ফেসবুক থেকে টাকা ইনকামের সহজ পথ- ২০২৫
প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়মফেজবুক থেকে ইনকাম করার সহজ উপায়-২০২৫ সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করবো।ফেজবুক থেকে ইনকামের জন্য সেরা মাধ্যম হলো রিলর্স মনিটাইজেশন।তবে, ফেজবুক থেকে ইনকাম করার আরও অনেক উপায় রয়েছে,সেগুলো তুলে ধরবো।
ফেজবুক থেকে রিলর্স মনিটাইজেশন ছাড়াও পার্টনারশিপ অ্যাড,স্টার ইত্যাদি মাধ্যমে ইনকাম করা যায়।এগুলো থেকে ইনকাম করার পাশাপাশি ফেজবুক থেকে ইনকামের নতুন উপায় (Creator storefront) থেকে ইনকামের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।জানতে হলে সম্পূর্ণ আর্টিকেল টি পড়ুন।
সূচিপত্রঃ ফেসবুক থেকে টাকা ইনকামের সহজ পথ- ২০২৫
ফেসবুক থেকে টাকা ইনকামের সহজ পথ- ২০২৫
বর্তমান সময়ে ফেজবুক থেকে ইনকাম করা অনেকটাই সহজ হয়ে গিছে। আগে ফেজবুক থেকে ইনকাম করার জন্য প্রয়োজন বড় ভিডিও তৈরি করা কিন্তু এখন ছোট ভিডিও থেকে ইনকাম করা যায়।অর্থাৎ,রিলর্স ভিডিও।বড় বড় ভিডিও গুলো বর্তমান ফেজবুক রির্লস হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে।
আর,রিলর্স মনিটাইজেশন পাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে যা,একটু ডিফিকাল্ট। রিলস মনিটাইজেশন পেতে আপনার পেজে অন্তত ৫ হাজার ফলোয়ার এবং গত ৬০ দিনে ৬০,০০০ মিনিট ওয়াজ টাইম থাকতে হবে।তবে ভিডিও নিজের তৈরি করা হতে হবে।কোনো রকম কপি থাকলে মনিটাইজেশন পাবেন না।
অপর দিকে ফেজবুক থেকে ইনকামের আরেকটি সহজ উপায় হলো: স্টার।স্টার মনিটাইজেশনে জন্য তেমন কোনো শর্ত মানতে হয় না।৫০০ ফলোয়ার হলেই স্টার অপশন চালু হয়ে যায়।তবে,স্টার থেকে তেমন ইনকাম সম্ভব হয় না।কারণ: একজন ব্যাক্তি আপনাকে একটা স্টার সেন্ড করলে আপনি পাবেন ০.০১$।
যা,তুলনামূলক ভাবে অনেক কম।তবে,আপনি শুধুমাত্র রিলস এবং স্টার মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করে পারবেন এমনটা নয়।ফেজবুক থেকে ইনকাম করার জন্য আরও অনেক পদ্ধতি রয়েছে,সেগুলোর মাধ্যমে ইনকাম করতে পারবেন।যেমন:-
- অ্যাফিলিয়েট মার্কেটং করে ফেসবুক থেকে ইনকাম
- ফেসবুক পেজ থেকে পণ্য বা সার্ভিস বিক্রি করে ইনকাম
- ফেজবুক পেজে creator storefront থেকে ইনকাম
- ব্র্যান্ড স্পনসরশিপ ও স্পনসরড কনটেন্ট থেকে ইনকাম
- ফেসবুক মার্কেটপ্লেসে প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে পারবেন।
আপনিও যদি এগুলোর মাধ্যমে ইনকাম করতে চান তাহলে সম্পূর্ণ পোস্ট পড়ুন।
অ্যাফিলিয়েট মার্কেটং করে ফেসবুক থেকে ইনকাম
অ্যাফিলিয়েট মার্কেটং করে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব।অ্যাফিলিয়েট মার্কেটিং হলো কোনে পণ্য বা সেবা বিক্রি করা।অর্থাৎ,আপনি যে সাইটের পণ্য অ্যাফিলিয়েট করবেন সেই সাইটে প্রত্যোক পণ্যোর জন্য একটি আলাদা লিংক পাবেন।ঐ লিংক থেকে যদি কেউ আপনার পণ্য ক্রয় করে তাহলে আপনি নির্দিষ্ট পরিমাণ একটা কমিশন পাবেন।
অ্যাফিলিয়েট করার আগে ভাবতে হবে,মানুষের চাহিদা কেমন।বর্তমান মানুষ কোন পণ্যগুলো বেশি ব্যবহার করছে।কোনগুলো নিয়ে কাজ করলে সেল বেশি হবে।এগুলো ভেবে প্রডাক্ট সিলেক্ট করুন এবং পণ্য বিক্রি করুন।আর,অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে যেকোনো একটা অ্যাফিলিয়েট মার্কেটিং সাইটে রেজিষ্ট্রেশন করে নিতে হবে এবং আপনার পছন্দের প্রোডাক্ট নির্বাচন করুন।প্রতিটি প্রোডাক্টের জন্য আপনি আলাদা আলাদা লিংক পাবেন।সে লিংক গুলো ফেজবুকে পোস্ট করুন এবং প্রোডাক্টের ভালো রিভিউ দিন সেগুলো দেখে মানুষ ক্রয় করবে এবং আপনি কমিশন পাবেন।বিভিন্ন অ্যাফিলিয়েট সাইট রয়েছে।যেমন-
- Daraz Affiliate
- Amazon Affiliate
- ClickBank
- Digistore24
ফেসবুক পেজ থেকে পণ্য বা সার্ভিস বিক্রি করার উপায়
২০২৫ সালে ফেজবুক থেকে ইনকামের অন্যতম সহজ উপায় পণ্য বা সার্ভিস বিক্রি করা।আপনি একটা ফেজবুক পেজ ক্রিয়েট করে বিভিন্ন ধরণের সার্ভিস এবং পণ্য বিক্রি করতে পারেন।যেমন:জামাকাপড় জুয়েলারি,বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি।এছাড়াও,পড়ালেখা অথবা গ্রাফিক্স ডিজাইনের কোর্স চালু করতে পারেন।যার মাধ্যমে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন।যদি কোর্স চালু করেন তাহলে অডিয়েন্স টাকা দিয়ে আপনার কোর্স কিনে নিবে।আর প্রোডাক্ট সেল করেন তাহলে সেই প্রোডাক্ট বিক্রি করে আপনি একটা কমিশন পাবেন।
তবে, পণ্য বা সার্ভিস বিক্রি করার মাধ্যমে ইনকাম করার জন্য প্রয়োজন প্রোফেশনাল ভাবে ফেজবুক পেজ তৈরি করা।পেজটি যদি প্রোফেশনাল না হয় তাহলে লোক আপনার পেজের প্রতি বিশ্বাস করবে না।এজন্য,পেইজটি প্রোফেশনাল ভাবে তৈরি করতে হবে।পেজের নাম, লোগো, ব্যানার,ডেসক্রিপশন ইত্যাদি ভালোভাবে দিতে হবে।আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন সে বিষয়ের উপর নাম,লোগো এবং ডেসক্রিপশন লিখবেন এবং প্রত্যোক প্রোডাক্টের সাথে (বাই নাও,সপ নাও,মেসেজ করুন) ইত্যাদি বাটন যুক্ত করতে হবে।আর,দ্রুত মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার সার্ভিসের উপর বিশ্বাস বাড়বে।যদি নিজে সময় না পান,সেক্ষেত্রে অটোমেশন সিস্টেম করে রাখতে পারেন।এভাবে কাজ করলে দ্রুত আপনার ইনকাম বাড়বে।
ফেজবুক পেজে creator storefront পাওয়ার শর্ত এবং ইনকামের উপায়
ফেজবুক থেকে ইনকাম করার জন্য নতুন একটা সিস্টেম।Creator storefront থেকে ভিডিওগ্রামের মাধ্যমে ইনকাম করতে পারবেন।অর্থাৎ,নিজে কাস্টম ভিডিও তৈরি করে অডিয়েন্সদের কাছে বিক্রি করতে পারবেন।যদি,আপনার অডিয়েন্স তার জন্য কাস্টম ভিডিও চাই,সেক্ষেত্রে আপনি ভিডিও তৈরি করে দিয়ে তার বিনিময়ে অর্থ নিতে পারেন।creator storefront থেকে ইনকাম করার করার এই ক্রাইটেরিয়া সব দেশগুলোতে চালু করা হয় নি।সর্বপ্রথম যুক্তরাষ্ট্র,কানাডা ইত্যাদি দেশগুলোতে চালু করা হয়।তবে,বর্তমান বাংলাদেশেও চালু করা হয়েছে।
আপনি কিভাবে Creator storefront পাবেন?ক্রিয়েটর স্টোরফ্রন্ট পাওয়ার জন্য আপনাকে ফেজবুকের সকল নিয়ম মানতে হবে।গাইডলাইন ভঙ্গ করা যাবে না।যদি ফেজবুক আইডি ইউজ করেন তাহলে প্রোফেশনাল মোড অন করা থাকতে হবে এবং পেজেও সেম নিয়ম।টু-ফেক্টর অথোয়েন্টিকেশন চালু থাকতে হবে।ফেজবুক পেজে অথবা আইডিতে পর্যাপ্ত পরিমাণে ফলোয়ার এবং ফেজবুকের সকল গাইডলাইন অর্থাৎ,নিতীমালা মেনে চলতে হবে। তাহলে খুব সহজেই Creator Storefront মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন।আরও ভালোভাবে বুঝতে চাইলে নিচের ভিডিওটি দেখুন।👇
ফেজবুকে ব্র্যান্ড স্পনসরশিপ ও স্পনসরড কনটেন্ট থেকে ইনকাম
ফেজবুক থেকে ইনকামের জন্য অন্যতম একটি উপায় হলো: ব্র্যান্ড স্পনসরশিপ ও স্পনসরড কনটেন্ট।অর্থাৎ, আপনার ফেজবুক পেজ অথবা আইডি দিয়ে অন্য কারোর পণ্য বিক্রি করে দেওয়া।ব্রান্ড স্পনসরশিপ নিয়ে কাজ করার জন্য আপনাকে ভালোমানের একটা ফেজবুক পেজ থাকতে হবে।যাতে পর্যাপ্ত পরিমাণে ফলোয়ার থাকতে হবে এবং অডিয়েন্সদের কাছ থেকে বিশ্বস্ততা অর্জন করতে হবে।
অডিয়েন্সদের বিশ্বস্ততা অর্জন করবেন কিভাবে? বিশ্বস্ততা অর্জন করার জন্য আপনাকে প্রোফেশনাল মানের ফেজবুক পেজ তৈরি করতে হবে এবং প্রতিনিয়ত ভালো মনের কন্টেন্ট দিতে হবে।আপনি যে টপিক নিয়ে কাজ করতে চান সে বিষয়ে ভিডিও,ফটো ইত্যাদি প্রতিনিয়ত পোস্ট করুন।যখন দেখবেন আপনার কন্টেন্টে লাইক,কমেন্ট,শেয়ার ইত্যাদি ভালো পরিমানে হচ্ছে।তাহলে তখন,আপনি বিভিন্ন ব্রান্ডের কাছে স্পন্সসারশিপ অ্যাড দেখানোর জন্য প্রপোজাল দিতে পারেন।
আপনার পেজে ফলোয়ার সংখ্যা এবং এনগেজমেন্টের উপর নির্ভর করে আপনি টাকা নিতে পারবেন।এছাড়াও,আপনার ফেজবুক পেজ মার্কেটপ্লেজে স্পনসরশিপের জন্য আবেদন করতে পারেন।আপনি,যে কোনো একটি টপিক নিয়ে কাজ করতে পারেন।যেমন: জুয়েলারি,মেয়েদের পোশাক অথবা ছেলেদের পোশাক,ঘড়ি,পাঞ্জাবি অথবা টেকনোলজি রিলেটেড কোনো কিছু।যদি একটা টপিক নিয়ে কাজ করেন তাহলে দ্রুত সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
শেষ মন্তব্য
আপনি যদি ফেজবুকের সকল গাইডলাইন মেনে কাজ করেন তাহলে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন।আর,যদি ফেজবুক থেকে অন্য উপায়ে আয় করতে চান যেমন:ব্রান্ড স্পনসরশিপ,অ্যাফিলিয়েট মার্কেটিং,পণ্য বা সার্ভিস বিক্রি ইত্যাদির মাধ্যমে ইনকাম করতে চান। সেক্ষেত্রে অডিয়েন্সদের কাছে বিশ্বসস্ত অর্জন করতে হবে।
ফেসবুক থেকে টাকা ইনকামের সহজ পথ- ২০২৫ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং,ব্রান্ড স্পন্সর শিপ,পণ্য বা সার্ভিস বিক্রি করে ইনকাম করার উপায় সম্পর্কেও তুলে ধরেছি। আশা করি আর্টিকেল টি আপনার ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।ভালো লাগলে কমেন্টের মাধ্যমে,আপনার মন্তব্য প্রকাশ করতে পারেন।
রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url