শাওমি মোবাইলের দাম (রেডমি নতুন ফোন)

ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনেবর্তমান শাওমি বিশ্ব বাজার দখল করে আছে এবং চীনের বৃহত্তম স্মার্টফোন কোম্পানিতে পরিণত হয়েছে। এখন শাওমি মোবাইলের বাজেট বাংলাদেশের ক্রেতাদের কাছে সাশ্রয়ী মূল্যের জন্য খুবই জনপ্রিয় ব্র্যান্ড। কারনঃ এতে মানসম্পন্ন ফোনের বৈশিষ্ট্য রয়েছে।

শাওমি মোবাইলের দাম (রেডমি নতুন ফোন)

শাওমি মোবাইলের মাধ্যমে পরিষ্কার ভাবে কথা বলা এবং মসৃণ ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়।এছাড়াও সল্প মূল্যর কারণে এর চাহিদা অনেক বেশি। তাই আজকের আর্টিকেল থেকে শাওমি মোবাইলের দাম জেনে নিন।

পোস্টের সূচিপত্রঃ- শাওমি মোবাইলের দাম (রেডমি নতুন ফোন)

শাওমি মোবাইল বাংলাদেশ প্রাইস (রেডমি নতুন ফোন)

রেডমি ফোন সাধারণত সিরিজ, মডেল, কনফিগারেশন, স্পেসিফিকেশন এবং কান্ট্রি ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে দাম পরিবর্তিত হয়ে থাকে। তবে বাংলাদেশের বাজারে শাওমি রেডমি সিরিজের মোবাইল কম দামে পাওয়া যায়।

বর্তমান রেডমি মোবাইলের মূল্য ১০,০০০ টাকা থেকে শুরু যা ৬.৫২ ইঞ্চির আইপিএস এলইডি ডিসপ্লে, ২/৩২ জিবি ভ্যারিয়েন্টের র‍্যাম, রোম এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও, আন অফিসিয়াল লেটেস্ট রেডমি মোবাইল পাওয়া যায় যার মূল্য রেডমি অফিসিয়াল মোবাইলের তুলনায় ২০% কম হয়ে থাকে। পাশপাশি, বাংলাদেশে পুরাতন কন্ডিশনের জনপ্রিয় মডেলের রেডমি মোবাইল পাওয়া যায়, যার মূল্য তুলনামূলক ভাবে অনেক কম হয়ে থাকে।

শাওমি মোবাইল ব্যবহারের কিছু ভালো দিক

শাওমি মোবাইল বাংলাদেশের একটি জনপ্রিয় ব্রান্ড গুলোর মধ্যে অন্যতম। এটি শুধুমাত্র বাংলাদেশ নয় অন্যান্য দেশেও এর ব্যাপকতা অনেক। নিম্নে শাওমি মোবাইলের কিছু বিশেষত্ব/ ভালো দিক তুলে ধরা হলোঃ-

  • শাওমি মোবাইলের প্রধান বিশেষত্ব হলো দীর্ঘ সময়ের ব্যাটারি লাইফ এবং শাওমি মোবাইলের আরেকটি বিশেষত্ব হলো ব্যাটারি সেভিংস।এটি অন করে রাখলে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে।
  • ক্যামেরার কারণে শাওমি মোবাইল অনেক জনপ্রিয়তা লাভ করেছে।অন্যান্য মোবাইলের তুলনায় শাওমি মোবাইলের ক্যামেরা অনেক ভালো। এছাড়াও অনেক আধুনিক ফিচার যেমন,প্যানারোমা,পোট্রেইট, ইফেক্ট,এইডিআর, স্লোমো ভিডিওসহ অনেককিছু যুক্ত করেছে শাওমি ব্রান্ড তার স্মার্টফোনগুলোতে।
  • বাংলাদেশের মানুষ শাওমি মোবাইলগুলো থেকেই কাস্টিং টুলের সাথে বেশি পরিচিত হয়েছে। শাওমি মোবাইল ফোন গুলোতে কাস্টিং টুল থাকার কারণে প্রেজেন্টেশন,ছবি বা ভিডিও অন্য কোনো ডিভাইজে খুব সহজে দেখা যায় বলে বাংলাদেশে শাওমি মোবাইল ফোন চাহিদায় তালিকার শীর্ষ একটি ব্রান্ড
  • স্ক্যান্যার প্রযুক্তির সাথে শাওমি তার মোবাইল গুলোতে নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। শুধুমাত্র বারকোড নয়, শাওমি নতুন ব্রান্ডের মোবাইল দিয়ে যেকোনো হাতের লেখা বুঝতে সহযোগিতা করে। প্রয়োজনীয় সকল অস্পষ্ট হাতের লেখা বুঝতে সহযোগিতা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ক্যানিং এর জন্য কোনো থার্ডপার্টি সপ্টারের প্রয়োজন হয় না।
  • বাংলাদেশের শাওমি ব্রান্ডের মোবাইল,মধ্যে মানের ফোনগুলোর মধ্যো অন্যতম।এছাড়াও নিরাপত্তার দিক থেকে শাওমি মোবাইল ফোন ভালো সিকিউরিটি প্রদান করে। শাওমি ফোন হারিয়ে গেলে দ্রুত খুজে পাওয়া এবং দূর থেকে ফোন লক্ষ করে দেওয়া যায়। আরও থাকছে নিয়মিত সিকিউরিটি আপডেট
  • শাওমি সকল মোবাইলে রয়েছে সেকেন্ড স্পেস নামে একটি বৈশিষ্ট্য। একটা মোবাইল ফোন যদি একাধি জন ব্যাবহার করে তাহলে সেকেন্ড স্পেস মুড থাকা জরুরি। সেকেন্ড স্পেসের সাহায্য আরও ইউজার তৈরি করা যায় ফলে সকল ইউজারের তথ্য আলাদা থাকে।
  • শাওমির প্রতিটি মোবাইল ফোনে আছে ডুয়াল মুড যা একটি ভালো প্রযুক্তি। বিভিন্ন সময়ে একটি অ্যাপ অনেকগুলো কাজ করতে হবে কিন্তু শাওমির ডুয়াল মুডের সাহায্য একটি অ্যাপসের সাহায্য দুইটি অ্যাপস করা যায়।ফলে অনেক কাজ একটি অ্যাপসের সাহায্য ২- টি করে কপির সাহায্য সহজে কাজ করা যায়।

xiaomi mobile price 10,000 to 15000 in bangladesh

কম বাজেটে ভালো মানের ফোনের কারণে শাওমি মোবাইলের জনপ্রিয়তা অনেক। নিম্নে ১০,০০০ থেকে ১৫,০০০ হাজারের মধ্যে কিছু ফোনের নাম তুলে ধরা হলোঃ-

শাওমি মোবাইল মডেল দাম
Xiaomi Redmi Note 8 Pro 10,000৳
HMD Key 10,500৳
Xiaomi Redmi 13C- (Official) 14,999৳ – 15,999৳
Xiaomi mi 8 lite 10,000৳
Xiaomi Redmi 10A - (Official) 12,999৳
Xiami Redmi 12C 6GB RAM- (Official) 13,999৳

xiaomi mobile price 15,000 to 20,000 in bangladesh

যারা ১৫,০০০টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে শাওমি মোবাইল খুঁজছেন তাদের জন্য নিম্নে শাওমি মোবাইল প্রাইজ বাংলাদেশের এমন কয়েক মোবাইল দেওয়া হলো-

  • Model : Xiaomi Redmi 14C 5G আনুমানিক দাম : 18,500Taka
  • Model : Xiaomi Poco X7 Pro আনুমানিক দাম : BDT(30,000৳)
  • Model : Xiaomi Poco C75 5G আনুমানিক দাম : 15000 taka
  • Model : Xiaomi Redmi A4 আনুমানিক দাম  : 18990
  • Model : Xiaomi Redmi 13 আনুমানিক দাম: Ram-6 GB-17999 TAKA, RAM-8GB-19,999Taka

রেডমি ফোনের দাম বাংলাদেশ প্রাইজ

শাওমির আলাদা একটি সাব ব্র্যান্ড হলো রেডমিরেডমি মোবাইল শাওমির চেয়ে আরও কম দামে বাজার জাত করে থাকে। রেডমি শাওমির ইউজার ইন্টারফেস এমআইইউআই অ্যান্ড্রয়েড ব্যবহার করে। রেডমি মোবাইল এমআই এর চেয়ে কম ব্যয়বহুল হার্ডওয়্যার ব্যবহার করে।বর্তমান সময়ে রেডমির বেশ কিছু ব্রান্ড বাজার জাত করা রয়েছে। নিম্নে তুলে ধরা হলোঃ-

রেডমি সিরিজ 

রেডমি সিরিজের ফোনগুলো কমদামের ফোন হিসেবে এশিয়া মহাদেশে জনপ্রিতা লাভ করেছে। রিজিওনাল ভিত্তিতে, রেডমি সিরিজের ফোনগুলো ইন্ডিয়া, চায়না, জাপান, এবং গ্লোবাল এই চার ধরনে একই মডেলের ফোনের কিছু ভিন্নতা দেখা যায়। তাই অনেক সময় একই মডেলের ফোনর নামকরনেও ভিন্নতা দেখা যায়। বাংলাদেশে কমদামে হাই-কনফিগারেশনের ফোন হিসেবে রেডমি সিরিজের ফোন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

রেডমি নোট সিরিজ

রেডমি ফোনের মধ্যে রেডমি নোট সিরিজের ফোন সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। রেডমি নোট সিরিজের ফোনগুলো লো-বাজেট থেকে মিডিয়াম বাজেটের হয়ে থাকে। এই সিরিজের ফোনের ক্যামেরা কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি, চার্জিং ব্যাকআপ, এবং অন্যান্য প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো হাই-বাজেটের ফোনের সাথে প্রতিযোগিতা করার মত হয়ে থাকে।

রেডমি-এ সিরিজ

রেডমি ফোনের মধ্যে সবচেয়ে কমদামের ও লো-ফোন হলো রেডমি-এ সিরিজের ফোন। রেডমি-এ সিরিজের সর্বমোট ৪টি মডেলের ফোন এই পর্যন্ত বাজারজাত করা হয়েছে। শাওমি নোট সিরিজের মোবাইলে অনেক সুযোগ সুবিধা রয়েছে কিন্তু বাংলাদেশে দাম বেশি নয়।

রেডমি কে সিরিজ

রেডমি ফোনের মধ্যে সবচেয়ে হাই-কনফিগারেশনের ফোন হলো রেডমি কে সিরিজের ফোন। রেডমি কে সিরিজ ফোনগুলোর দামও তুলনামূলক বেশি। রেডমি কে সিরিজ ফোনগুলোর ডিজাইন ক্রিয়তে তাদের কাছে অনেক আকর্ষণীয় হয়ে থাকে।

আমরা ইতি,মধ্যে রেডমি ফোনের বেশ কিছু সিরিজ সম্পর্কিত তথ্য জানলাম।এখন আমরা রেডমি ফোনের দাম জানবো।তাই চলুন দেরি না করে জেনে নিই।

বাংলাদেশে রেডমি মোবাইলের দাম

বাংলাদেশে রেডমি মোবাইলের দাম সাধারণত সিরিজের মডেল, স্পেসিফিকেশন এবং কান্ট্রি ভ্যারিয়েন্টের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। তবে বাংলাদেশের বাজারে শাওমি রেডমি সিরিজের মোবাইল কম দামে পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশে রেডমি মোবাইলের দাম ১০,০০০ টাকা থেকে শুরু যা ৬.৫২ ইঞ্চির আইপিএস এলইডি ডিসপ্লে, ২/৩২ জিবি ভ্যারিয়েন্টের র‍্যাম, রোম এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

এছাড়াও, আন অফিসিয়াল লেটেস্ট রেডমি মোবাইল পাওয়া যায় যার দাম রেডমি অফিসিয়াল মোবাইলের তুলনায় ২০% কম হয়ে থাকে। পাশপাশি, বাংলাদেশে পুরাতন কন্ডিশনের জনপ্রিয় মডেলের রেডমি মোবাইল পাওয়া যায়, যার দাম তুলনামূলক ভাবে অনেক কম হয়ে থাকে।

লেখকের শেষ মন্তব্য

বর্তমান সময়ে মোবাইল ফোন শখের বা প্রয়োজনের বিষয় হয়ে দাড়িয়েছ।এছাড়াও মানুষ শক্তিশালী কম্পিউটারের মতো ব্যবহার করতে পারে। আজকের আর্টিকেলে শাওমি মোবাইলের দাম (রেডমিট নতুন ফোন) সম্পর্কে বিস্তারিত জেনেছি। আশা করি আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছি এই পোস্টের মাধ্যমে।

মোবাইল ফোন ব্যবহার করে আমরা যেকোনো জায়গা থেকে খুব সহজেই একে অন্যের সাথে যোগাযোগ করতে পারি। বর্তমান সময়ে লেখাপড়ার কাজে মোবাইলের ব্যবহার অনেক বেশি। অজানা কোনো বিষয় জানার জন্য মোবাইলে ইন্টারনেট সংয়োগ দিয়ে ভিডিও বা আর্টিকেল দেখে সে বিষয়ে জ্ঞান অর্জন করি। মোবাইল ফোন ব্যবহার করে প্রেজেন্টেশন তৈরি করতে পারি তাই ব্যবসায়িক কাজেও মোবাইল ফোনের গুরুত্ব অনেক।

বর্তমান স্মার্টফোন মানুষ শক্তিশালী কম্পিউটারের মতো ব্যবহার করতে পারে। কম্পিউটারের মত স্মার্ট ফোনেও ফেসবুক ব্যবহার করা যায় এবং ভিডিও, ভিডিও গেম খেলা যায়,ইন্টারনেট ব্যবহার করে আরও প্রচুর কাজ করা যায় যেগুলো মানুষ কল্পনাও করতে পারে না। মোবাইল ফোনে এই ইন্টারনেট ব্যবহার মানুষের জীবনযাত্রাকে অনেক সহজ করে তুলেছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Sazid Hassan Rifat
Sazid Hassan Rifat
আমি সরকারী শহীদ সিরাজউদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি নিয়মিত লাইফ স্টাইল, অনলাইন ইনকাম, টেকনোলজি ও ই সার্ভিস নিয়ে লেখালেখি করি।নিয়মিত নতুন বিষয় নিয়ে লিখে যাচ্ছি যেন সবাই কিছু না কিছু শিখতে পারে। আপনাদের সামনে সকল প্ররকারের সঠিক এবং নির্ভুল তথ্য তুলে ধরার মাধ্যমে সাহায্য সহযোগিতা করাই আমার মূল উদ্দেশ্য। ধন্যবাদ।।