কনটেন্ট ক্রিয়েটরদের জন্য Facebook Storefront: আয় বাড়ানোর নতুন পথ
বিকাশ একাউন্ট ব্লক হওয়ার কারণ ও খোলার উপায়ফেজবুক থেকে ইনকামের নতুন উপায়- creator storefront।ফেজবুক থেকে ইনকাম করার জন্য নতুন একটি মাধ্যম Creator storefront,ইতিমধ্যে অনেক পেজ বা আইডিতে যুক্ত হয়েছে।আপনিও যদি Creator storefront থেকে ইনকাম করতে চান তাহলে আজকের আর্টিকেল টি পড়ুন।
আজকের আর্টিকেলে ফেজবুকে creator storefront পাওয়ার শর্ত এবং Creator storefront থেকে ইনকামের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো পাশাপাশি,ফেজবুক থেকে creator storefront ব্যাতিত আরও কিছু উপায়ে আপনি ইনকাম করতে পারবেন সেগুলোও তুলে ধরবো।জানতে হলে সম্পূর্ণ আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়ুন।
সূচিপত্রঃ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য Facebook Storefront: আয় বাড়ানোর নতুন পথ
- 2025 সালে ফেজবুক থেকে ইনকামের নতুন উপায়
- ফেজবুকে creator storefront পাওয়ার শর্ত
- creator storefront ইনকামের উপায়
- ফেসবুক পেজ মনিটাইজ করতে কি কি করতে হবে?
- এআই ভিডিও আপলোড করে কি ইনকাম করা যাবে?
- এআই ব্যবহারে ফেজবুক মনিটাইজেশনের শর্ত
- ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করার উপায়
- ফেসবুক মার্কেটপ্লেসে প্রোডাক্ট বিক্রি করে আয় করার উপায়
- লেখকের শেষ মন্তব্য
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য Facebook Storefront: আয় বাড়ানোর নতুন পথ
ফেজবুক থেকে ইনকামের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় মাধ্যম হলোঃ content monetization।এছাড়াও,স্টার,পার্টনারশিপ অ্যাড এবং স্পনসরশিপ অ্যাড দেখানোর মাধ্যমে ফেজবুক থেকে ইনকাম করতে পারেন।কিন্তু,ফেজবুক নতুন একটি চমক নিয়ে আসছে সেটি হলোঃ ক্রিয়েটর স্টোরফ্রান্ট (Creator storefront)।creator storefront থেকে ইনকাম করার এই ক্রাইটেরিয়া প্রথমেই সব দেশে চালু করা হয় না।প্রথমে যুক্তরাষ্ট্র,কানাডা ইত্যাদি দেশগুলোতে চালু করা হয়।তবে,বর্তমান সময়ে বাংলাদেশেও চালু করা হয়েছে।
ফেজবুকে creator storefront পাওয়ার শর্ত
ফেজবুক থেকে ইনকাম করার জন্য অর্থাৎ,ফেজবুক পেজ মনিটাইজেশন পেতে আপনাকে কিছু শর্ত পালন করতে হয়।ঠিক তেমনই ফেজবুকে creator storefront মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে সেগুলো নিম্নে তুলে ধরা হলোঃ-- ফেজবুক আইডি ব্যবহার করে থাকেন তাহলে প্রোফেশনাল মোড অন করা থাকতে হবে আর যদি পেজ ব্যবহার করে থাকেন তাহলে creator মোড করা থাকতে হবে।
- ফেজবুকে To-styep-verify করা থাকতে হবে।
- ফেজবুক পেজে বা আইডিতে কমপক্ষে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে।
- ফেজবুকের সকল গাইডলাইন মেনে চলতে হবে।কোনো রকম গাইডলাইন ভঙ্গ করা যাবে না।
- ফেজবুক পেজ বা আইডিতে পর্যাপ্ত পরিমাণে রিচ এবং এনগেজমেন্ট থাকতে হবে।
কিভাবে creator storefront চালু করবেন এবং পেমেন্ট পাবেন
ফেজবুকে creator storefront চালু করবেন এবং পেমেন্ট পাওয়ার উপায় জানুন।
- আগ্রহ প্রকাশ করার জন্য সর্বপ্রথম আপনার ফেজবুক পেজ অথবা আইডিতে প্রবেশ করুন।
- তারপর প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করুন এবং মনিটাইজেশন অপশনে যান।
- এখন একটু নিচে গেলে দেখতে পাবেন Creator storefront নামে একটা অপশন, সেখানে ক্লিক করুন।
- তারপর interested বাটনে ক্লিক করার মাধ্যমে, আপনি ক্রিয়েটর স্টোরফন্ট থেকে ইনকাম করতে চান তার আগ্রহ ফেজবুকের কাছে প্রকাশ করুন।
creator storefront ইনকামের উপায়
Creator storefront থেকে ইনকাম করতে হলে আপনাকে সবার আগে creator storefront মনিটাইজেশন পেতে হবে।Creator storefront ফেজবুক থেকে ইনকাম করার জন্য নতুন একটা মাধ্যম। ভিডিওগ্রামের মাধ্যমে আপনি Creator storefront থেকে ইনকাম করতে পারবেন।
২০২৫ সালে ফেসবুক পেজ মনিটাইজ করতে কি কি করতে হবে? মনিটাইজেশন পলিসি
আমরা জানি,ফেজবুক থেকে ইনকামের শ্রেষ্ঠ উপায় রিলস মনিটাইজেশন,স্টার সেটআপ,পার্টনারশিপ অ্যাড ইত্যাদি।তবে ইনকামের এই অপশন গুলো ফেজবুক পেজ বা আইডি খোলার সাথে সাথে অন হয়ে যায় না।আপনাকে বিভিন্ন কন্টেন্ট পোস্ট করা এবং ফেজবুক মনিটাইজেশন পলিসি মেনে চলার মাধ্যমে এই মনিটাইজেশন অপশন গুলো অনকরতে হয়।আপনিও কিভাবে,আপনার ফেজবুক পেজে মনিটাইজেশন পাবেন কি করলে সেগুলো নিম্নে তুলে ধরা হলোঃ-
- সর্বপ্রথম আপনাকে ফেজবুকের নীতিমালা মেনে চলতে হবে।কোরকম গাইডলাইন ভঙ্গ করা যাবে না।
- প্রতিনিয়ত কন্টেন্ট পোস্ট করতে হবে, ধীরে ধীরে আপনার পেজে অডিয়েন্স অর্থাৎ ফ্যান ফলোয়ার বৃদ্ধি করতে হবে।
- রিলস মনিটাইজেশন পেতে হলে কমপক্ষে ৫ হাজার ফলোয়ার থাকতে হবে এবং ৬০ হাজার মিনিট ওয়াজ টাইম।
- কমপক্ষে ১০-১৫ টা ভিডিও থাকতে হবে।
- স্টার মনিটাইজেশন পেতে ৫০০ ফলোয়ার হলেই হয়ে যায়।
- পর্যাপ্ত পরিমাণে ভিডিওতে রিচ এনগেজমেন্ট থাকতে হবে।
- এসকল কিছু গত ৩ মাসে ফিলাপ করতে হবে।সব কিছু ঠিক থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য eligible হবেন।
- আপনি যদি Creator storefront মনিটাইজেশন পেতে চান সেক্ষেত্রে সবকিছু রিলস মনিটাইজেশনের শর্তের সাথে সামঞ্জস্য।শুধুমাত্র ফলোয়ারের দিক থেকে পার্থক্য রয়েছে।Creator storefront পেতে কমপক্ষে ১০ হাজার ফলোয়ার লাগবে।
ফেজবুকে এআই ভিডিও আপলোড করে কি ইনকাম করা যাবে?
বর্তমান সময়ে আপনি এআই ভিডি তৈরি করে ফেজবুক থেকে ইনকাম করতে পারবেন।এআই ভিডিও থেকে ইনকাম করার জন্য আপনাকে বেশকিছু নিয়ম মানতে হবে।তা,না হলে আপনি এআই ভিডিও তৈরি করে আপনার পেজ টা মনিটাইজ করতে পরবেন না।
ফেজবুক থেকে এআই ভিডিও দিয়ে ইনকাম করার জন্য কোনো প্রকার কপি কন্টেন্ট ব্যবহার করা যাবে।ভিডিওটি এআই দিয়ে করলেও সেই ভিডিওটা তথ্য মূলক হতে হবে।
এআই ভিডিও বানানোর জন্য সবকিছু এআই টুলসের সাহায্য করা যাবে না।নিজেকে কিছু করতে হবে যাতে কন্টেন্ট টি মানুষের তৈরি মনে হয়।যেমন: এআই দিয়ে স্ক্রিপ্ট না লিখে,নিজে স্ক্রিপ্ট লিখুন।যদি স্ক্রিপ্ট এআই দিয়ে লেখেন সেক্ষেত্রে স্ক্রিপ্ট টা নিজের মতো করে সাজিয়ে নিন,এতে করে স্ক্রিপ্ট ইউনিক হবে।আর, এআই ভিডিও তৈরি করার বিভিন্ন টুলস রয়েছে সেগুলো দিয়ে ভিডিও তৈরি করুন।
এআই ব্যবহারে ফেজবুক মনিটাইজেশনের শর্ত
আপনি যদি ফেজবুক থেকে এআই ভিডিও দিয়ে ইনকাম করতে চান তাহলে আপনাকে কিছু শর্ত মেনে ভিডিও তৈরি করতে হবে। তা,না হলে ফেজবুক মনিটাইজ অন হবে না।নিম্নে এআই ব্যবহারে ফেজবুক মনিটাইজেশনের শর্ত গুলো তুলে ধরা হলোঃ-
- ভিডিও সম্পূর্ণ এআই ব্যবহার করে তৈরি করা যাবে না।যেমন:স্ক্রিপ্ট, ভিডিও তৈরি ইত্যাদি।ভিডিও টি ইউনিক করতে হবে।প্রয়োজনে ভিডিও স্ক্রিপ্ট নিজে লিখুন।
- ভিডিও টি তথ্য বহুল হতে হবে।হাবিজাবি ভিডিও তৈরি করলে মনিটাইজ করা সম্ভব না।এজন্য,মানসম্মত ভিডিও তৈরি করতে হবে।
- কোনো প্রকার কপি কন্টেন্ট ইউজ করা যাবে না।যেমন:বিশেষ করে মিউজিক।
- কোনো প্রকার বিভ্রান্তকর ভিডিও তৈরি করা যাবে না।
- ফেজবুকের সকল গাইডলাইন মেনে ভিডিও আপলোড করুন।তাহলে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা সম্ভব।
ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করার উপায়
ফেজবুক থেকে ইনকাম করার অন্যতম একটি সহজ উপায়-ফেজবুক গ্রুপ তৈরি করে আয়।আপনাকে সর্ব প্রথম একটা গ্রুপ তৈরি করে হবে।গ্রুপ তৈরি করার ক্ষেত্রে সর্ব প্রথম বিবেচনা করবেন।বর্তমান সময়ে মানুষ কোন বিষয়ে বেশি সার্চ করলে এবং আপনার গ্রুপ খোলার টপিকটাকে কি?মানুষ যে বিষয়ে ফেজবুকে বেশি সার্চ করে সে টপিকের উপর একটা ফেজবুক গ্রুপ তৈরি করুন।মানুষ যে বিষয়ে বেশি সার্চ করছে সে অনুসারে একটা নাম দিন।যাতে সার্চ করলে সর্বপ্রথম আপনার গ্রুপ আসে।
গ্রুপে প্রতিনিয়ত পোস্ট করুন,ধীরে ধীরে গ্রুপে মেম্বার বাড়ান।যখন দেখবেন গ্রুপে ভালো পরিমানে মেম্বার হয়ে গেছে তখন চাইলে আপনার নিজস্ব প্রোডাক্ট সেল করতে পারবেন।অথবা অ্যাফিলিয়েট লিংক প্রোমোট করতে পারবেন।এছাড়াও,বিভিন্ন সার্ভিস বিক্রি করে ইনকাম করতে পারবেন।প্রথমত আপনার সেল একটু কম হতে পারে তবে,আপনি যদি লেগে থাকেন,তাহলে ধীরে ধীরে আপনার সেল বাড়তে থাকবে।প্রত্যোক প্রডাক্ট পোস্ট করার সময় মেসেজ করার জন্য বাটন যুক্ত করে দিবেন।এক্ষেত্রে আপনার উপর ক্রিয়েতাদের বিশ্বাস বাড়বে।
ফেসবুক মার্কেটপ্লেসে প্রোডাক্ট বিক্রি করে আয় করার উপায়
ফেজবুকে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য অন্যতম সেরা উপায়-ফেসবুক মার্কেটপ্লেসে প্রোডাক্ট বিক্রি বা সার্ভিস বিক্রি।মার্কেপ্লেসের মাধ্যমে বিক্রি করার জন্য আপনাকে কেনো প্রকার টাকা খরচ করাতে হয় না,সম্পূর্ণ বিনামূল্যে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন।
ফেজবুক মার্কেটপ্লেসে প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো হতে হবে।প্রোডাক্টের ছবি ভালো ভাবে দিতে হবে।ছবি ঘোলা হলে ক্রিয়োতাদের পছন্দ হবে না এবং প্রোডাক্ট ডেসক্রিপশন টাইটেল, প্রোডাক্ট টি নিউ নাকি ব্যবহৃত,ব্রান্ড ইত্যাদি উল্লেখ করে পোস্ট করুন।আপনার পোস্ট টাকে কিছু গ্রুপে শেয়ার করুন ফলে আপনার প্রোডাক্টের সেল হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে।
রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url