ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম-স্টেপ বাই স্টেপ

মিউজিক ভিডিও বানানোর সেরা অ্যাপসইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানুন।বর্তমান সময়ে   সেভিংস   করার   জন্য   ইসলামী   ব্যাংক   সেভিংস   একাউন্ট   খুবই ভালো।এছাড়াও,আরও অনেক ব্যাংক রয়েছে যার মাধ্যমে টাকা সেভিং করতে পারবেন।অনেকেই চান ইসলামী শরিয়ত মোতাবেক টাকা সেভিং করতে।

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম-স্টেপ বাই স্টেপ

আপনিও যদি চান ইসলামী শরিয়ত মোতাবেক টাকা সেভিং করবেন তাহলে আপনার জন্য ইসলামী ব্যাংক ভালো।তাই আজকের পোস্ট থেকে অনলাইন এবং অফলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো জেনে নিন।

সূচিপত্রঃ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম-স্টেপ বাই স্টেপ

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম-স্টেপ বাই স্টেপ

ইসলামী ব্যাংক ইসলামী শরিয়ত মোতাবেক পরিচালনা করা হয়।ইসলামে সুদ গ্রহণ এবং প্রদান করা হারাম।তাই ইসলামী ব্যাংক গ্রাহককে কোনো রকম সুদ দেয় না।তারা  বিভিন্ন  উপায়  অবলম্বন  করার  মাধ্যমে  গ্রাহককে  টাকা  বা  অর্থ  প্রদান  করে।যেমন: অংশীদারিত্ব, লিজিং ইত্যাদি।অনেকেই অনলাইনের মাধ্যমে ইসলামী শরিয়ত মোতাবেক টাকা  রাখার  পথ  খোঁজেন  কিন্তু সঠিক তথ্য পান না।তাই আজকের পোস্ট থেকে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম শুরু থেকে শেষ পর্যন্ত জানুন।

আপনি ইসলামি ব্যাংক একাউন্ট  দুই  ভাবে  খুলতে পারবেন।প্রথমত নিকটস্থ ইসলামী ব্যাংকে গিয়ে কর্মচারীদের সাথে কথা বলে এবং অন্যটি ঘরে বসে  অনলাইনের মাধ্যমে।ব্যাংকে গিয়ে কর্মচারীদের সাথে কথা বলতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে।তারপর আপনাকে একটা  একাউন্ট  খোলার  জন্য ফরম  পূরণ  করে  জমা  দিতে  হবে।সবকিছু ঠিকঠাক করে জমা দিলে কয়েক ঘন্টার মধ্যে আপনার একাউন্ট করা হয়ে যাবে।তার আগে জানা জরুরি আপনার ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগবে? তাই ইসলামী ব্যাংক  একাউন্ট  খুলতে  প্রয়োজনীয়  ডকুমেন্টস  গুলো  জেনে নেওয়া যাক।

ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে প্রয়োজনীয় ডকুমেন্টস

ব্যাংক একাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো থাকা জরুরি। কারণ: প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আপনি একাউন্ট খুলতে পারবেন না।এছাড়াও,একাউন্ট খুলতে গিয়ে ব্যাংকে যদি সঠিক কাজপত্রগুলো না নিয়ে যান তাহলে একাউন্ট না করেই বাড়িতে ফিরতে হবে।তাই ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো জানতে হবে।নিম্নে   প্রয়োজনীয়  কাগজপত্র  তুলে  ধরা  হলোঃ- 

  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি।
  • আপনার দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
  • নমিনির যে থাকবে তার তথ্য। যেমন: NID card অথবা Birth certificate
  • রেফারেন্স নাম্বার।আপনার আশে পাশে যদি কারোর ইসলামী ব্যাংকে একাউন্ট করা থাকে তাহলে তার নাম এবং একাউন্ট নাম্বার।তবে এটা ব্যাংক সব সময় চাই না।যদি চাই সেক্ষেত্রে দিতে হবে।
  • ব্যাংক  থেকে  একাউন্ট  করার  জন্য  আবেদন  ফরম সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করতে হবে।

ইসলামী ব্যাংক একাউন্ট কেন খুলবেন?

অনেকের মনে প্রশ্ন ইসলামী ব্যাংক একাউন্ট কেন খুলবো? আরও অন্যান্য ব্যাংকও তো আছে তাহলে ইসলামী ব্যাংক একাউন্ট কেন? তাই  ইসলামী  ব্যাংক  একাউন্ট  কেন  খুলবেন  জানুন।

  • প্রথমত: যারা  ইসলামী  শরিয়ত  মোতাবেক  টাকা সেভিং  করতে  চান।
  • দ্বিতীয়ত: আপনার ব্যাক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য ব্যাংক সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করে।
  • তৃতীয়ত: ইসলামী ব্যাংক একাউন্ট খোলার প্রক্রিয়াটি অনেক সহজ।ঝামেলা মুক্ত।
  • চতুর্থ: যে কোনো অবস্থানে থেকে আপনি একাউন্ট করতে পারবেন।
  • পঞ্চম:বর্তমান  অনলাইনের  মাধ্যমে  ইসলামী  ব্যাংকে  একাউন্ট  করতে  পারবেন।
  • ৬ষষ্ঠ: আপনার যে কোনো সমস্যা হলে ব্যাংকের গ্রাহক সেবার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারবেন।

বিদেশ থেকে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

বিদেশ থেকে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনেক সহজ,  আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে তাহলেই আপনিও পারবেন। দূর প্রবাস থেকে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে।তাই নিম্ন  বিদেশ  থেকে  ইসলামী  ব্যাংক  একাউন্ট  খোলার  নিয়ম  তুলে  ধরা  হলোঃ

বিদেশ থেকে একাউন্ট খোলার জন্য প্রথমে playstore থেকে  Islami Bank  সেলফিন  অ্যাপ  ইনস্টল  করতে  হবে।তারপর আপনার মোবাইল নাম্বার এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সহ সাবমিট করতে হবে।কয়েক ঘন্টার মধ্যে আপনার একাউন্ট করা সম্পন্ন হয়ে যাবে।
বিদেশ থেকে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার  জন্য প্রয়োজনীয়  ডকুমেন্টস:-

  • পরিচয়পত্রঃ-পাসপোর্ট/ভিসা অথবা Work ID
  • ছবি:আবেদনকারী এবং নমিনির পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জমা দিতে হবে।
  • নমিনির তথ্য:নমিনির জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন ফটোকপি।
  • প্রাথমিক আমানত: ব্যাংকে আপনার প্রাথমিক আমানত জমা করতে হবে।
  • ফরম পূরণ: আপনাকে cellfin অ্যাপ বা ব্যাংকের ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করে তা সঠিক ভাবে পূরণ করে সাবমিট করতে হবে।

বি:দ্রঃ- আপনার একাউন্টের ধরণের উপর ভিত্তি করে প্রাথমিক আমানত কম বা বেশি হতে পারে।

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম-আপনি এখন খুব সহজে অনলাইনের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।আপনাকে আর কষ্ট করে ব্যাংকে যেতে হবে না।ঘরে  বসে  ইন্টারনেটের  সাহায্য  ইসলামী  ব্যাংক  একাউন্ট  খুলুন।নিম্নে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম তুলে ধরা হলো:

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
  • আপনাকে সর্বপ্রথম ইসলামী ব্যাংকের সেলপিন অ্যাপ ইনস্টল করতে হবে।
  • তারপর আপনাকে অ্যাপটি ওপেন করতে হবে এবং সকল অনুমতি allow করে দিতে হবে।তারপর রেজিষ্ট্রেশন করার জন্য রেজিষ্ট্রেশন বাটনে ক্লিক করুন।
  • রেজিষ্ট্রেশন  অপশনে  ক্লিক  করলে  একটা  ড্যাশবোর্ড  ওপেন  হবে  সেখানে  দেশ  এবং  National ID  সিলেক্ট  করুন।
  • তারপর আপনার ফোন নাম্বার দিন এবং পিন সেট করুন।পিন সেট করা হলে next বাটনে ক্লিক করুন।এখন আপনার মেবাইল নাম্বার ভেরিফাই করার জন্য একটা ওটিপি কোড আসবে সেটা দিয়ে ভেরিফাই করে নিন।
  • পরবর্তীতে আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি আপলোড করতে হবে ছবিটি পরিষ্কার হতে হবে।ঘোলা হলে হবে না।জাতীয় পরিচয় পত্রের ২ পাশের ছবি তুলে সাবমিট করুন।
  • জাতীয় পরিচয় পত্র সাবমিট করার পরে আপনার ব্যাক্তি আরও কিছু তথ্য দিতে বলবে। যেমন: বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, ইমেইল ইত্যাদি।এসকল কিছু দেওয়ার পর আপনার নাম্বারে একাউন্টে সাকসেসফুল একটা মেসেজ আসবে।তবে আপনার একাউন্ট এখনো সম্পূর্ণ ভাবে খোলা হয় নি।এখনো কিছু কাজ বাকি আছে।
  • এখন আপনাকে আপনার একাউন্ট লগইন করতে হবে।লগইন করার জন্য আপনার মোবাইল নাম্বার এবং সেট করা ৬ সংখ্যা পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্ট লগইন করুন।
  • একাউন্ট লগইন করা হলে openA/C নামে একটা অপশন দেখতে পাবেন।সেখানে ক্লিক করুন।তারপর আপনার  নিকটস্থ  একটি  ব্যাংক  শাখা  সিলেক্ট করুন  এবং আরও কিছু তথ্য সাবমিট করতে হবে যেমন:পিতার নাম, মাতার নাম, বৈবাহিক অবস্থা, মাসিক আয় ইত্যাদি।এসকল কিছু সাবমিট করার পরে আপনাকে ব্যাংক একাউন্টের ক্যাটাগরি নির্বাচন করতে হবে।নিম্নে ইসলামী ব্যাংকের ক্যাটাগরি গুলো জেনে নিন।

ইসলামী ব্যাংক একাউন্টের ক্যাটাগরি নির্বাচন

ইসলামী ব্যাংক মূলত ৩ ধরণের ক্যাটাগরির ব্যাংক একাউন্ট খুলতে দেয়।আপনি যে ক্যাটাগরিতে খুলতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে।নিম্নে  ইসলামি ব্যাংক  একাউন্টের ৩ টি ক্যাটাগরি  তুলে  ধরা হলোঃ

  • MSA:- এটি ব্যাক্তিগত সঞ্চয়ের জন্য ব্যবহৃত হয়।আপনি যদি ব্যাক্তিগত সঞ্চায়ের জন্য খুলতে চান সেক্ষেত্রে MSA সিলেক্ট করুন।
  • MSSA: এটি একটা সুবিধা আপনি নির্দিষ্ট সময়ে জন্য সঞ্চয় রাখতে পারেন।যার ফলে আপনি বেশি কমিশন পাবেন।
  • MMPDA: আপনার সঞ্চিত অর্থের বিনিময়ে আপনি প্রতি মাসে একটা কমিশন পাবেন,এই একাউন্টের দ্বারা।

আমরা ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে জানলাম।এখন আপনার প্রয়োজন মতো,যে   ক্যাটাগরির   ব্যাংক  একাউন্ট   খুলতে চান সেটা সিলেক্ট করুন।এখন আপনার ব্যাংক একাউন্ট একটিভ করলে আপনার ইসলামী ব্যাংক একাউন্ট সম্পন হবে।নিম্ন থেকে ইসলামী ব্যাংক একাউন্ট একটিভ করার নিয়ম জেনে নেওয়া যাক।

ইসলামী ব্যাংক একাউন্ট একটিভ করার নিয়ম

অনলাইনের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট করা সম্পন্ন হলে আপনাকে ইসলামী ব্যাংকের গ্রহক সেবার পেজ থেকে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং সবেমাত্র রেজিষ্ট্রেশন করা একাউন্টটি একটিভ করার কথা বলতে হবে।

তবে,আপনার ব্যাংক একাউন্ট সচল  হতে এক সপ্তাহ সময় লাগতে পারে।আপনাকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।আপনি চাইলে প্রতিদিন অনলাইনের মাধ্যমে আপনার একাউন্ট একটিভ হয়েছে কিনা চেক করতে পারবেন।একাউন্ট সচল হওয়া মাত্র আপনি আর্থিক লেনদেন করতে পারবেন।

ইসলামী ব্যাংক একাউন্ট চালানোর নিয়ম এবং নিরাপত্তা

ইসলামী ব্যাংক একাউন্ট চালানোর নিয়ম এবং নিরাপত্তা-  আপনাকে  ব্যাংক  একাউন্ট  সঠিকভাবে  চালানো  জানতে কিছু,  একাউন্টের  নিরাপত্তার  বিষয়ে জানতে হবে।আপনি যদি কোনো প্রকার নিরাপত্তা নিয়ে না ভাবেন,সেক্ষেত্রে আপনার আপনার এবং একাউন্টের বড় ক্ষতি হতে পারে।নিম্নে ব্যাংক একাউন্ট চালানো এবং নিরাপত্তা তুলে ধরা হলোঃ-

প্রথমত আপনাকে আপনার একাউন্ট সচল রাখতে হবে।নিয়মিত লেনদেন করতে হবে অর্থাৎ,মাসে একবার হলেও টাকা লেনদেন করুন।যদি  অনেকদিন  যাবৎ  টাকা  লেনদেন  না  করেন  সেক্ষেত্রে  আপনার  একাউন্ট  বন্ধ করে  দিতে  পারে ব্যাংক কতৃপক্ষ এবং ব্যাংক একাউন্ট চ্যাক অথবা এটিএম কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে সর্তকতা অবলম্বন করুন।

আপনার  একাউন্ট নাম্বার,  পিন নাম্বার  এসব যেন কেউ জানতে না পারে, এগুলো সিক্রেট রাখুন।যদি কেউ স্ক্যাম মেসেজ  অথবা  কল করে নাম্বার এবং পিন চাই তাহলে দিবেন না।ব্যাংকের সহযোগীতা নিন।

ইসলামী ব্যাংক একাউন্ট করার পর চেকবই পাওয়ার নিয়ম

ইসলামী ব্যাংক একাউন্ট করার পর চেকবই পাওয়া এটা নির্ভর করে আপনার উপর।আপনি যদি আবেদন করার সময় চেকবই requirement দেন তাহলে,আপনার একাউন্ট একটিভ হওয়ার ৩-৫ কর্ম দিবসের মধ্যে চেকবই হাতে পেয়ে যাবেন।এজন্য আপনি যদি চেকবই নিতে চান, সেক্ষেত্রে আবেদন করার করার চেক বইয়ের জন্য অনুরোধ করতে হবে।

চেকবই প্রস্তুত হলে আপনার  মোবাইল  নাম্বারে  একটা  মেসেজ  আসবে  সেখানে  আপনাকে  নির্দিষ্ট  শাখা  থেকে চেকবই গ্রহণ করার জন্য বলবে। আপনার চেকবই গ্রহণ করতে গেলে সাথে জাতীয় পরিচয়পত্র অথবা ব্যাংক রিসিভ সাথে নিয়ে যেতে হবে।তারপর ব্যাংকের কার্যক্রম গুলো সম্পন্ন করার মাধ্যমে আপনার চেকবই সংগ্রহ করতে পারবেন।এছাড়াও, আপনি যদি চান আবেদনের সময় চেকবই জন্য অনুরোধ না করে পরবর্তীতে ব্যাংকে গিয়ে  চেক  বইয়ের  জন্য  আবেদন  করতে  পারবেন  এবং  চেকবই  গ্রহণ  করতে  পারবেন।

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম-শেষ মন্তব্য

আজকের আর্টিকেলে অনলাইন এবং অফলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, ব্যাংক একাউন্ট খুলতে প্রয়োজনীয় ডকুমেন্টস,খরচ, একাউন্ট চালানো এবং নিরাপত্তা বিষয়ে আলোচনা করেছি।আশা করি আর্টিকেল টি আপনার ভালো লেগেছে।

সতর্কতা- আপনার একাউন্টের নিরাপত্তা আপনার।কখনো কাউকে নিজের একাউন্টের নাম্বার এবং পিন দিবেন না।যদি কেউ চাই তাহলে ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url