সােশ্যাল মিডিয়া মার্কোটিং করে আয় করার সহজ উপায় জানুন
ড্রোন ক্যামেরা দামসােশ্যাল মিডিয়া মার্কোটিং করে আয় করার সহজ উপায়।বর্তমান সময় প্রযুক্তি উন্নতির ফলে মানুষের বিজনেস মার্কেটিং হয়েছে সহজ।বর্তমান বেশিরভাগ মানুষই ফেজবুক, ইউটিউব, টিকটক সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করছে।তাই এখন আর টিভি মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে যে কোনো জিনিসের মার্কেটিং করা লাগে না, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে তাদের বিজনেস প্রোমোট করে নিচ্ছে।
সব বড় বড় ব্রান্ডগুলো এই সোশ্যাল মিডিয়ার উপর বেশি গুরুত্ব দিচ্ছে।তাই সোশ্যাল মিডিয়া মার্কেটরদের চাহিদাও অনেক।অনেক মানুষ এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কে পেশা হিসেবে নিচ্ছে।আপনি যদি একজন সফল সোশ্যাল মিডিয়া মার্কেটর হতে চান তাহলে আজকের আর্টিকেল টি আপনার জন্য, আজকের পোস্ট থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার সহজ উপায় জেনে নিন।সূচিপত্রঃ সােশ্যাল মিডিয়া মার্কোটিং করে আয় করার সহজ উপায় জানুন
- সােশ্যাল মিডিয়া মার্কোটিং করে আয় করার উপায়
- ইনস্টাগ্রাম দিয়ে অনলাইন মার্কেটং করে আয়
- ফেসবুক মার্কেটং করে টাকা ইনকাম করার উপায়
- লিংক ডিন (LinekdIn) মার্কেটিং করে আয়
- টিকটক মার্কেটং করে ব্যবসা করে আয়
- সােশ্যাল মিডিয়াতে ছোট ব্যবসা চালানোর উপায়
- সােশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট খুঁজে আয় করার উপায়
- ঘরে বসে সােশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে টাকা আয়
- সােশ্যাল মিডিয়া মার্কোটিং করে আয় - শেষ মন্তব্য
সােশ্যাল মিডিয়া মার্কোটিং করে আয় করার সহজ উপায় জানুন
সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয় করতে হলে আপনাকে আগে জানতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? আমরা সোশ্যাল মিডিয়া বলতে সাধরণত একটির কথাই বলে থাকি আর,সেটি হলো: ফেসবুক।কিন্তু,শুধুমাত্র ফেজবুকই সোশ্যাল মিডিয়া না।আরও অনেক সোশ্যাল সাইট রয়েছে যেমন- লিংকডিন, ইনস্টাগ্রাম, টিকটক, পিন্টারেস্ট, কোরা ইত্যাদি। আর এই সোশ্যাল সাইট গুলো ব্যবহার করে আপনার পণ্য বা সেবার প্রচার করা।
আপনি এই প্রচারণা অর্গানিকভাবে ভিডিও তৈরি করে করতে পারেন অথবা বিজ্ঞাপন দ্বারা প্রচার করতে পারেন।আমরা বর্তমান ফেজবুকের মতো সোশ্যাল সাইটে ভিডিও নিচে বিভিন্ন প্রোডাক্টের এড দেখতে পাই এগুলোই হলো মার্কেটিং করা।এগুলো বিভিন্ন ব্রান্ড এড দিয়েছে।চাইলে আমরা সেখান থেকে পণ্যটি অডার করতে পারবো।
আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে যদি নিজের ব্রান্ড তৈরি করে ইনকাম করতে চাই, সেক্ষেত্রে সবার আগে প্রোডাক্টের চাহিদা কেমন বুঝতে হবে, কারণ: আপনি যে প্রোডাক্টের জন্য মার্কেটিং করবেন সেটার চাহিদা যদি কম হয়/কম মানুষ কিনে তাহলে আপনার ব্রান্ড বেশি দিন টিকবে না। এজন্য মানুষের চাহিদা অনুযায়ী ভালো মানের প্রোডাক্ট রাখুন এবং টার্গেটেড অডিয়েন্স খুজে বের করুন।সব সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং না করে, যে সোশ্যাল সাইটে আপনার অডিয়েন্স বেশি থাকবে সেই সাইটে মার্কেটিং করুন।
ইনস্টাগ্রাম দিয়ে অনলাইন মার্কেটং করে আয়
ইনস্টাগ্রাম দিয়ে অনলাইন মার্কেটং করে আয়- অনেকেই ভাবছেন ইনস্টাগ্রাম থেকে আয় কিভাবে সম্ভব।আমরা শুধুমাত্র মনে করি ইনস্টাগ্রাম ভিডিও পোস্ট করা বা দেখার জায়গা কিন্তু, সঠিক ভাবে ইনস্টাগ্রাম ব্যবহার করলে আয় করা সম্ভব।
ইনস্টাগ্রাম থেকে আয় করার জন্য আপনাকে ভালো মানের কনটেন্ট তৈরি করতে হবে এবং ভালো পরিমাণে ফলোয়ার বানাতে হবে।আপনি বিভিন্ন টপিক নিয়ে কাজ করতে পারেন যেমন- রান্না রেসিপি বা বিভিন্ন প্রোডাক্ট রিভিউ দিতে পারেন।যখন আপনার ইনস্টাগ্রাম আইডিতে ভালো ভিডিও ভিউজ এবং ফলোয়ার থাকবে তখন মনিটাইজেশন ছাড়া নিজের ব্রান্ড তৈরি করে ইনকাম করতে পারবেন এবং স্পনসরশিপ এড দিয়েও ইনকাম করতে পারবেন।তবে এই ইনকামের জন্য আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে।
ফেসবুক মার্কেটং করে টাকা ইনকাম করার উপায়
ফেসবুকও ইনস্টাগ্রামের মতো শুধু সোশ্যাল মিডিয়া না, বর্তমান এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম। চাইলে আপনি এখান থেকেও ভালো ইনকাম করতে পারেন। তবে এর জন্য দরকার ধৈর্য, স্ট্র্যাটেজি আর সঠিকভাবে কাজ করা।তাই চলুন ফেসবুক মার্কেটং করে টাকা ইনকাম করার উপায় জেনে নিই।
ফেজবুক মার্কেটিং করে আপনি বেশ কয়েকটি উপায়ে ইনকাম করতে পারবেন।যেমন- মনিটাইজেশন, নিজের প্রোডাক্ট তৈরি করার মাধ্যমে ব্রান্ড তৈরি করে এছাড়াও, অন্যোর প্রোডাক্ট বিক্রি করে দিয়ে অর্থাৎ, স্পনসরশিপ এড দিয়ে।আপনি চাইলে আবার সার্ভিসও দিতে পারেন যেমন- আপনি যদি ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদির কাজ যানেন তাহলে আপনার কাস্টমার পাবেন এবং সার্ভিস দেওয়ার মাধ্যমে মাসে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন।তবে, এ সকল মাধ্যমে থেকে ইনকাম করার জন্য প্রয়োজন অডিয়েন্স এজন্য আপনাকে সবার আগে আপনার পেজ ভালো করে আপনার টপিকের উপর ভিত্তি করে লোগো, ব্যানার দিয়ে সাজিয়ে নিতে হবে এবং ভালো পরিমাণে অডিয়েন্স থাকা লাগবে।অডিয়েন্সদের কাছে বিশ্বস্ততা অর্জন করা লাগবে।আর,এসবকিছু একদিনে সম্ভব না, আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে।
সোশ্যাল মিডিয়া- লিংক ডিন (LinkedIn) মার্কেটিং করে আয়
বর্তমান সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যো LinkedIn মার্কেটিং অন্যতম মাধ্যম।LinekdIn মার্কেটিং করে আয় খুবই সহজ। আপনি লিংক ডিন ব্যবহার করে ফেজবুক, ইনস্টাগ্রামের মতো এড চালিয়ে ইনকাম করার সুযোগ নেই কিন্তু আপনি লিংক ডিন মার্কেটিং করে কয়েকটি উপায়ে আয় করতে পারবেন।নিম্নে লিংকডিন মার্কেটিং করে আয় করার উপায় তুলে ধরা হলোঃ-
- ফ্রিল্যান্সিং ও ক্লায়েন্ট খোঁজা- আপনার যদি কেনো স্কিল থাকে তাহলে LinkedIn প্রোফাইল প্রফেশনালভাবে সাজিয়ে নিতে পারেন (যেমন: ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং ইত্যাদি) তুলে ধরতে পারেন।ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে কানেক্ট হয়ে সরাসরি ক্লায়েন্ট পাওয়া যায়।ক্লায়েন্ট পাওয়ার জন্য খুবই জনপ্রিয় মাধ্যম।
- কনসালটিং/কোচিং সার্ভিস- আপনার বিশেষ কোনো দক্ষতা থাকলে যেমন: ক্যারিয়ার কোচিং, বিজনেস কনসালটিং ইত্যাদি। আপনি LinkedIn-এ সেটি প্রচার করে আয় করতে পারবেন।
- অ্যাফিলিয়েট মার্কেটিং- Linkdin এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারবেন।
টিকটক মার্কেটং করে ব্যবসা করে আয়
ঘরে বসে ইনকাম করার জন্য সব চেয়ে সহজ মাধ্যমে হলো টিক টক।আপনার কনটেন্ট যদি একটু কোয়ালেটিফুল তাহলে ভিডিও ভাইরাল হওয়া খুব সহজ।আপনি খুব সহজেই এখানে পণ্য বা সার্ভিস বিক্রি করতে পারবেন।অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো থেকে টিক টকে ভাইরাল হওয়া অনেক সহজ।
আপনাকে প্রতিনিয়ত আপনার ব্যবসার জন্য সর্ট ভিডিও বানিয়ে পোস্ট করতে হবে এবং ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে এমন ভাবে প্রোডাক্টের কথা বলতে হবে যাতে অডিয়েন্স কিনতে আগ্রহী হয়।এভাবে প্রতিনিয়ত কাজ করলে আপনার টিক টক প্রোফাইলে নতুন নতুন অডিয়েন্স যুক্ত হতে থাকবে এবং আপনার ব্যবসার প্রচার বাড়বে।প্রতিনিয়ত ভালো পরিমানে অডার পাবেন।বর্তমান বাংলাদেশে টিক টক মনিটাইজেশন বন্ধ কিন্তু আপনার ব্যবসা বড় করার জন্য খুবই উপকারী।
সােশ্যাল মিডিয়াতে ছোট ব্যবসা চালানোর উপায়
বর্তমান সময়ে ব্যবসা শুরু করার জন্য দোকান ভাড়া করার প্রয়োজন হয় না।আপনি যদি ফেজবুক, টিক টক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করতে যানেন তাহলে এই সোশ্যাল মিডিয়া গুলোতে বানাতে পারেন আপনার সপ্নের অনলাইন শপ।প্রথমে আপনার ফেজবুক অথবা ইনস্টাগ্রাম প্রোফাইল আপনার ব্যবসার উপর ভিত্তি করে নাম, লোগো, ব্যানার ইত্যাদি সেট করুন।যাতে ক্রিয়েতারা প্রোডাক্ট কিনতে আগ্রহী হলে আপনার উপর বিশ্বাসী হয়।
তারপর প্রতিনিয়ত আপনার প্রোডাক্টের ছবি ভিডিও পোস্ট করুন।তবে প্রোডাক্টের ছবি বা ভিডিও পোস্ট করলেই হবে না আপনাকে ব্যবসায় বেশি লাভবান হওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে।আপনি চাইলে প্রোডাক্টের ছবি ভিডিও পোস্ট করার পাশাপাশি, আপনার প্রোডাক্ট যারা কিনেছে তাদের দিয়ে রিভিউ ভিডিও দিতে পারেন এতে করে আপনার উপর মানুষের আস্তা আরও বাড়বে এবং আপনার প্রোডাক্টের সেল আরও বৃদ্ধি পাবে।
সােশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট খুঁজে আয় করার উপায়
সোশ্যাল মিডিয়া শুধুমাত্র যোগাযোগের মাধ্যমে নয়।আপনার যদি কেনো কাজের উপর ভালো দক্ষতা থাকে তাহলে সােশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট খুঁজে খুব সহজে আয় করতে পারবেন।ক্লায়েন্ট খোজার জন্য আপনাকে সর্ব প্রথম সোশ্যাল সাইটে নিজের একটা প্রোফাইল তৈরি করে নিতে হবে এবং আপনার কাজের টপিকের উপর নিজের প্রোফাইল সাজাতে হবে যাতে বায়ার আপনার কাজের উপর আস্তা পোষণ করে এবং আপনাকে কাজ দেয়।মনে করেন, আপনি প্রোডাক্ট রিভিউ ভিডিও তৈরি করবেন এবং অন্যোর প্রোডাক্ট প্রোমোট করেন তাহলে সেই অনুযায়ী আপনার প্রোফাইল সাজান।লোগো, নাম ব্যানার, ডেসক্রিপশন লিখুন।
এসকল, কিছু ঠিকঠাক ভাবে করার হলে বায়ারকে কনভেন্জ করুন। বায়ার থেকে কাজ নেওয়ার জন্য আপনি আগে কাজ করেছেন তার ফিডব্যাক গুলো তাকে দেখাতে পারেন।এছাড়াও, নিজে পেজ খুলে সেখানে আপনার নিশ অনুযায়ী ভিডিও বা পোস্ট করুন।তাহলে বায়ার নিজে আপনাকে মেজেছ করতে পারবে এবং ফেজবুক গ্রুপে জয়েন হতে পারেন, গ্রুপে প্রতিনিয়ত পোস্ট করুন এবং মানুষের বিভিন্ন সমস্যা গুলো সমাধানের জন্য রিপ্লাই করুন, কাজ পাওয়ার জন্য এটা অনেক ভালো।
ঘরে বসে সােশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে টাকা আয়
সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয় করার একটি সহজ মাধ্যম হলো সােশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে কাজ করা।এই কাজগুলো আপনি ঘরে বসে মোবাইল দিয়েও করতে পারবেন।আপনি চাইলে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল পাবেন সেগুলো থেকে শিখে নিতে পারেন।এই কাজ গুলো অনেক সহজ এবং কষ্ট কম।
অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা নিজের ব্যবসা ম্যানেজ করতে পারে না।সেক্ষেত্রে নিজের ব্যবসা ম্যানেজ করার জন্য ম্যানেজার রেখে দেয়।তার কাজ শুধুমাত্র- নিয়মমিত ছবি বা ভিডিও পোস্ট করা, কমেন্ট রিপ্লাই করা এবং ইনবক্সের মেসেজ রিপ্লাই করা ইত্যাদি।এসব কাজ অনেক সহজ, এই কাজ গুলো জানার জন্য তেমন কোনো কোর্স করা লাগে না।আগে ছোট ছোট কারুন এতে করে নিজে আরও দক্ষ হতে পারবেন এবং ভালো রিভিউ পাবেন।এই রিভিউকে কাজে লাগিয়ে বড় বড় কাজ করতে পারবেন।তাই আপনিই যদি একাজের প্রতি একটু সময় দেন তাহলে মাসশেষে ভালো পরিমানে টাকা ইনকাম করতে পারবেন।
সােশ্যাল মিডিয়া মার্কোটিং করে আয় - শেষ মন্তব্য
আজকের আর্টিকেলে ফেজবুক, ইনস্টাগ্রাম, টিক টকের মতো সােশ্যাল মিডিয়া মার্কোটিং করে আয় করার সহজ উপায় তুলে ধরেছি।এছাড়াও, সােশ্যাল মিডিয়াতে ছোট ব্যবসা চালানোর উপায় এবং ক্লায়েন্ট খুঁজে আয় করার উপায় এসকল বিষয়ে আলোচনা করেছি।আজকের আর্টিকেল টি আপনি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আপনার ক্যারিয়ারের ইনকাম পথযাত্রা শুরু করতে পারবেন।এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।।
প্রতিনিয়ত এরকম নিত্য নতুন টিপস পেতে আমাদের সাইটে ভিজিট করুন।
রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url