ভুল বিকাশ নাম্বারে টাকা চলে গেলে করণীয়।টাকা ফিরে পাওয়ার উপায়

বিয়ে: আশীর্বাদ না অভিশাপ?আমরা অনেক সময় কোনো নাম্বারে টাকা পাঠাতে গিয়ে ভুল নাম্বারে টাকা চলে যায়।তখন আমরা চিন্তা করি, হয়তো টাকা ফেরত পাওয়া আর সম্ভাব নয়,যদি সে ব্যাক্তি নিজে থেকে ফেরত না দেয়।কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা,আপনার ভুল বিকাশ নাম্বারে চলে গেলে সে টাকা ফিরে পাওয়া সম্ভব।

ভুল বিকাশ নাম্বারে টাকা চলে গেলে,ফিরে পাওয়ার উপায়

ভুল বিকাশ নাম্বারে টাকা চলে গেলে করণীয়,এবং টাকা ফিরে পাওয়ার উপায় সম্পর্কে আজকের এই আর্টিকেলে আলোচনা করেছি।জানতে হলে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

সূচিপত্রঃ ভুল বিকাশ নাম্বারে টাকা চলে গেলে করণীয়।টাকা ফিরে পাওয়ার উপায়

ভুল বিকাশ নাম্বারে টাকা চলে গেলে করণীয়।টাকা ফিরে পাওয়ার উপায়

ভুল বিকাশ নাম্বারে টাকা চলে গেলে তাড়াহুড়ো করা যাবে না।মাথা ঠান্ডা রাখতে হবে।ভুল নাম্বারে টাকা চলে গেলে কখনোই সেই ব্যাক্তির কাছে ফোন দিয়ে টাকার কথা বলবেন না।
সর্বপ্রথম,বিকাশ   কাস্টমার   কেয়ারে   সহায়তা নিন।তারপর টাকা যে ভুল নাম্বারে গিছে তার প্রমাণ সবেধ থানায় জমা দিয়ে জিডি করুন।তারপরে কাস্টমার কেয়ারে সহায়তা নিয়ে আপনার   টাকা   ফিরিয়ে   আনতে  পারবেন।

বিকাশে  ভুল  নাম্বারে  টাকা চলে গেলে  করণীয়

বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে,অনেকেই ভাবে টাকা ফিরিয়ে পাওয়া সম্ভব না।কিন্তু,আপনি যদি কিছু পদ্ধতি অবলম্বন করেন তাহলে খুব সহজেই আপনার টাকা ফেরত পাবেন।নিম্নে বিকাশ ভুল নাম্বারে টাকা চলে গেলে কি করবেন নিম্নে তুলে ধরা হলোঃ- 

আপনি যে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে ফেলেছেন সেটায় আগে দেখুন বিকাশ খোলা আছে কিনা?যদি বিকাশ খোলা না থাকে তাহলে আগেই তার কাছে ফোন দিবেন না।বিকাশ কাস্টমার কেয়ারে কল করুন এবং আপনার সমস্যার কথা বলুন।তাহলে আপনার টাকা ফেরত পাবেন।

বেশিরভাগ লোকই   ভুল   নাম্বারে   টাকা   চলে   গিলে একটা ভুল করে থাকে।যে নাম্বারে টাকা গিছে সে নাম্বারে কল করে এবং ভুল করে টাকা চলে গিলে এমন বলে।এভাবে বলে দিলে সে ব্যাক্তি যদি ভালো মানুষ হয় তাহলে টাকাটা ফেরত দিবে,অন্যথায় টাকাটা তুলে নিবে।আর,যদি তুলে নেয় সেক্ষেত্রে ভুলে পাঠানো টাকা আর ফেরত পাওয়া সম্ভব না।এজন্য এধরণের সতর্কতা অবলম্বন করতে হবে।

ভুল  বিকাশ  নাম্বারে  টাকা চলে গেলে,ফিরে পাওয়ার  উপায় ।  ভুল করে,অন্য নাম্বারে টাকা গেলে কি করবেন

ভুল বিকাশ নাম্বারে টাকা চলে গিলে ফিরত পাওয়ার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে তাহলে আপনার হারানো টাকা ফেরত পাবেন।নিম্নে   ভুল   বিকাশ   নাম্বারে টাকা   চলে  গেলে   ফেরত   পাওয়ার   উপায়   তুলে ধরা হলোঃ

আপনি যে ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন সে নাম্বারে ফোন দিয়ে টাকার কথা না বলে,বিকাশ কাস্টমার কেয়ারে কল করুন এবং তাদের কে সমস্যার কথাটা বলুন।তবে বিকাশ কাস্টমার কেয়ার থেকে আপনাকে তখনই সহযোগীতা করবে যখন থানায় জিডি করার ১ কপি ছবি তাদেরকে দিবেন।এজন্য,থানায় জিডি করে এক কপি ছবি তাদেরকে দিবেন।

এখন প্রশ্ন,যদি জিডি করার আগে সে ব্যাক্তি টাকা তুলে নেয়?এজন্য কাস্টমার কেয়ারে কল করে কথা বলবেন এবং বলবেন কিছু সময়ের জন্য সে সাথে টাকা তুলতে না পারে এবং সে সময়ের মধ্যে আপনি নিকটস্থ থানায় জিডি করবেন।জিডি করার সময় আপনার কাছ থেকে,ভুল নাম্বরে টাকা গিছে সে বিষয়ে তারা কিছু তথ্য নিবে। জিডি করা হলে সে জিডির ১ কপি ছবি বিকাশ কাস্টমার কেয়ারে সাবমিট করবেন।তাহলে তারা বিস্তারিত দেখার পরে,ভুল বিকাশে চলে যাওয়া টাকা   ফিরে   পেতে   আপনাকে   সাহায্য করে।

বিকাশ নাই এমন নাম্বারে টাকা গেলে করণীয় ।  বিকাশ  খোলা নাই এমন নাম্বারে টাকা গেলে কি করবেন

বিকাশ খোলা নাই এমন নাম্বারে টাকা গেলে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনার টাকা ফিরিয়ে আনতে পারবেন।এটি একদম সহজ আপনাকে কিছু নিয়ম জানতে হবে,তাহলে আপনার টাকা ফিরিয়ে আনতে পারবেন। নিম্নে সেগুলো তুলে ধরা হলোঃ

  • সর্বপ্রথম আপনার বিকাশ একাউন্টে প্রবেশ করুন।
  • সেন্ড মানি অপশনে ক্লিক করুন।
  • তারপর,আপনি যে ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি দেখতে পাবেন। পাশে cancel নামে একটা অপশন দেখতে পাবেন।
  • cancel অপশনে ক্লিক করলে আবার yes নামে একটা অপশন আসবে।তারপর yes বাটনে ক্লিক করে পেমেন্ট ক্যান্সেল করুন।আপনার পেমেন্ট বাতিল করা সম্পূর্ণ হয়েগেছে এবং আপনার টাকা আপনার বিকাশ একাউন্টে কিছু সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবে।

তবে আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন,সে ব্যাক্তি যদি বিকাশ একাউন্ট ওপেন করে তাহলে টাকাটা ২৪ ঘন্টার আপনার একাউন্টে আসবে না। আর যদি সে তুলে নেয় তাহলে তো ফিরে পাবেনই না।যদি সে টাকা না তোলে আর তার বিকাশ একাউন্টে ৩ দিন প্রবেশ না করে তাহলে আপনার টাকা ৩ দিনের মধ্যে,আপনি ফিরে পাবেন।

যদি ওই ব্যক্তি  বিকাশ  থেকে সাথে সাথে টাকা তুলে ফেলে তাহলে করণীয় কী

আমরা বিকাশে এক নাম্বার থেকে অন্য নাম্বারে টাকা পাঠানোর সময় ভুল করে থাকি।এক নাম্বারে টাকা পাঠাতে গিয়ে অন্য নাম্বারে পাঠিয়ে ফেলি।আমরা ইতিমধ্যে ভুল নাম্বারে টাকা চলে গেলে ফিরে পাওয়ার উপায় গুলো জানতে পেরেছি, কিন্তু এই টাকা যদি  ওই  ব্যাক্তি  তুলে ফেলে  তাহলে  আমাদের  করণীয়  কী? নিম্নে তুলে ধরা হলোঃ- 

প্রথমত আপনার ভুলে চলে যাওয়া টাকা যদি,সে ব্যাক্তি তুলে ফেলে তাহলে কোনো প্রকার ব্যবস্থা নিয়ে সেই টাকা ফিরিয়ে আনা সম্ভব না।বিকাশ কাস্টমার কেয়ার বা আইনী পন্থা অবলম্বন করলেও হবে না।এক্ষেত্রে আপনাকে সেই ভুল করে টাকা চলে যাওয়া নাম্বারে কল করে,টাকা টা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করতে পারেন।মানুষটি যদি ভালো হয় তাহলে আপনাকে টাকা ফেরত দিয়ে দিতে পারে।এাছাড়াও আর কোনো পন্থা নেই।চাইলে সাথে আইনের সাহায্য নিতে পারেন যদি বেশি টাকার ব্যাপার হয়।আর কম টাকা হলে আশা ছেড়ে দিন কারণ:অল্প টাকার জন্য আপনাকে অনেক ঝামেলার সম্মুখিন হতে পারে।

শেষ মন্তব্য

আমরা আজকের আর্টিকেলে ভুল বিকাশ নাম্বারে টাকা চলে গেলে,ফিরে পাওয়ার উপায় এবং বিকাশ নাই এমন নাম্বারে টাকা গেলে করণীয় কী এসকল বিষয়ে তুলে ধরেছি আশা করি, ভুল   বিকাশে   টাকা  চলে গেলে আপনার কি করা উচিত বুঝতে পারছেন।

আপনি যদি  ভুল  নাম্বারে  টাকা পাঠিয়ে থাকেন তাহলে সরাসরি সেই ব্যাক্তিকে ফোন না দিয়ে আগে বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন এবং থানায় জিডি করুন।এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url