vivo X200-pro-5G prize in Bangladesh- বাংলাদেশ প্রাইজ কত হবে জেনে নিন

sleep paralysis-ঘুমের পক্ষাঘাত কি এবং কেন হয়Vivo X200-pro-5G prize in Bangladesh- আসসালামু ওয়ালাইকুম আপনি একটা ফোন কিনবেন ভাবছেন তাও আবার vivo ব্রান্ডের ফোন।কিন্তু বর্তমান মার্কেটে vivo ফোনের অনেক রকম মডেল লঞ্চ করা রয়েছে।কিন্তু আপনি ভাবছেন কোন মডেল-টি কেনা উচিত। 

vivo X200-pro-5G prize in Bangladesh- বাংলাদেশ প্রাইজ কত


বর্তমান সময়ে যত দিন যাচ্ছে ততো মোবাইল কোম্পানি গুলো একে অপরকে টেক্কা দেওয়ার জন্য নতুন নতুন মডেলের ফোন এবং উন্নত ফিচার যুক্ত করে মার্কেটে লঞ্চ করছে। তাই আজকে আমরা আপনাকে vivo X200-pro-5G ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাকে জানাবো।জানতে হলে সম্পূর্ণ পোস্ট পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ- vivo X200-pro-5G prize in Bangladesh- বাংলাদেশ প্রাইজ কত হবে

X200-pro-5G prize in Bangladesh- বাংলাদেশ প্রাইজ কত হবেঃ

ফ্ল্যাগশিপ ফোনের জগতে, Vivo X200 Pro 5G অতুলনীয় ফটোগ্রাফি এবং উৎপাদনশীলতা দক্ষতার সাথে পথচলা শুরু করেছে। বিশ্বের শীর্ষ লেন্স নির্মাতা ZEISS, Vivo এর সাথে সহযোগিতা করে এবং ক্যামেরা সেন্সর তৈরিতে শীর্ষস্থানীয় Sony, দর্শনীয় ছবি তোলার জন্য অংশীদার। এই ফোনটি বিলাসবহুল স্টাইলের একটি প্রমাণ কারণ এটি 3 nm ডাইমেনসিটি 9400 চিপসেটকে একত্রিত করে, যা বিদ্যুৎ-দ্রুত গতি প্রদান করে। 4500 nits উজ্জ্বলতায় 1.07 বিলিয়ন রঙের এবং অডিওতে Dolby Atmos নিমজ্জনের সাথে, Vivo X200 Pro-5G চূড়ান্ত কন্টেন্ট ব্যবহারের আনন্দ প্রদান করে। এর সমান-গভীরতা কোয়াড কার্ভড ডিসপ্লে, আর্মার গ্লাস দিয়ে শক্তিশালী, নান্দনিক আবেদন এবং বর্ধিত স্থায়িত্ব উভয়ই প্রদান করে।
বাংলাদেশে vivo X200 Pro 5G এর দাম বাংলাদেশে মূল্যে ১,১৮,000 থেকে শুরু। ফোন গুলোর দাম জায়গা ভেদে একটু কম/বেশিও হতে পারে।এই ফোনটি ফটোগ্রাফি করার জন্য দারুণ।

vivio X200-pro-5G রিলিজ ডেটঃ-

vivo এই মডেলের ফোন-টি বর্তমান সময়ে বাজারের লঞ্চ করা রয়েছে। এটি ২০২৪ সালের ১৯ নভেম্বর বাজারে লঞ্চ করা হয়।এই ফোন টি উন্নত ফিচার যুক্ত করা এবং এ ফোনটির ক্যামেরা অনেক ভালো। ছবি তোলার সময় দূরের কোনো কিছু জুম করে তোলার প্রয়োজন হলে সম্পূর্ণ জুম করলে ছবি ফেটে যায় না।দেখতে অনেক সুন্দর হয়।অনেক ফোন আছে যেগুলো দিয়ে জুম করে ছবি তুললে ছবিটা ভালো স্পষ্ট হয় না।কিন্তু এ ফোনের ক্ষেত্রে সম্পূর্ণ তার উল্টা।আপনি যদি ফটোগ্রাফি করতে চান তাহলে আপনার জন্য এ ফোনটি অনেক ভালো।

আরও পড়ুনঃ sleep paralysis-ঘুমের পক্ষাঘাত কি এবং কেন হয়

ডিসপ্লে এবং ডিজাইন কেমনঃ-

vivo একটি ব্রান্ডের ফোন বর্তমান বাজারে vivo ফোনের মার্কেট অনেক। বাজারে vivo ছাড়াও আরও অনেক নামি-দামি ব্রান্ড বাজারে জায়গা দখল করে আছে।কিন্তু vivo অন্যান্য ফোনের ব্রান্ড থেকে পিছিয়ে নেই।তারও প্রতিনিয়ত নতুন নতুন ফোন বাজারে লঞ্চ করেই চলেছে।বর্তমান মার্কেটে vivo অনেক ফোনের অনেক মডেল লঞ্চ করা থাকলেও আজকে শুধুমাত্র vivo X200-pro-5G ফোনের মডেল সম্পর্কে জানবো।তাই চলুন আর দেরি না করে জেনে নিই vivo X200-pro-5G ফোনের ডিসপ্লে এবং ডিজাইন কেমন।

ফোনটি সাইজ এবং দেখতে অনেক সুন্দর। শুধুমাত্র দেখতেই সুন্দর নয় এ ফোনের পারফর্রম্যান্সও অনেক ভালো এ ফোনের পারফর্রম্যান্স নিচে দেওয়া আছে।এ ফোনের ডিসপ্লে সাইজ ৬.৭৮ ইঞ্চি,ওজন ২২৩ গ্রাম এবং ডিসপ্লে রেজুলেশন ১২৬০ × ২৮০০ পিক্সেল।সিপিইউ octa core। 

vivio X200-pro-5G ফোনের পারফরম্যান্স

  1. চূড়ান্ত জুম স্তরেও ক্যামেরায় অতুলনীয় স্বচ্ছতা এবং বৈপরীত্য।
  1. এআই ক্ষমতা ইমেজ প্রসেসিং এবং নিয়মিত অপারেশন কম বিদ্যুৎ খরচ করে।
  1. ডলবি অ্যাটমস এবং ডলবি ভিশন ক্ষমতার সাথে সত্যিকারের সিনেমাটিক অভিজ্ঞতা।
  1. বড় ব্যাটারিতে সিলিকন অ্যানোড প্রযুক্তি রিচার্জ না করেই দিনের পর দিন শক্তিশালী ডিভাইসটিকে শক্তি প্রদান করে।
  1. যেকোনো আবহাওয়ার জন্য সর্বোচ্চ স্প্ল্যাশ এবং ধুলো সুরক্ষা সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী করে তোলে।

আরও পড়ুনঃ শবে কদরের আমল- শবে কদরের রাতে যে সকল আমল গুলো করবেন

vivo X200-pro-5G ফোন দিয়ে কি গেমিং করা যাবেঃ-

বর্তমান সময়ে বাংলাদেশে যে গেম-টির বেশি চলে তা হলো free fire এবং PUBG । প্রায়ই লোক-কে এই গেম খেলতে দেখা যায়।প্রথম যখন এই গেম বাংলাদেশে আসে তখন এই গেম গুলো খেলার জন্য ৮ জিবি র‍্যামের ফোনের প্রয়োজন ছিল। কিন্তু কম র‍্যামওয়ালা ফোনে খেলা যেত না,এমন নয়,খেলা যেত কিন্তু হঠাৎ করে ফোন হ্যাংক করতো এবং গেম থেকে বের করে দিত।বর্তমান ৪ জিবি র‍্যামের ফোনে এই গেমগুলো খেলা যায়। অর্থাৎ, ৯ হাজার থেকে ১০ হাজার টাকার ফোনে এই গেমগুলো খেলা যায়।এখন আমরা যদি vivo X200-pro-5G ফোনটি দামের দিক থেকে বিবেচনা করে দেখি গেম খেলা যাবে কিনা? তাহলে  উত্তর, গেম খেলা যাবে।করণ, এই ফোনটির দাম লাখ টাকার উপরে।এছাড়াও আপনি যদি র‍্যাম এবং রম এর দিক থেকে বিবেচনা করে দেখেন তাহলেও বুঝতে পারবেন এটা একটা গেমিং ফোন।

শেষ মন্তব্য- আপনার কি ফোনটি কেনা উচিতঃ-

Vivo X200-pro-5G prize in Bangladesh- বাংলাদেশ প্রাইজ কত? এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করেছি।Vivo X200-pro-5G ফোনের পারফরম্যান্স এবং কোয়ালেটি  কেমন সেগুলোও তুলে ধরেছি।আপনি যদি আর্টিকেল-টি ভালোভাবে পড়েন তাহলে বঝতে পারবেন এই ফোনটি কেমন।আপনি যে ধরনের ফোন কিনবেন ভাবছেন তার সাথে যদি মিলে যায় তাহলে আপনি কিনতে পারেন।
এই ফোনটির পারফরম্যান্স খুবই ভালো আশা করি ফোনটি আপনার পছন্দ মতোই হবে।
এতক্ষণ,সাথে থাকার জন্য ধন্যবাদ।এরকম আরও মোবাইলের মডেল এবং ফিচার সম্পর্কে জানতে প্রতিনিয়ত আমাদের সাইটটি ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url