টিন বা টিআইএন সার্টিফিকেট আবেদন করার সহজ উপায় ২০২৫- স্টেপ বাই স্টেপ
ঘরে বসে ইনকামের ২০+ আইডিয়াটিন বা টিআইএন সার্টিফিকেট আবেদন করার সহজ উপায়- আমরা ব্যাক্তিগত অথবা ব্যবসার কাজে টিন সার্টিফিকেট তৈরি করি।আপনিও যদি একটা টিন সার্টিফিকেট বানাতে চান তাহলে আজকের আর্টিকেল টি পড়ুন, আজকের আর্টিকেলে টিন বা টিআইএন সার্টিফিকেট আবেদন করার সহজ উপায় স্টেপ বাই স্টেপ তুলে ধরবো পাশাপাশি আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং সংগ্রহ করার উপায় তুলে ধরবো।
টিন সার্টিফিকেট দ্বারা বাংলাদেশের কর দাতাদের শনাক্ত করা হয়।এটি করদাতাদের পরিচয় বহন করার মতো।টিন সার্টিফিকেট অনেক প্রয়োজনীয় একটা ডকুমেন্টস।আপনি ব্যাংক থেকে অথবা যে কোনো আর্থিক লেনদেনে এটি লাগতে পারে।তাই টিন সার্টিফিকেট আবেদন করার নিয়ম স্টেপ বাই স্টেপ জেনে নিন।সূচিপত্রঃ টিন বা টিআইএন সার্টিফিকেট আবেদন করার সহজ উপায় ২০২৫- স্টেপ বাই স্টেপ
- টিন সার্টিফিকেট কি?
- আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- টিন বা টিআইএন সার্টিফিকেট আবেদন করার সহজ উপায়
- অনলাইনে টিন বা টিআইএন সার্টিফিকেট আবেদন-২০২৫
- টিন বা টিআইএন সার্টিফিকেট লগইন
- টিন বা টিআইএন সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম
- টিন বা টিআইএন সার্টিফিকেট চেক করার উপায়
- টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে?
- টিন সার্টিফিকেট আবেদন নিয়ে- শেষ মন্তব্য
টিন সার্টিফিকেট কি?
টিন সার্টিফিকেট হলো কর শনাক্তকরণ নাম্বর অর্থাৎ, বাংলাদেশের সকল করদাতাদের শনাক্ত করণ করার জন্য একটা নাম্বার বা প্রমাণ পত্র।
সহজ ভাষায় বললে টিন সার্টিফিকেট হলো– বাংলাদেশে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান আয়কর দিতে বাধ্য, তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (NBR) থেকে একটি বিশেষ নম্বর দেওয়া হয়। সেই নাম্বারকে বলা হয় TIN নম্বর এবং এই নম্বরের অফিসিয়াল প্রমাণপত্রই হলো TIN সার্টিফিকেট।টিআইন আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
টিন বা টিআইএন সার্টিফিকেট আবেদন দুই ধরনের হয়ে থাকে। ব্যাক্তিগত এবং ব্যবসায়িক বা প্রতিষ্ঠানের জন্য।আপনার টিআইন সার্টিফিকেটের ধরনের উপর ভিত্তি করে কাগজপত্রের ভিন্নতা রয়েছে।প্রথমে ব্যাক্তিগত টিন বা টিআইএন সার্টিফিকেট আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তুলে ধরা হলোঃ-
- NID CARD (জাতীয় পরিচয় পত্র)
- ই-মেইল এড্রেস
- মোবাইল নাম্বার
- পাসপোর্ট সাইজের ছবি তবে সব সময় নাও লাগতে পারে।
ব্যবসায়িক/ প্রতিষ্ঠানের জন্য যদি টিন সার্টিফিকেট আবেদন করতে চান তাহলে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র-
- জাতীয় পরিচয়পত্রের কপি (প্রতিষ্ঠানের মালিক/ডিরেক্টরের)
- ট্রেড লাইসেন্স
- ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত কাগজপত্র লাগতে পারে
- ট্যাক্স সার্কেলে আবেদন করলে অতিরিক্ত ডকুমেন্ট লাগতে পারে
টিন বা টিআইএন সার্টিফিকেট আবেদন করার সহজ উপায়
টিন বা টিআইএন সার্টিফিকেট আবেদন করার সহজ উপায় নিম্নে তুলে ধরা হলো-- NBR e-TIN ওয়েবসাইটে যান
- Registration (নতুন ইউজার রেজিস্ট্রেশন) এ ক্লিক করুন।
- জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- রেজিস্ট্রেশনের পর মোবাইল ও ইমেইলে ভেরিফিকেশন কোড আসবে – তা দিয়ে একাউন্ট অ্যাক্টিভ করুন।
- একাউন্টে লগইন করে আবেদন ফর্ম পূরণ করুন (ব্যক্তিগত তথ্য, ঠিকানা, পেশা ইত্যাদি) সঠিক ভাবে দেওয়ার পর সাবমিট করুন।
- সাবমিট করার পর অটোমেটিক্যালি TIN সার্টিফিকেট জেনারেট হবে – যেটা আপনি PDF আকারে ডাউনলোড করতে পারবেন।
অনলাইনে টিন বা টিআইএন সার্টিফিকেট আবেদন-২০২৫
টিন বা টিআইএন সার্টিফিকেট আবেদন বর্তমান খুবই সহজ। ঘরে বসে অনলাইনে আবেদন করা সম্ভব।আগের মতো এখন আর এসব কাজের জন্য দৌড়াদৌড়ি করে বেড়াতে হয় না।
অনলাইনে টিআইএন সার্টিফিকেট আবেদন করার জন্য প্রথমে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে যান তারপর জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ব্যাক্তিগত সকল তথ্য দিয়ে সাবমিট করুন।তারপর কিছু সময়ের মধ্যে আপনার টিআইএন সার্টিফিকেট রেডি হয়ে যাবে। তারপর আপনি যে কোনো অফিসিয়াল কাজে এটি ব্যবহার করতে পারবেন। আবেদন সম্পন্ন করার পর আপনি pdf আকারে ডাইনলোড করে নিবেন পরবর্তীতে এটা প্রিন্ট করে রেখে দিতে পারবেন।এটা ব্যবহার একদমই নিরাপদ কোনো ধরনের আইনি সমস্যা হবে না।টিন বা টিআইএন সার্টিফিকেট লগইন
টিন বা টিআইএন সার্টিফিকেট লগইন করার জন্য আপনাকে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। বাংলাদেশে TIN Certificate অনলাইনে পরিচালনা করা হয় ই-টিআইএন (e-TIN) পোর্টাল এর মাধ্যমে।টিন বা টিআইএন সার্টিফিকেট লগইন করার নিয়ম তুলে ধরা হলো-
- প্রথমে ওয়েবসাইটে যান: https://secure.incometax.gov.bd/TINHome
- হোমপেজে লগইন অপশন সিলেক্ট করুন।
- তারপর জাতীয় পরিচয় পত্রের নাম্বার বা টিআইএন সার্টিফিকেট আবেদন করার সময় পাওয়া ইউজার আইডি ব্যবহার করুন।
- ইউজার আইডি (user id) দেওয়ার পরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে।আবেদনের সময় যে পাসওয়ার্ড সেট করেছিলেন সেটা ব্যবহার করুন।
- যদি টিন একাউন্টের পাসওয়ার্ড ভুলে যান: তাহলে Forgot Password অপশনে ক্লিক করুন।আপনার NID/ইমেইল/মোবাইল নম্বর দিয়ে পাসওয়ার্ড রিসেট দিয়ে আপডেট করতে পারবেন।
- পাসওয়ার্ড দেওয়া হলে যদি Captcha ভেরিফাই করতে বলে তাহলে captcha দিয়ে ভেরিফাই করুন তারপর Login লেখায় ক্লিক করুন।
টিন বা টিআইএন সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম
টিন সার্টিফিকেট ডাইনলোড করার নিয়ম - আপনি যখন টিন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তখন আপনার আবেদন সম্পন্ন হওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত টিআইএন সার্টিফিকেট দেখতে পাবেন।সেখান থেকে pdf আকারে ডাইনলোড করতে পারবেন।
এখন প্রশ্ন? আবেদন করার পরে সার্টিফিকেট ডাইনলোড করে না রাখি তাহলে কিভাবে ডাইনলোড করবো? ডাইনলোড করার জন্য আপনার পূর্বে ক্রিয়েট করা টিন একাউন্টে প্রবেশ করতে হবে।আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে টিন একাউন্ট লগইন করে নিবেন তারপর মেনুবার থেকে টিন (tin) সেকশনে যান, সেখানে আপনার পূর্বে নিবন্ধন করা টিন সার্টিফিকেট দেখতে পাবেন সেটা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে PDF আকারে ডাইনলোড করুন।টিন বা টিআইএন সার্টিফিকেট চেক করার উপায়
টিআইএন (TIN) সার্টিফিকেট বা ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার সার্টিফিকেট অনলাইনে সহজেই চেক করা যায়। নিচে ধাপে ধাপে প্রক্রিয়া তুলে ধরা হলো:
প্রথমে ওয়েবসাইটে যান: https://secure.incometax.gov.bd/TINHomeটিন বা টিআইএন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে?
টিন বা টিআইএন সার্টিফিকেট থাকলেই আপননাকে কর প্রদান করতে হবে না।টিন সার্টিফিকেট শুধুমাত্র আপনার পরিচয়ের মতো।আপনি চাইলেই টিন সার্টিফিকেট বানাতে পারেন।কর দিতে হবে কিনা সেটা নির্ভর আপনার বার্ষিক আয়ের উপর।আপনার বার্ষিক আয় যদি কর সীমার উপরে হয় তাহলে আপনার ব্যবসা, কমিশন, বেতন ইত্যাদি উপর দিতে হবে।
আপনি যদি প্রাসাঙ্গিক কোনো কারণে টিআইএন সার্টিফিকেট তৈরি করেন তাহলে কর দিতে হবে না।প্রাসাঙ্গিক কারণ যেমন- ব্যাংকে বড় অঙ্কের লেনদেন করা, জমি/ফ্ল্যাট/গাড়ি কেনা, ট্রেড লাইসেন্স নবায়ন করা, টেন্ডারে অংশ নেওয়া, পাসপোর্টে এন্ডোর্সমেন্ট ইত্যাদি।এসব কারণে কর দিতে হয় না।
রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url