রবি ওয়াইফাই রাউটার আনলিমিটেড ইন্টারনেট ২০২৫ – প্যাকেজ,দাম ও স্পেসিফিকেশন

গ্রিন টি নাকি কফি কোনটা খাওয়া ভালোরবি ওয়াইফাই রাউটার আনলিমিটেড ইন্টারনেট ২০২৫ – প্যাকেজ, দাম ও  স্পেসিফিকেশন সম্পর্কে আজকের এই এক পোস্টে বিস্তারিত সব জানবো।যারা রবি ওয়াইফাই নিতে চাচ্ছেন এবং  রবি  ওয়াইফাই  প্যাকেজ,  দাম  এবং  স্পেসিফিকেশন  সম্পর্কে  জানতে  চাচ্ছেন  তারা  সম্পূর্ণ  পড়ুন।

রবি ওয়াইফাই রাউটার আনলিমিটেড ইন্টারনেট ২০২৫ – প্যাকেজ,দাম ও স্পেসিফিকেশন

রবি ওয়াইফাই হলো রবি দ্বারা প্রদত্ত একটি দ্রুতগতির ইন্টারনেট সেবা, যা নিরবিচারে সংযোগ নিশ্চিত করে।
এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা পাবেন নিরবিচ্ছিন্ন ব্রাউজিং ও স্ট্রিমিং সুবিধা।

সূচিপত্রঃ রবি ওয়াইফাই রাউটার আনলিমিটেড ইন্টারনেট ২০২৫ – প্যাকেজ,দাম ও স্পেসিফিকেশন

রবি ওয়াইফাই রাউটার আনলিমিটেড ইন্টারনেট ২০২৫ – প্যাকেজ,দাম ও স্পেসিফিকেশন

রবি ওয়াইফাই হটস্পট ইন্টারনেট এখন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উরবি ওয়াইফাই নিতে যা যা প্রয়োজনপলব্ধ। এর মাধ্যমে মোবাইল ডেটা খরচ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যায়। খুব সহজে লগইন এবং দ্রুত ইন্টারনেট কানেকশন এই রাউটারের অন্যতম বৈশিষ্ট্য।রবি ওয়াইফাই প্যাকেজগুলো বেশ সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। এছাড়াও,  ছাত্র-ছাত্রী,  ফ্রিল্যান্সার  ও  সাধারণ  ব্যবহারকারীদের  জন্য  এটি  দারুণ।রবি ওয়াইফাই প্রযুক্তির ছোঁয়ায় বাংলাদেশ এক ধাপ এগিয়ে যাচ্ছে।

রবি ওয়াইফাই ইন্টারনেট প্যাকেজ

রবি ওয়াইফাই ইন্টারনেট প্যাকেজ‑ এর সাম্প্রতিক তথ্য নিম্নে সংক্ষেপে তুলে ধরা হলো — ফিক্সড ওয়ারলেস ব্রডব্যান্ড সার্ভিস হিসেবে এটি আপনার বাড়ি বা অফিসে বৈদ্যুতিক তার ছাড়া দ্রুতগতির ইন্টারনেট সার্ভিস পেতে সাহায্য করবে।

নং বিষয় বিবরণ
1 প্রকার Fixed Wireless Access—তারবিহীন, রাউটারের মাধ্যমে
2 প্যাকেজ সময় ৩০ দিন
3 গতির ২৫ Mbps, ৩০Mbps, ৪০ Mbps
4 টাকা 988 / 1,288 / 1,788 টাকা
আপনি যদি প্যাকেজ চেঞ্জ করে নতুন কোনো প্যাকেজ নিতে চান যেমন: 25mbps ইন্টারনেট কানেকশন থেকে এখন নতুন করে 40mbps ইন্টারনেট কানেকশন নিতে চাচ্ছেন।তাহলে, রবি অফিশিয়াল ওয়েবসাইট থেকে তাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার ইন্টারনেট প্যাকেজ চেঞ্জ করে নিন।

রবি ওয়াইফাই দাম ও স্পেসিফিকেশন

রবি  ওয়াইফাই  দাম  ও  স্পেসিফিকেশন  জেনে  নিন: রবি ওয়াইফাই পরিসেবা আপনি ৩ টি ক্যাটাগরিতে নিতে পারবেন।

  • ব্যাসিক মডেল প্যাকেজ: নিলে ৩২ টি ডিভাইস সংযোগ দিতে পারবেন,স্পিড-150 Mbps, ব্যাটারি ব্যাকআপ ৩ ঘন্টা, ব্যান্ড- ২.৪ GHz এবং মূল্য- ২,৯৯৯ টাকা।
  • প্লাস মডেল প্যাকেজ: নিলে ৩২ টি ডিভাইস সংযোগ দিতে পারবেন,স্পিড-300 Mbps, ব্যাটারি ব্যাকআপ ৩ ঘন্টা, ব্যান্ড- ২.৪ GHz+৫ GHz এবং মূল্য- ৫,৪৯৯ টাকা।
  • প্রো মডেল প্যাকেজ: নিলে ১২৮ টি ডিভাইস সংযোগ দিতে পারবেন,স্পিড-400 Mbps, ব্যান্ড- ২.৪ GHz+৫ GHz এবং মূল্য- ১২,৯৯৯ টাকা।

Robi Pocket Router (মোবাইল রাউটার)

আর আপনি যদি পরিবহনে বা যেকোন জায়গায় ইন্টারনেট ব্যবহারের জন্য মোবাইল রাউটার খুঁজছেন, তাহলে আপনার জন্য Robi XTRA PR50 Pocket Router একটি ভালো অপশন হতে পারে।

Robi XTRA PR50 Pocket Router: সর্বোচ্চ ৮ জন ব্যাক্তি ব্যবহার করতে পারবে এবং ব্যান্ড প্রায় 150 Mbps,ব্যাটারি-২,১০০ mah এবং ইন্টারনেট কাভারেজ এরিয়ার ৪০ মিটার।তবে যদি কোনো বাধা থাকে সেক্ষেত্রে কাভারেজ এরিয়া কমে যেতে পারে।এর মূল্য সাধারণত ৩২০০৳ থেকে ৩৬০০৳। জায়গাভেদে দাম হালকা কম বা বেশি হতে পারে।

রবি ওয়াইফাই অ্যাক্টিভেশন কোড

রবি ওয়াইফাই অ্যাক্টিভেশন কোড তেমন ভাবে কিছু বলা হয় নি।শুধুমাত্র ফিক্সড ওয়্যারলেজ ওয়াইফাই কানেকশনের জন্য আপনাকে রবি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।তারপর তারা সকল কিছু দেখার পর আপনার  এলাকায়  যদি  রবি  ওয়াইফাই  নেট  available থাকে  তাহলে  তারা  আপনাকে  বলবে  এবং  আপনি  নিতে পারবেন।এছাড়াও,আপনি চাইলে রবি অফিশিয়াল ওয়েবসাইট অথবা কাস্টম মার কেয়ারে কল করে আপনার যে কোনো প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন। কাস্টম   মার   কেয়ার   নাম্বার   (১২৩)।

রবি ওয়াইফাই রিচার্জ

রবি ওয়াইফাই ফিক্সড ওয়ারলেস একসেস রিচার্জ বা প্যাকেজ সংযোগ নিম্নে তুলে ধরা হলোঃ-

  • My Robi অ্যাপ / ওয়েবসাইট সরাসরি প্যাকেজ নির্বাচন করুন এবং বিকাশ বা নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনে মূল্য পরিশোধ করুন।
  • Recharge কার্ড / Mobile Banking ক্যাশ বা মোবাইল ট্রানজেকশনের মাধ্যমে রিচার্জ।পুরো প্যাকেজ মূল্য নির্দিষ্ট GB প্যাকেজের সম্পূর্ণ মূল্য পরিশোধে সক্রিয় হয়
  • রবি ওয়াইফাই ঠিকানা অনুযায়ী রিসার্চ কার্ড ব্যবহার করুন অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে রিসার্চ সম্পন্ন করুন।
  • সঠিক ভাবে প্যাকেজের মূল্য পরিশোধ করুন। ভুল  পেমেন্ট   করলে   প্যাকেজ   একটিভেট   নাও   হতে পারে। তাই  আগে  প্যাকেজের   মূল্য   দেখুন  তাপর পেমেন্ট   করুন।

রবি ওয়াইফাই কিভাবে কিনবো

অনেকেই রবি ওয়াইফাই নিতে চান কিন্তু আপনি কিভাবে নিবেন সেটা বুঝতে পারছেন না।তাহলে রবি ওয়াইফাই কিভাবে কিনবেন জেনে নিন।

সাধারণত রবি সরাসরি  WiFi  নামে  আলাদা  কোনো সিমবিহীন  হোম  ব্রডব্যান্ড  সার্ভিস  দেয়  না — বরং তারা Pocket WiFi Router বা মোবাইল সিম দিয়ে হটস্পট ব্যবহার করে চালানোর ব্যবস্থা দেয়।তাই রবি WiFi কেনা মানে মূলত একটি রাউটার + রবি সিম + ইন্টারনেট প্যাকেজ কেনা।

এগুলো আপনি চাইলে অনলাইনে রবি সপ এর মাধ্যমে কিনতে পারেন।এছাড়াও,অনলাইন কেনা কাটার জন্য অনুমোদিত আরও অনেক সাইট রয়েছে সেখান থেকে কিনতে পারেন।আর যদি অনলাইনে না কিনে বাজারের দোকান থেকে কিনতে চান সেক্ষেত্রে সেটাও পারবেন।বিভিন্ন মোবাইলে দোকানে খোজ করলে পেয়ে যাবেন।

কাভারেজ এলাকা এবং রবি ওয়াইফাই নিতে যা যা প্রয়োজন

রবি WiFi আপনার এলাকায় শুধমাত্র তখনই ভালোভাবে কাজ করবে যখন আপনার এলাকায় শক্তিশালী Robi 4G নেটওয়ার্ক পাবে।আপনি কয়েকটি স্টেপ ফলো করলে রবি ওয়াইফাই কাভারেজ এলাকা চেক করতে পারবেন।নিম্নে তুলে ধরা হলোঃ

রবি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ম্যাপ দ্বারা চেক করে নিতে পারবেন।মোবাইলে রবি সিম ঢুকিয়ে ওয়াইফাই স্পিড দেখতে পারবেন। এছাড়াও,রবি কাস্টমার কেয়ারে কল করুন এবং আপনার এলাকার নাম বলুন তাহলে তারা চেক করে আপনাকে বলে দিবে।

রবি ওয়াইফাই নিতে যা যা প্রয়োজন

রবি  WiFi  নিতে  হলে  আপনার  বেশ  কিছু   জিনিস  প্রয়োজন  পড়বে  নিম্নে  তুলে  ধরা  হলোঃ- 

  • Robi সিম: নতুন বা পুরনো, কিন্তু 4G সক্রিয় থাকতে হবে।
  • Router/Wifi Device: রবি শপ বা অনুমোদিত মোবাইল শপ থেকে কিনতে পারবেন।
  • ইন্টারনেট প্যাকেজ: আপনার ইন্টারনেট ব্যবহারের উপর ভিত্তি করে ৩০ দিন, ৭ দিন বা আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ নিতে পারেন।
  • জাতীয় পরিচয়পত্র (NID): নতুন সিম বা রাউটার নিতে NID কার্ড প্রয়োজন হতে পারে।
  • চার্জিং ব্যবস্থা: ওয়াইফাই পকেট রাউটার চার্জ দিয়ে চলে, তাই চার্জার বা পাওয়ার ব্যাংক দরকার হবে।

রবি ওয়াইফাই রাউটার- শেষ কথা

রবি ওয়াইফাই রাউটার ইম্টারনেট ব্যবহারে এমন এক সমাধান, যা আপনাকে যেকোনো জায়গায় নিজের ছোট্ট পোর্টেবল ইন্টারনেট জগৎ তৈরি করে দিবে।কাভারেজ এবং ইন্টারনেট গতি দুটোই অনেক সুবিধা। রবি সিম, ঠিকঠাক প্যাকেজ আর একটা রবি রাউটার থাকলেই, আপনার ইন্টারনেট আর সীমাবদ্ধ থাকবে না,দেয়ালের ভেতর।
এক কথায়, যেখানেই রবি 4G আছে, সেখানেই আপনার ওয়াইফাই আছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url