলে AI দিয়ে ইউটিউব ভিডিও তৈরি ও আপলোড করে ইনকাম করার উপায় গুলো তুলে ধরেছি।আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে,এখন উপরিউক্ত টিপস গুলো ফলো করুন এবং AI ভিডিও তৈরি এবং আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করুন।এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

আর্টিকেল ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন।👇

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url