টিপি লিংক রাউটার এর দাম ২০২৫- বাংলাদেশ প্রাইস লিস্ট

সেরা WiFi রাউটার ২০২৫বর্তমান ডিজিটাল বিশ্বে নেটওয়ার্ক ব্যবহার কারীর জন্য   খুবই   গুরুত্বপূর্ণ   একটি   নেটওয়ার্ক   ডিভাইস   হলো- টিপি লিংক রাউটার।তাই আমরা আজকের পোস্টের মাধ্যমে টিপি লিংক রাউটার এর দাম বাংলাদেশ  প্রাইস  লিস্ট  জানবো।বর্তমান রাউটারের অনেক গুলো নামি-দামি ব্রান্ড রয়েছে তার মধ্যে টিপি লিংক অন্যতম।

টিপি লিংক রাউটার এর দাম ২০২৫- বাংলাদেশ প্রাইস লিস্ট
আপনি যদি tp link রাউটারের দাম জানতে চান তাহলে আপনাকে আজকের পোস্ট টি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।আজকের পোস্টে   টিপি লিংক   রাউটারের   দাম   জানার   পাশাপাশি ,এ রাউটার ব্যবহারের সুবিধা, বিশেষত্ব্ব ইত্যাদি জানবো।

সূচিপত্রঃ টিপি লিংক রাউটার এর দাম ২০২৫- বাংলাদেশ প্রাইস লিস্ট

টিপি লিংক রাউটার এর দাম ২০২৫- বাংলাদেশ প্রাইস লিস্ট

টিপি লিংক ওয়াইফাই   বাংলাদেশের   একটি   পরিচিত ব্রান্ড।টিপি লিংক রাউটারের দাম অনুযায়ী স্পীড, রেঞ্জ, কাজ ইত্যাদি মানুষকে মুগ্ধ করে তুলছে।এই রাউটার আপনার বাড়ি বা অফিসের জন্য খুবই ভালো ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে।আপনি যদি টিপি লিংক রাউটার কিনতে চান তাহলে আজকের পোস্টের মাধ্যমে টিপি লিংক রাউটারের দাম জেনে নিন।

নং রাউটারের নাম দাম/prize
1 TP-Link Deco E4 AC1200 ২৪৮০৳
2 TP-Link Accher C6 AX53/td> ৬২৯৯৳
3 TP-Link Archer C24 AC750 ১৯১০৳
4 Tp-link archer c20 ac750 ২২০০৳
5 TP-Link Accher C6 AC1200 ৩০৭৫৳
6 TP-Link Archer C64 AC1200 ২৭৯০৳
7 TP-Link TL-WR850N ১৩০০৳
8 TP-Link TL-WR841N ১৪০০৳
9 TP-Link XZ000-G7 ১১৫০৳
10 TP-Link Archer AX12 ৪৪৯০৳

টিপি-লিংক রাউটারের সুবিধা কী কী

টিপি লিংক রাউটার বর্তমান বাংলাদেশে জনপ্রিয় ব্রান্ড গুলোর মধ্যে অন্যতম।টিপি-লিংক   রাউটারের   বেশ   কিছু সুবিধা রয়েছে।নিম্নে tp link ওয়াইফাই রাউটারের সুবিধা তুলে ধরা হলোঃ-

টিপি-লিংক হোম নেটওয়ার্কিংয়ের জন্য নির্ভরযগ্যো ও সহজ।টিপি লিংক রাউটার মোবাইল বা কম্পিউটার যে কোনো ডিভাইজ দ্বারা নিয়ন্ত্রণ করা যায়।বিশেষ করে টিপি লিংক রাউটারের    সুরক্ষা    ও    নিয়ন্ত্রণ    ব্যাবস্থা    খুবই  উন্নত।ওয়াইফাই নিয়ন্ত্রণে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয় না, এ রাউটারের সেটিং গুলো খুবই সহজ।এ রাউটারের আধুনিক মানে তৈরি করা এবং দ্রুত গতি ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে।এছাড়াও টিপি-লিংক ওয়াইফাই রাউটার গুলোতে রিপিটার হিসেবে ব্যবহারের সুযোগ সুবিধা রয়েছে।ল্যান পোর্ট সুবিধা রয়েছে যার ফলে সহজে ক্যবল দিয়ে অন্য ওয়াইফাইয়ের সাথে নেট কানেকশন দিয়ে ব্যবহার করা যায়।

টিপি-লিংক ৩ অ্যান্টেনা রাউটারের দাম কত

TP-Link ৩-অ্যান্টেনা রাউটার এর দাম নিম্নে তুলে ধরা হলো:

৩ অ্যান্টেনা বিশিষ্ট রাউটারের দাম মূলত ১,৭০০৳ থেকে ২,৪০০৳ মধ্যে হয়ে থাকে।এই রাউটার গুলো সাধারণত 300mbps থেকে 450mbps গতিতে নেটওয়ার্কিং সেবা প্রদান করে থাকে।আপনি যদি ৩ অ্যান্টেনা রাউটার নিতে চান তাহলে এই বাজেটের মধ্যে থেকে আপনি আপনার পছন্দের মডেলটি কিনতে পারবেন।আপনি যদি ৩ অ্যান্টেনা বিশিষ্ঠ রাউটার লো-বাজেটের মধ্যে কিনতে চান সেক্ষেত্রে ১,৭০০৳ থেকে ১৯০০৳ পড়বে।আর যদি মিড-লেভেল রাউটার চান সেক্ষেত্রে বাজেট হালকা একটু বেশি লাগবে ২,০০০৳ থেকে ২,৪০০৳।

টিপি লিংক ৪ অ্যান্টেনার রাউটার এর দাম কত

আপনি যদি আপনার বাসা বা অফিসের কাজে TP-Link ৪ অ্যান্টেনা বিশিষ্ট রাউটার কিনতে চান তাহলে এর দাম ১,৮০০৳ থেকে শুরু করে ২,৫০০৳ মধ্যে পাওয়া যাবে।অফিসে কাজের জন্য ৪ অ্যান্টেনা বিশিষ্ট রাউটার খুবই ভালো।

টিপি লিংক রাউটারের দাম রাউটারের বেশ কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে রাখা হয় যেমন- Wi-Fi স্ট্যান্ডার্ড, অ্যান্টেনার সংখ্যা ও সিগন্যাল কভারেজ, স্পিড ক্যাপাসিটি (Mbps/Gbps), Parental Control, Security Features, QoS, ব্যান্ড সাপোর্ট ইত্যাদি।আপনি যদি ৪ অ্যান্টেনা বিশিষ্ট রাউটার বেসিক মডেল কিনতে চান সেক্ষেত্রে ১,৮০০৳ থেকে ২,০০০৳ মধ্যে পেয়ে যাবেন।আর আপনি যদি আর একটু ভালোতা চান, সেখানে ভালো ফিচার যুক্ত করা থাকবে তাহলে ২,০০০৳ থেকে ২,৫০০৳ মধ্যে কিনতে পারবেন।৪ অ্যান্টেনা বিশিষ্ট এই রাউটারে ফিচার গুলো উন্নত।

টিপি লিংক ৪ অ্যান্টেনার রাউটার দিয়ে কি কি করা যাবে?

TP-Link এর অ্যান্টেনার রাউটার দিয়ে অনেক কাজ করা যায়। সাধারণত এই ধরনের রাউটার Wi-Fi কভারেজ বাড়াতে এবং ইন্টারনেট স্পিড ও স্ট্যাবিলিটি উন্নত করতে ব্যবহৃত হয়। আপনি ৪ অ্যান্টেনা রাউটার দিয়ে খুব সহজেই শক্তিশালী নেটওয়ার্কিং কাজ গুলো করতে পারবেন কোনোরকম নেটে ডিসটার্ব দিবে না।এটা আপনার বাসাবাড়ি, দোকান, অফিস যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।এছাড়াও আপনি আরও কিছু কাজের জন্য ব্যবহার করছে পারেন।তা নিম্নে তুলে ধরা হলোঃ-

  • ফ্রিল্যান্সিং - বর্তমান বাংলাদেশের অধিকাংশ মানুষ ফ্রিল্যান্সিং এর কাজ করছে আর এই কাজ করতে গেলে প্রয়োজন ভালো নেটওয়ার্ক তাই আপনি যদি ৪ অ্যান্টেনা যুক্ত টিপি লিংক রাউটার ব্যবহার করেন তাহলে আপনার ফ্রিল্যান্সিং কাজ করতে আরও সুবিধা হবে,নেটওয়ার্কের সমস্যায় পড়তে হবে না।
  • গেমিং/ভিডিও স্ট্রিমিং- আমরা বর্তমান ইউটিউব অথবা ফেজবুকে গেমিং ভিডিও এবং অন্যান্য ভিডিও দেখে থাকি। আপনি যদি এরকম ভিডিও তৈরি করতে চান তাহলে ভালো নেটওয়ার্ক ব্যবস্থা থাকতে হবে তা না হলে গেমিং ভিডিও করার সময় নেটে ডিসটার্ব দিবে এবং ভিডিও কোয়ালেটি খারাপ হবে যার ফলে আপনি অডিয়েন্স হারাতে পারেন।এজন্য ভিডিও তৈরি করার ক্ষেত্রে ভালো ইন্টারনেট সার্ভিস পেতে হলে টিপি লিংক ৪ অ্যান্টেনা যুক্ত রাউটার কিনতে পারেন।

টিপি লিংক রাউটারের বিশেষত্ব কি?

অনেকের প্রশ্ন থাকে টিপি লিংক রাউটার বিশেষত্ব কি কেন কিনবো? তাহলে আর দেরি না করে   টিপি লিংক   রাউটারের   বিশেষত্ব   গুলো   জেনে   নেওয়া   যাক-

প্রথমত- টিপি লিংক রাউটার লো-লেভেল থেকে ভালো লেভেলের রাউটার পাওয়া যায়।আপনার পছন্দ এবং নিজের বাজেটের মধ্যে রাউটার ক্রয় করতে পারবেন।যত ভালো রাউটার ততো দূরে এবং ভালো ইন্টারনেট সার্ভিস দিবে।দ্বিতীয়ত- আপনি বাড়িতে বা অফিসে যে কোনো জায়গায় ব্যবহারের উপযোগী। তৃতীয়ত- একসাথে অনেকগুলো ডিভাইসে নেট সংযোগ দেওয়া যায় এবং গেমিং, ভিডিও স্ট্রিমিং ইত্যাদি কাজগুলো স্মুথলি করা যায়।চতুর্থত- উন্নত ওয়াইফাই সিকিউরিটি ব্যবস্থা পাসওয়ার্ড পরিবর্তন, Gust wifi, parantel control ব্যবহার করা যায়।পঞ্চম- টিপি লিংক রাউটার মোবাইল অ্যাপ দ্বারা কন্ট্রোল করতে পারবেন (TP-Link Tether App)।

TP Link রাউটার এর মূল্য কত টাকা

TP Link রাউটার এর মূল্য কত টাকা
আপনি যদি টিপি লিংক রাউটার কিনতে চান তাহলে আপনার রাউটারের মূল্য জানা জরুরি।রাউটারের মূল্য আগে কেন জানা জরুরি? কারণ- আপনি যদি নিকস্থ বাজারের দোকান থেকে কিনতে চান তাহলে আপনি বুঝতে পারবেন দোকানদার দাম বেশি রাখছে না কম রাখছে।তাহলে আপনি আপনার বাজেটের মধ্যে সেরা রাউটার টি কিনতে পারবেন।বাংলাদেশে অনেক রাউটারের ব্রান্ড থাকলেও টিপি লিংক তার মধ্যে খুবই জনপ্রিয়।

আপনি যদি একদম নরমাল বাজেটের মধ্যে রাউটার কিনতে চান সেক্ষেত্রে ১,১০০৳ থেকে ১,৫০০৳ মধ্যে পড়বে আর,যদি মিড- লেভেল রাউটার চান সেক্ষেত্রে ১,৬০০৳ থেকে ২,২০০৳ মধ্যে পেয়ে যাবেন। এই রাউটার দিয়ে প্রতিদিন ৭-৮ টা ডিভাইস সুন্দরভাবে চালাতে পারবেন। আর যদি একটু উচ্চ লেভেলের টিপি লিংক রাউটার কিনতে চান সেক্ষেত্রে ২,৩০০৳ থেকে ৩,০০০৳ মধ্যে পেয়ে যাবেন।এই রাউটার আপনাকে অনেক ভালো নেট সার্ভিস দিবে এবং (১০-১২) টা ডিভাইস একসাথে চালাতে পারবেন।

টিপি লিংক রাউটার পাসওয়ার্ড পরিবর্তন

tp link রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করা খুবই সহজ।আজকের পোস্ট পড়ার ফলে আপনি কয়েক মিনিটেই আপনার    ওয়াইফাইয়ের    পাসওয়ার্ড    পরিবর্তন    করে ফেলতে পারবেন।নিম্নে টিপি লিংক রাউটারের পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম তুলে ধরা হলোঃ-

টিপি লিংক রাউটার পাসওয়ার্ড পরিবর্তন

আপনার ওয়াইফাইয়ের এডমিন প্যানেলে প্রবেশ করুন। তারপর উপরে ডানপাশে /বামপাশে মেনুবার পাবেন সেখানে ক্লিক করুন।তারপর সেখানে অনেক গুলো অপশন চলে আসবে সেখান থেকে wireless নামে একটা অপশন আছে সেটায় ক্লিক করুন।তারপর প্রথম বক্সে রাউটারের নাম এবং দ্বিতীয় বক্সে পাসওয়ার্ড লেখা দেখতে পাবেন।সেখান থেকে আপনার রাউটারের বর্তমান পাসওয়ার্ড কেটে দিয়ে আপনার নিজের মতো করে নতুন   পাসওয়ার্ড   দেওয়ার   পর   save করুন।এখন আপনার রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে।আপনার ডিভাইস নতুন পাসওয়ার্ড দিয়ে কানেকশন দিন।যদি ভালো করে পাসওয়ার্ড পরিবর্তন করা না বুঝতে পারেন, তাহলে নিচের ভিডিও টি দেখতে পারেন।👇

বি:দ্রঃ পাসওয়ার্ড পরিবর্তন করার সময় আপনার নতুন যে পাসওয়ার্ড দিচ্ছেন সেটা মনে রাখবেন।নয়তো আপনার ডিভাইসটি আর রাউটারের সাথে সংযোগ দিতে পারবেন।যদি পাসওয়ার্ড মানে না রাখেন সেক্ষেত্রে আপনার রাউটার রিসেট করে আবার সেটআপ করতে হবে।

টিপি লিংক রাউটার সেটআপ কিভাবে করবেন

রাউটারে   কোনো   ধরনের   সমস্যা   হলে   রাউটারটি রিসেট করে আবার নতুন করে সেটআপ করতে হয়।তাই এখন টিপি-লিংক রাউটার সেটআপ করার উপায় জেনে নিই।

আপনাকে সর্ব প্রথম আপনার রাউটারে রিসেট নামে একটা বাটন পাবেন সেটা কয়েক সেকেন্ড চেপে ধরে রাখুন তারপর ছেড়ে দিন। এখন দেখবেন সবগুলো আলো বন্ধ হয়ে যাবে এবং আস্তে আস্তে একটা একটা করে আলো জ্বলে উঠবে।এখন আপনার রাউটার রিসেট করা হয়েছে।

এবার আপনার রাউটারে নেট কানেকশন দেওয়ার জন্য সেটআপ করতে হবে।তার জন্য আপনার মোবাইলে যে কোনো একটা ব্রউজার ওপেন করে নিতে হবে এবং টিপিংলিংক রাউটারের আইপি এড্রেস সার্চ করতে হবে। তারপর আপনার রাউটারের এডমিন পাসওয়ার্ড সেট করুন।আপনার ওয়াইফাইয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে।আপনি যদি  ইউজারনেম  এবং  পাসওয়ার্ড  না  জেনে থাকেন তাহলে যাদের কাছ থেকে ওয়াইফাই লাইন নিছেন তাদের কল করে জেনে নিন।ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া পরে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং নাম দিন তারপর সেভ করুন।পরবর্তীতে নেক্সট বাটনে চাপ দিয়ে টাইজোন সিলিক্ট করে সেভ করলে আপনার রাউটার সেট-আপ করা হয়ে যাবে।  

টিপি লিংক রাউটারের স্পিড বাড়ানোর উপায়

টিপি লিংক রাউটারের স্পিড বাড়ানোর উপায়- আমরা বাসা বাড়ি অথবা অফিসে ইন্টারনেট ব্যবহার করার ভালো পরিমানে নেটওয়ার্ক সার্ভিস পায় না।নতুন ওয়াইফাই নেওয়া তাও দেখা যায় ভালো নেট পাচ্ছে না।নেটওয়ার্ক অনেজ স্লো কাজ করে।আপনি যদি কিছু উপায় অবলম্বন করেন তাহলে আপনার    রাউটারের   ওয়াইফাই   স্পিড   বাড়িয়ে   নিতে পারবেন।তাহলে চলুন টিপি লিংক রাউটারের স্পিড বাড়ানোর উপায় জেনে নিই।

আপনাকে সর্বপ্রথম রাউটার টি রাখার জন্য সঠিক জায়গা নির্বচন করতে হবে।কারণ- আপনি যদি নিচে জায়গা এবং চারপাশে পুরু দেওয়াল আছে এমন জায়গায় রাখেন তাহলে অন্য রুম গুলোতে নেটওয়ার্ক কম পায়।পুরু দেওয়াল নেটওয়ার্কে বাধা সৃষ্টি করে।তাই সবসময় উচু এবং সব জায়গায় ভালো নেট পায় এমন জায়গা দেখে রাউটার টি রাখতে হবে।এছাড়াও, বাড়িতে তার বিহীন ডিভাইস যেমন- ব্লুতুথ ইন্টারনেট স্পিডে বাধা সৃষ্টি করে।বাসায় অথবা একটু দূরে নেট স্পিড কম পেলে রিপিটার ব্যবহার করা যেতে পারে এতে নেটওয়ার্ক স্পিড ভালো পায়।এছাড়াও, ওয়াইফাই স্পিড বাড়ানো জন্য হালনাগাদ করণ করা জরুরি।ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড মাঝে মধ্যে পরিবর্তন করুন।

টিপি লিংক রাউটার এর দাম - শেষ মন্তব্য

আজকের আর্টিকেলে টিপি লিংক রাউটার এর দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি পাশাপাশি টিপি-লিংক রাউটারের সুবিধা কী কী?, বিশেষত্ব কি?, টিপি লিংক রাউটার পাসওয়ার্ড পরিবর্তন করা ইত্যাদি বিষয়ও তুলে ধরেছি। আশা করি আর্টিকেল টি পড়ার মাধ্যমে টিপি লিংক রাউটারের দাম এবং এ রাউটার সম্পর্কে ভালো Concept পেয়ে গিছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url