সবচেয়ে ভালো ওয়াইফাই অনু চিনবেন কিভাবে- কত টাকার মধ্যে অনু কেনা উচিত

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেকসবচেয়ে ভালো অনু চিনবেন কিভাবে- কত টাকার মধ্যে অনু কেনা উচিত এটা নিয়ে ভাবছেন। আপনি আপনার বাসা অথবা অফিসের জন্য কোন অনু কিনবেন? কোনটা আপনার জন্য বেস্ট অনু হবে এটা বুঝতে পারছেন না, তাহলে আজকের এই আর্টিকেল-টি আপনার জন্য।

সবচেয়ে ভালো ওয়াইফাই অনু


ওয়াইফাই চালাতে হলে অনু প্রয়োজন। অনু ছড়া ওয়াইফাই নেট সার্ভিস দিতে পারবে না।তাই প্রয়োজন ভালো মানের অনু কেনা।তাই আমরা আজকের এই আর্টিকেলের মধ্যে ভালো অনু চিনবেন কিভাবে- কত টাকার মধ্যে অনু কেনা উচিত এসব তথ্য তুলে ধরবো। তাই চলুন দেরি না করে জেনে নিই। 

পোস্টের সূচিপত্রঃ-সবচেয়ে ভালো ওয়াইফাই অনু চিনবেন কিভাবে- কত টাকার মধ্যে অনু কেনা উচিত 

সবচেয়ে ভালো ওয়াইফাই অনু চিনবেন কিভাবে- কত টাকার মধ্যে অনু কেনা উচিত

ওয়াইফাই অনু কেনার জন্য সবার আগে আপনার ফাইভার অপটিক্স ওয়াইফাই লাইন সংযোগ কারী ISP কে জিজ্ঞেস করে নিবেন।তাদের ওয়াইফাই লাইনের জন্য কোন অনুটি ভালো হবে,তাদের ওয়াইফাই লাইনের সাথে কোন অনু ব্যবহার করলে আপনার নেট সার্ভিস ভালো দিবে।বর্তমান Epon, Gpon, Gepon, Xpon এই চার ধরনের অনু চালু আছে।আপনার যে রাউটারই হোক না কেন? ওয়াইফাই অনু যদি আপনার ISP এর সাথে ভালো ম্যাচিং না করে,তাহলে আপনার ইন্টারনেট সার্ভিস ভালো দিবে না।Epon অনু কিছু দিন পরে ব্যাকডেটেড হয়ে য়ায়।কিন্তু Xpon অনু সব ফাইভার অপটিক্স ওয়াইফাই  লাইনের সাথে সাপোর্ট করে।আপনি যদি কখনো ওয়াইফাই লাইন চেঞ্জ করে অন্য কোনো কোম্পানির ফাইভার অপটিক্স ওয়াইফাই ইউজ করেন তখন আপনাকে নতুন করে ওয়াইফাই অনু কিনতে হবে না।তখন Xpon অনু টিই ব্যবহার করতে পারবেন।

অনু ব্যবহার করা হয় কেন

আপনার বাসায় বা অফিসে অর্থাৎ, যে কোনো জায়গায় আপনি যদি ওয়াইফাই ব্যবহার করতে চান তাহলে চেনার অনুর প্রয়োজন পড়বে।কারণ: অনু ছাড়া ওয়াইফাই ব্যবহার করা যায় না।

আরও পড়ুনঃ শবে কদরের আমল- শবে কদরের রাতে যে সকল আমল গুলো করবেন


অনুরোধ সাহায্য আপনার ওয়াইফাই সংযোগ কারির ISP থেকে প্রচালিত আলোক সংকেত কে বৈদ্যুতিক সিগনালে পরিণত করে ওয়াইফাই রাউটারে প্রবেশ করায় এবং রাউটার সেই সিগন্যাল-কে আপনার ডিভাইসে প্রদান করে যা ফলে আপনার ফোনে বা ল্যাবটপে নেট কানেকশন পায়।

ওয়াইফাই অনু কত ওয়াট

অনেকের মনে এমন একটা প্রশ্ন জাগে ওয়াইফাই কত ওয়াট?বাংলাদেশ অনেক রকমের ওয়াইফাই রাউটারে রয়েছে। সাধারণত অফিসের জন্য যে রাউটারগুলো ব্যবহৃত হয় সেগুলো অনেক দামি এবং বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে।আর বাসা বাড়িতে ব্যবহৃত রাউটার গুলো সাধারণত ৯ থেকে ১২ ওয়াট হয়ে থাকে এবং ০.৬০ থেকে ১ অ্যাম্পার বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকে।এখন যদি কত ওয়াট বের করতে চান তাহলে ভোল্ট এবং অ্যাম্পার গুণ করলে কত ওয়াট সেটা পেয়ে যাবেন।

অনু ব্যবহারের সুবিধা এবং অসুবিধা

ওয়াইফাই ইউজ করতে হলে অনু ব্যবহার করা গুরুত্বপূর্ণ। অনু ব্যবহারের ফলে আপনার ডিভাইসে নেটওয়ার্ক সার্ভিস অনেক ভালো দিবে।নেটওয়ার্কের স্পিড অনেক গুণ বেড়ে যায়।ব্রান্ডউইড লস হয় না।তাই বর্তমান বাংলাদেশের প্রত্যোক ওয়াইফাই লাইন সংযোগকারী প্রতিষ্ঠান অনু ব্যবহারের মাধ্যমে ওয়াইফাই সংযোগ দিয়ে থাকে।

আরও পড়ুনঃ সেনার নতুন দাম,ভরি কত করে ২০২৫

ওয়াইফাই অনু ব্যবহারের সুবিধা অনেক। অসুবিধা নেই বললেই চলে 

লেখকের শেষ মন্তব্য

সবচেয়ে ভালো ওয়াইফাই অনু চিনবেন কিভাবে- কত টাকার মধ্যে অনু কেনা উচিত,অনু কি,অনু ব্যবহার করা হয় কেন,ওয়াইফাই অনু কত ওয়াট,অনু ব্যবহারের সুবিধা এবং অসুবিধা  এসকল বিষয় সম্পর্কে আলোচনা করেছি।আপনি যদি আর্টিকেল-টি মনোযোগ সহকারে পড়েন।আশা করি বুঝতে পারছেন।

আপনার প্রয়োজন হতে পারে এমন বিষয় সম্পর্কে আরও জানতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url