টেলিগ্রাম দিয়ে ইনকামের সেরা ৭টি উপায় -২০২৫ আপডেট

কৃষি ব্যাংকে নতুন একাউন্ট খোলার নিয়মটেলিগ্রাম দিয়ে ইনকামের সেরা ৭টি উপায় -২০২৫ আপডেট।বর্তমান সময়ে টেলিগ্রাম  ব্যবহার  করে  ইনকাম  করা  যাচ্ছে।শুধুমাত্র আপনার কাছে একটা স্মার্ট ফোন এবং সে ফোনে টেলিগ্রাম অ্যাপ থাকলেই ইনকাম করতে পারবেন।

টেলিগ্রাম দিয়ে ইনকামের সেরা ৭টি উপায় -২০২৫ আপডেট

টেলিগ্রাম অ্যাপ এবং স্মার্ট ফোন থাকার পাশাপাশি আপনাকে ইনকামের উপায়গুলোও জানতে হবে।আপনি যদি টেলিগ্রাম থেকে ইনকামের উপায় না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেল টি পড়ুন এবং টেলিগ্রাম দিয়ে ইনকামের সেরা ৭টি উপায় -২০২৫ আপডেট।

সূচিপত্রঃ- টেলিগ্রাম দিয়ে ইনকামের সেরা ৭টি উপায় -২০২৫ আপডেট

টেলিগ্রাম দিয়ে ইনকামের সেরা ৭টি উপায়

টেলিগ্রাম থেকে অনলাইনে আয় করতে হলে আপনাকে একটা চ্যানেলে মাধ্যমে আয় করতে হবে।প্রথমে আপনার চ্যানেলে মেম্বার বাড়াতে হবে।

এখন কথা, আপনার চ্যানেলে মেম্বার কেন আসবে? আপনার টেলিগ্রাম চ্যানেলে এমন কিছু থাকতে হবে যার কারণে মানুষ আপনার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে।এখনকার সময়ে মানুষের চাহিদা কোন বিষয় নিয়ে। মানুষ কি দেখতে চায়।মানুষের প্রয়োজন বুঝতে হবে এবং সে বিষয় নিয়ে কাজ করতে হবে।আপনি বিভিন্ন কনটেন্ট দিতে পারেন যেমন: খবর,শিক্ষামলক বই,অথবা টেরেন্ডিং ছবি বা নাটক এগুলো।যার ফলে মানুষ আপনার চ্যানেলে আসবে।একসময় আপনার চ্যানেলে পর্যাপ্ত পরিমাণে সাবসক্রাইবার হয়ে যাবে তখন আপনি বিভিন্ন স্পেন্সার, বিজ্ঞাপন দিতে পারবেন এবং যার স্পন্সার দিবেন তার থেকে টাকা নিতে পারবেন।টেলিগ্রাম ব্যবহার করে ইনকামের উপায় অনেক।এছাড়াও,আপনি বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপের রেফার করে ইনকাম করতে পারবেন।আপনি কেনো অ্যাপে যত বেশি মেম্বার এড করবেন ততো বেশি ইনকাম করতে পারবেন।আপনার ইনকামের জন্য একটা সহজ উপায় রেফারেল ইনকাম।

আপনার টেলিগ্রাম   চ্যানেলে  পেইড   মেম্বারশিপ   চালু করতে পারেন।আপনার যদি কোনো বিষয়ে ভালো দক্ষতা থাকে তাহলে সে বিষয়টা কাজে লাগাতে পারেন।যেমন: আপনি স্টুডেন্ট এর জন্য ভালো বই এবং অনলাইন পড়ানো শুরু করতে পারেন।যার ফলে স্টুডেন্টরা টাকা দিয়ে আপনার চ্যানেলে যুক্ত হবে।

টেলিগ্রাম চ্যানেল খোলার সঠিক নিয়ম -২০২৫

টেলিগ্রাম থেকে ইনকাম করার জন্য আপনাকে ভালোভাবে একটু মোবাইলের ব্যবহার জানতে হবে এবং ইন্টারনেট ব্যবহার করা জানতে হবে।আপনি যদি এগুলো যানেন তাহলে ভালো।বেশিরভাগ লোকই মনে করেন টেলিগ্রাম শুধুমাত্র কথা বলা এবং মেসেজিং করার জন্য। কিন্ত টেলিগ্রাম   ব্যবহার   করে  যে,  ইনকাম  করা  যায়  এটা যানেন না।নিম্নে টেলিগ্রাম থেকে ইনকাম করার জন্য আপনার প্রয়োজন একটা চ্যানেল তাই নিম্নে টেলিগ্রাম চ্যানেল খোলার সঠিক নিয়ম তুলে ধরা হলোঃ-

টেলিগ্রাম চ্যানেল খোলার সঠিক নিয়ম -২০২৫

টেলিগ্রাম থেকে ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই একটা টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে যদি একাউন্ট না থাকে তাহলে একাউন্ট তৈরি করে নিবেন। একাউন্ট তৈরি করা হলে আপনি একটা টেলিগ্রাম  চ্যানেল  বা  গ্রুপ খুলবেন।একাউন্ট খোলা শেষ হলে আপনার টেলিগ্রাম অ্যাপ ওপেন করে নিবেন এবং উপরে 3 লাইনে ক্লিক করুন তারপর ক্রিয়েট চ্যানেল অথবা নিচে পেন আইকনে ক্লিক করুন।

টেলিগ্রাম চ্যানেল খোলার সঠিক নিয়ম -২০২৫
ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে আপনার পছন্দ মতো  একটা  নাম  ব্যবহার  করতে  পারবেন।আপনি যে নামে চ্যানেল খুলতে চান সেই নাম ব্যবহার করুন।
টেলিগ্রাম চ্যানেল খোলার সঠিক নিয়ম -২০২৫
এরপরে চ্যানেল সেটিং ঠিক করুন।আপনি প্রাইভেট রাখবেন নাকি পাবলিক রাখবেন।আপনি যেহেতু ইনকাম করার জন্য চ্যানেল ক্রিয়েট করতেছেন সেহেতু public ব্যবহার করুন।তারপরে Save করুন।আপনার চ্যানেল খোলা শেষ।
টেলিগ্রাম চ্যানেল খোলার সঠিক নিয়ম -২০২৫
এখন আপনার চ্যানেলের ইনভাইট লিংক পরিচিত বন্ধু বান্ধব এবং সোশাল মিডিয়ায় শেয়ার করুন।এতে করে আপনার চ্যানেলে অথবা টেলিগ্রাম গ্রুপে মেম্বার বাড়তে থাকবে।একসময় যখন আপনার চ্যানেলে বা গ্রুপে পর্যাপ্ত পরিমাণে মেম্বার হয়ে যাবে তখন বিভিন্ন বিজ্ঞাপন এবং স্পেন্সার পোস্ট করতে পারবেন।এছাড়াও, বিভিন্ন এফিলিয়েট লিংক শেয়ার করে, কমিশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন।

টেলিগ্রামে এফিলিয়েট মার্কেটিং করে আয়

টেলিগ্রাম চ্যানেল খুলে শুধুমাত্র পেইড মেম্বারশিপ এবং বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারবেন এমনটা না এছাড়াও,আপনি চাইলে  টেলিগ্রামে  এফিলিয়েট  মার্কেটিং করে  আয়  করতে  পারবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং হলো কোনো পণ্যর লিংক প্রমোট করা।আপনি যদি আপনার অ্যাফিলিয়েট একাউন্ট থেকে যে কোনো একটা পণ্যের লিংক অন্য একজনকে বা আপনার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেন এবং ঐ লিংকে ক্লিক করে যদি কেউ পণ্যটি কেনে তাহলে আপনি একটা কমিশন পাবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং করে বর্তমান সময়ে অনায়াসে ২০-২৫ হাজার টাকা ইনকাম করতেছে অনেকেই চাইলে আপনিও পারবেন।আপনি যদি ধৈর্য ধরে আপনার টেলিগ্রাম চ্যানেলটা বড় করতে পারেন তাহলে আপনি মাসে ভালো একটা আর্নিং করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং শুধুমাত্র টেলিগ্রাম চ্যানেলে নয় আপনিও আরও অন্যান্য সোশাল মিডিয়াতে করতে পারবেন।

টেলিগ্রামে বট তৈরি করে কিভাবে ইনকাম করা যায়

বর্তমান সময়ে টেলিগ্রাম বটের সাথে অনেকেই পরিচিত আছেন।কিন্তু আপনি কি যানেন,নিজে ঐরকম বট তৈরি করে আপনার ইনকাম আরও বাড়াতে পারবেন।যদি না যানেন তাহলে এখন জেনে নিন টেলিগ্রামে বট তৈরি করে ইনকাম করার উপায়।

টেলিগ্রামে বট তৈরি করে কিভাবে ইনকাম করা যায়
টেলিগ্রাম বট হচ্ছে একটি সক্রিয় পোগ্রাম।যা অটোমেটিক ইউজারের সাথে conversation করে।টেলিগ্রাম বটে তৈরি করার জন্য প্রোগ্রাম জানতে পারলে ভালো তবে আপনি যদি না যানেন সমস্যা নাই।বর্তমান সময়ে বিভিন্ন ফ্রি টুল রয়েছে যা ব্যবহার করে আপনি খুব সহজে টেলিগ্রাম বট তৈরি করতে পারবেন।যেমন:Bot father। 

টেলিগ্রাম বট থেকে ইনকাম করার সবথেকে সহজ উপায় হচ্ছে service base বট তৈরি করা। যেমন:শিক্ষা বা বিজনেস।ইউজার আপনার কাছ থেকে সার্ভিস নিবে এবং তার বদলে আপনাকে টাকা পেমেন্ট করবে। এছাড়াও, স্পেন্সার, পেইড মেম্বারশিপ।অ্যাফিলিয়েট লিংক মার্কেটিং ইত্যাদি।

টেলিগ্রাম বট ইউজার ফ্রেন্ডলি তৈরি করতে হবে।এমনভাবে তৈরি করতে হবে যা ব্যহারে ইউজার সাচ্ছন্ধ্য বোধ করে।ইউজারের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনার বটে সে থাকবে না বের হয়ে যাবে।এজন্য বট তৈরি করলে সর্ব প্রথম এই বিষয়টা মাথায় রাখতে হবে।বট যদি ইউজার ফ্রেন্ডলি না হয় তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে না।

টেলিগ্রাম থেকে প্যাসিভ ইনকাম করার টিপস

টেলিগ্রাম  থেকে  প্যাসিভ  ইনকাম  হচ্ছে -  আপনি যদি কিছু দিন কাজ নাও করেন তাহলে আপনার ইনকাম হওয়া অব্যাহত থাকবে ইনকাম বন্ধ হবে না।এর জন্য প্রয়োজন পড়বে একটা টেলিগ্রাম চ্যানেল এবং চ্যানেলটি ভালো হতে হবে অর্থাৎ,চ্যানেলে ভালো পরিমানে একটিভ মেম্বার থাকতে হবে।

চ্যানেলে আপনি বিভিন্ন কন্টেন্ট পাবলিশ করুন।যেসব কন্টেন্ট আজ পাবলিশ করবেন কিন্তু তার চাহিদা অনেকদিন পর্যন্ত থাকবে।যেমন:ধর্মীয় কন্টেন্ট, চাকরির আপডেট, কোর্স ইত্যাদি এছাড়াও, পেইড মেম্বারশিপ চালু করতে পারেন যার ফলে পেইড মেম্বারদের জন্য থাকবে আলাদা কন্টেন্ট।এগুলো আপনি অটোমেটেড বট দ্বারা পরিচালিত করতে পারেন।নিজে সময় না পেলে বট দ্বারা কাজ করিয়ে নিবেন।

এছাড়াও,সবথেকে ভালো মাধ্যম অ্যাফিলিয়েট মার্কেটিং। অপনি সময় না পেলেও একদিনে বেশি করে সিডুলিং পোস্ট করে রাখতে পারেন।এতে করে প্রতিদিন অটোমেটিক সময়মতো পোস্ট হয়ে যাবে।অ্যাফিলিয়েট মার্কেটিং লিংক একদিন পোস্ট করলে যতদিন থাকবে ততোদিন মেম্বার ক্লিক করে পণ্য কিনলেই কমিশন পেতে থাকবেন।অর্থাৎ, পুরানো পোস্ট গুলো থেকে ভিউ আসতে থাকবে।

টেলিগ্রাম ব্যবহার করে ছাত্রদের আয় করার উপায়

টেলিগ্রাম ব্যবহার করে ছাত্রদের আয় করার উপায়- ছাত্ররা ইনকাম করার জন্য একটা টেলিগ্রাম চ্যানেল খুলতে হবে এবং যেহেতু ছাত্র তাই পড়াশোনার জন্য সাজেশন, নোটস,পড়াশেনা বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করতে থাকলে চ্যানেলে মেম্বার বাড়তে থাকবে।ধীরে ধীরে ভালো পরিমানে মেম্বার হয়ে যাবে,তখন আপনি পেইড মেম্বারশিপ চালু করতে পারেন এবং কোরোও দোকানের বা পোডাক্টের বিজ্ঞাপন দেখিয়ে তার থেকে ইনকাম করতে পারবেন।
এছাড়াও, বিভিন্ন প্রডাক্টের অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে ইনকাম করতে পারবেন।এটা পড়াশোনার পাশাপাশি আপনার জন্য  একটা  প্যাসিভ  ইনকাম  এনে  দিবে।

টেলিগ্রাম  দিয়ে  ইনকামের  সেরা  উপায়-শেষ মন্তব্য

আজকের আর্টিকেলে টেলিগ্রাম দিয়ে ইনকামের সেরা ৭টি উপায় -২০২৫ আপডেট,টেলিগ্রামে বট তৈরি করে কিভাবে আয় করা যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করেছি। 

মনে রাখবেন, আপনি প্রথম দিন থেকেই ইনকাম করতে পারবেন না। টেলিগ্রাম থেকে ইনকাম করার জন্য আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে এবং মানুষের আগ্রহের বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে তাহলে ধীরে ধীরে সাবসক্রাইবার বাড়বে এবং নিয়মিত ভিজিটর আসবে।তবে নিয়মিত পোস্ট করে যেতে হবে।

আশা করি,আর্টিকেল টি আপনার ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।আর্টিকেল ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url