ঘরে বসে ইনকামের ২০+ আইডিয়া (স্টুডেন্ট ও গৃহিণীদের জন্য)
উচ্চ রক্তচাপ: কারণ, লক্ষণ ও প্রতিকারবর্তমান সময়ে ঘরে বসে অনলাইন থেকে আয় করা সম্ভব।আজকের পোস্টে শেয়ার করবো ঘরে বসে ইনকাম করার ২০+ সেরা আইডিয়া।স্টুডেন্টদের জন্য সহজ অনলাইন জব এবং গৃহিণীদের জন্য ফ্রিল্যান্সিং ও হোম বিজনেস টিপস।
মোবাইল দিয়ে আয় করার জনপ্রিয় উপায়।কোনো ইনভেস্ট ছাড়াই ঘরে বসে সময় অনুযায়ী পার্ট টাইম ও ফুল টাইম জব সাজেশন।নিজের স্কিল ব্যবহার করে অনলাইনে টাকা আয়ের বাস্তব পদ্ধতি জেনে নিন।সূচিপত্রঃ ঘরে বসে ইনকামের ২০+ আইডিয়া (স্টুডেন্ট ও গৃহিণীদের জন্য)
ঘরে বসে ইনকামের ২০+ আইডিয়া (স্টুডেন্ট ও গৃহিণীদের জন্য)
ঘরে বসে আয়ের অনেকগুলো সুযোগ রয়েছে, বিশেষ করে ছাত্রছাত্রী ও গৃহিণীদের জন্য।তাই আজকের পোস্ট থেকে ঘরে বসে ইনকামের উপায় জেনে নিন —
- ফ্রিল্যান্সিং – যে কোনো একটা বিষয়ে ভালো দক্ষতা অর্জন করা এবং অনলাইন ফ্রিল্যান্সিং প্লাটফর্ম গুলো কাজ করা।আপনি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে পারেন যেমন- ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, ডেটা এন্ট্রি ইত্যাদি কাজ করে আয় করা যায়।
- কনটেন্ট রাইটিং – ব্লগ পোস্ট, আর্টিকেল লেখে অন্যকে দেওয়ার মাধ্যমে ইনকাম করতে পারেন অথবা নিজে ওয়েবসাইট তৈরি করে সেখানে লিখতে পারেন।
- SEO ও ব্যাকলিংক সার্ভিস – ভালো করে seo শিখে ওয়েবসাইটের র্যাংকিং উন্নত করার জন্য ব্যাকলিংক সার্ভিসের কাজ করতে পারেন।
- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট (VA) – ইমেইল ম্যানেজমেন্ট, ডাটা ম্যানেজমেন্ট বা শিডিউলিং করতে পারেন।
- অনলাইন টিউটরিং – ইউটিউব, ফেজবুক পেজ অথবা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে স্কুল/কলেজের শিক্ষার্থীদের পড়াশোনা অথবা ভাষা শেখানোর মাধ্যমে ইনকাম করতে পারবেন।
- ইউটিউব চ্যানেল – ইউটিউব চ্যানেলে গুগল এডসেন্স ও স্পনসরশিপ থেকে আয় করতে পারবেন।
- ফেসবুক/ইনস্টাগ্রাম – কনটেন্ট দিয়ে ফলোয়ার তৈরি করে পেজ মনিটাইজেশন করে আয় করতে পারবেন এছাড়াও,ব্র্যান্ড/প্রোডাক্ট প্রমোট করে আয় করতে পারবেন।
- অ্যাফিলিয়েট মার্কেটিং – অন্যের প্রোডাক্ট বিক্রি করে কমিশনের মাধ্যমে আয় করতে পারেন।
- ডিজিটাল মার্কেটিং – সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সার্ভিস দিতে পারেন যেমন- সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অ্যাড রান ও ইমেইল মার্কেটিং করে আয়।
- অনলাইন কোর্স তৈরি – নিজের কোনো বিষয়ের প্রতি যদি ভালো দক্ষতা থাকে তাহলে সেটা কোর্স বানিয়ে মানুষের কাছে বিক্রি করা।
- মাইক্রো টাস্ক – বিভিন্ন অনলাইন সাইটে ছোট ছোট কাজ করে আয় করা সম্ভব।
- ই-বুক লেখা ও বিক্রি – আপনি চাইলে ই-বুক লেখতে পারেন এবং সেগুলো অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারেন।
- ডিজিটাল প্রোডাক্ট বিক্রি – ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারেন।যেমন- টেমপ্লেট, প্ল্যানার, ডিজাইন ফাইল ইত্যাদি।
- ছবি / ভিডিও বিক্রি – আপনি যদি ফটোগ্রাফি বা ভিডিও এডিটিংয়ে ভালো দক্ষ হয়ে থাকেন তাহলে বিভিন্ন ছব বা ডিজাইন তৈরি করে বিক্রি করতে পারেন। বিক্রি করার জন্য বেশ কিছু মার্কেটপ্লেস রয়েছে যেমন- sutter stock, adobe stock ইত্যাদি।
- ড্রপশিপিং/ই-কমার্স – অনলাইনে ই-কমার্স ওয়েবসাইট অর্থাৎ, আমরা যেটাকে অনলাইন দোকান বলি, সেটা বানিয়ে সেখানে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে পারেন।
- পডকাস্টিং – নিজের শখ/টপিক নিয়ে অডিও কনটেন্ট বানাতে পারেন এবং সেগুলোতে স্পনসরশিপ ও বিজ্ঞাপন থেকে আয় করতে পারবেন।
- ভয়েসওভার সার্ভিস – ভয়েসওভার সার্ভিস দিতে পারেন যপমন- বিজ্ঞাপন, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদির জন্য নিজের কন্ঠ রেকড করে বিক্রি।
- অ্যাপ/গেম ডেভেলপমেন্ট – ছোটখাটো মোবাইল অ্যাপ বা গেম বানিয়ে আয় করতে পারবেন।
- ট্রান্সলেশন সার্ভিস – ফ্রিল্যান্সিং প্লাটফর্মে ট্রান্সলেশন কাজ করতে পারেন।যেমন- ইংরেজি থেকে বাংলা বা অন্য যে কোনো ভাষায় ট্রান্সলেশন করা।
- ওয়ার্ডপ্রেস থিম/প্লাগইন ডেভেলপমেন্ট – আপনার যদি থিম ডিজাইন অথবা প্লাগিইন ডেভেলপমেন্ট করার দক্ষতা থাকে তাহলে সেটা কাজে লাগাতে পারেন। নিজস্ব থিম বা প্লাগইন বানিয়ে মার্কেটপ্লেসে বিক্রি করতে পারেন।
- ক্রিপ্টো ট্রেডিং – অনলাইনে শেয়ার বাজারে টাকা লাগানো, ফরেক্স বা ক্রিপ্টোতে ইনভেস্ট করে আয় করা সম্ভব,(তবে এটা অনেক রিস্কি)।
অনলাইনে ইনকাম করার উপায়
আমরা ইতিমধ্যে ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করার ২০+ আইডিয়া পেলাম এখন আমরা অনলাইন থেকে ইনকাম করার আরও কিছু উপায় জানবো।অনেকের মনে প্রশ্ন থাকে মোবাইল দিয়ে কি ইনকাম করা সম্ভব? হ্যা। আপনার কাছে যদি একটা স্মার্টফোন এবং তাতে ইন্টারনেট সংযোগ থাকে তাহলে ইনকাম করা সম্ভব। এখন আর আগের মতো চাকরির পেছনে দৌড়াদৌড়ি করা লাগে না।তাই চলুন আর কথা না বলে জেনে নিই।প্রথমত আপনি ইউটিউব চ্যানেল অথবা ফেজবুক পেজ দিয়ে ইনকাম করতে পারেন।তবে চ্যানেলে আপনাকে বিভিন্ন কন্টেন্ট দিতে হবে যেমন- ছবি, ভিডিও, আপনি যদি ভালো মজার মজার গল্প যানেন তাহলে সেগুলো সেয়ার করতে পারেন। এভাবে প্রতিনিয়ত কাজ করতে থাকলে আপনার পেজে অথবা চ্যানেলে ফ্যান ফলোয়ার বাড়তে থাকে তখন চাইলে স্পন্সরসিপ এ্যাড রান করে ইনকাম করতে পারবেন।
আর, আপনার যদি লেখালেখি করতে ভালো লাগে তাহলে ব্লগ ওয়েবসাইট খুলে সেখানে পোস্ট করতে পারেন এবং সেখানে এডসেন্সের মতো এড রান করিয়ে ইনকাম করতে পারবেন।তবে এগুলো থেকে ইনকাম একদিনে শুরু হবে না, আপনাকে এখানে সময় দিতে হবে এবং ধৈর্য ধরে কাজ করে যেতে হবে।একসময় ঠিকই আপনার সফলতা পাবেন।
স্টুডেন্টদের অনলাইনে আয়ের উপায়
বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি অনলাইন থেকে আয়ের পথ খুঁজছে? কিন্তু সঠিক কনসেপ্ট কোথাও পাচ্ছে না।তাই আমি এখন সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করে দিব।স্টুডেন্টদের অনলাইনে আয়ের উপায় তুলে ধরা হলোঃ-
স্টুডেন্টদের জন্য ভালো মাধ্যম র্ফ্রিল্যান্সিং।তারা চাইলে ফ্রিল্যান্সিং শিখতে পারে।যেমন- ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, ডেটা এন্ট্রি ইত্যাদি মতো স্কিলগুলোর বর্তমান অনেক ডিমান্ড।এগুলো শেখার পর তারা ফাইভারের মতো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে পারে।বর্তমান ছাত্রছাত্রীদের জন্য সহজ উপায় ইউটিউব অথবা ফেজবুকে ফানি কন্টেন্ট বানানো।এভাবে অনেক ছেলেমেয়ে আজ সফল হয়েছে।তবে এগুলো থেকে ইনকাম করার জন্য একটু বেশি সময় লাগে।তাই ছাত্রছাত্রীদের জন্য: অনলাইন ফ্রিল্যান্সিং, কনটেন্ট রাইটিং, ইউটিউব, SEO, অনলাইন টিউশন সবচেয়ে ভালো উপায়।
গৃহিণীদের অনলাইনে ইনকাম করার উপায়
অনলাইন থেকে ইনকাম এখন গৃহিণীরাও করতে পারবে।তাদের সারাদিনের কাজের পাশাপাশি পার্টটাইম অনলাইনে ব্যবসা অথবা ফ্রিল্যান্সিং করতে পারবে।গৃহিহীদের ইনকামের এক দারুণ সুযোগ।
বিশেষ করে গৃহিণীরা ব্লগিং করতে পারে।যেমন- রান্না করার ভিডিও বানিয়ে ইউটিউব অথবা ফেজবুক মনিটাইজ করে ইনকাম করতে পারে অথবা অনলাইন রিসেলিং ব্যবসা করতে পারে।যে কোনো দোকানের মেয়েদের প্রোডাক্ট প্রোমোট করতে পারে।অনেক দোকানদার অনলাইনে প্রোডাক্ট সেল করে আপনি তাদের প্রোডাক্ট গুলো ভিডিও করে সেল বাড়িয়ে তার বিনিময়ে নগদ অর্থ নিতে পারেন।
ঘরে বসে ইনকামের ২০+ আইডিয়া- শেষ মন্তব্য
আজকের পোস্টে ছাত্রছাত্রীদের এবং গৃহিণীদের ঘরে বসে ইনকামের ২০+ আইডিয়া শেয়ার করেছি।আশা করি পোস্ট টি আপনার ভালো লেগেছে এবং আপনার অনলাইনে ইনকাম যাত্রায় এগিয়ে যেতে পারবেন।মনে রাখবেন অনলাইন থেকে ইনকাম একদিনেই সম্ভব না।তাই আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে।প্রতিনিয়ত এমন সব অনলাইন ইনকাম রিলেটেড টিপস জানতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন।
রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url