ড্রোন ক্যামেরা দাম- কেনার আগে যে ১০ বিষয় অবশ্যই জানা উচিত
WiFi তারের দাম কত?আমরা অনেকেই শখের বসে ড্রোন ক্যামেরা কিনতে চাই।কিন্তু ড্রোন ক্যামেরা কিনতে চাইলে আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জেনে তারপর ড্রোন কেনা উচিত।তাই আজকের আর্টিকেলে ড্রোন ক্যামেরা দাম- কেনার আগে যে ১০ বিষয় অবশ্যই জানা উচিত তুলে ধরেছি।
শুধুমাত্র ড্রোনের দাম নয়, ড্রোনের ক্যামেরা কোয়ালিটি, ফ্লাইট টাইম, ব্যাটারি ব্যাকআপ ইত্যাদি বিষয়ে ভালো করে জেনে নেওয়া উচিত।যে কোনো প্রকার ভুল সিদ্ধান্ত এড়াতে এটি হবে আপনার জন্য ড্রোন কেনার গাইড।তাই ড্রোনের দাম- কেনার আগে যে ১০টি বিষয় জানা জরুরি, তা সহজভাবে তুলে ধরা হলো।
সুচিপত্রঃ ড্রোন ক্যামেরা দাম- কেনার আগে যে ১০ বিষয় অবশ্যই জানা উচিত
ড্রোন ক্যামেরা দাম কত - কেনার আগে যে ১০ বিষয় অবশ্যই জানা উচিত
বর্তমান সময়ে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ভ্লগিং এমনকি ব্যবসায়িক কাজের জন্যও ড্রোন ক্যামেরা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তবে কিনতে যাওয়ার আগে কিছু বিষয় জেনে রাখা জরুরি, তা নাহলে পরে সমস্যায় পড়তে পারেন।
- ক্যামেরার রেজোলিউশন ও ভিডিও কোয়ালিটি-ভিডিওটি 4K বা অন্তত 1080p রেকর্ডিং সাপোর্ট করছে কিনা তা দেখে নিন।
- ফ্লাইট টাইম- কত সময় ড্রোন টি উড়তে পারবে তা দেখে নিন।
- ড্রোনের রেঞ্জ/দূরত্ব- ড্রেনটি কত মিটার বা কত কিলোমিটার পর্যন্ত কন্ট্রোল করা যায়, সেটি গুরুত্বপূর্ণ।সাধারণ ড্রোন ১০০ থেকে ৫০০ মিটার উচ্চতাশ উঠে।
- স্ট্যাবিলাইজেশন (Gimbal)- ভিডিও করার সময় ভিডিও ঝাঁকুনি ছাড়া স্মুথ হবে কিনা সেটা জানা উচিত এবং এর জন্য 2-অক্ষ বা 3-অক্ষ গিম্বল আছে কিনা দেখুন।
- GPS ও রিটার্ন-টু-হোম ফিচার- ড্রোন যাতে হারিয়ে না যায়, তার জন্য ঝুঁকি কমাতে GPS লাগানো এবং রিটার্ন-টু-হোম ফিচার যুক্ত করা উচিত এতে ব্যাটারি শেষ হয়ে আসলে ড্রোন নিজে থেকেই বেসে ফিরে আসে তাই এগুলো অবশ্যই থাকা দরকার।
- পোর্টেবিলিটি ও ওজন- ড্রোনের ওজন যদি হালকা হয় তাহলে নিয়ে বেড়াতে অনেক সুবিধা।বিশেষ করে ভ্রমণে নিতে চাইলে Foldable ও হালকা ড্রোন বেছে নিন।
- অ্যাপ কন্ট্রোল ও স্মার্ট ফিচার- ড্রোন অ্যাপ কন্ট্রোল আছে কিনা।যত ভালো ফিচার পাবেন আপনার ভিডিও কোয়ালেটি ততো ভালো হবে এজন্য ড্রোন অ্যাপের মাধ্যমে লাইভ ভিউ, ফলো মি, ওয়েপয়েন্ট ইত্যাদি ফিচার আছে কিনা দেখে নিন।
- বাজেট ও ব্র্যান্ড- আপনার বাজেট ঠিক করুন এবং সে অনুযায়ী ড্রোন চয়েজ করুন।বর্তমান ড্রোনের অনেক নামি-দামি ব্রান্ড রয়েছে যেমন- DJI
- ব্যাটারি এক্সট্রা আছে কিনা- যদি কখনো ব্যাটাটি ড্যামেজ হয় তাহলে নতুন ব্যাটারি লাগাতে পারবেন কিনা দেখে নিন এছাড়াও, ফ্লাইট টাইম যদি সীমিত হয় সেক্ষেত্রে ব্যাটারি চেঞ্জ করে নিতে পারবেন।
- আইন ও সেফটি রুলস- ড্রোন কেনার আগে এটা সর্বপ্রথম জানা উচিত।আপনার এলাকায় ড্রোন উড়ানোর অনুমতি আছে কিনা এবং ড্রোন উড়ানোর নিয়মগুলো জেনে তারপর কিনুন।
বাংলাদেশে ড্রোন ক্যামেরা দাম
অনেকেই ড্রোন ক্যামেরা কিনতে চাচ্ছেন কিন্তু ড্রোন ক্যামেরা দাম কত লাগবে বুঝতে পারছেন না তাহলে এখন জেনে নিন বাংলাদেশে ড্রোন ক্যামেরা দাম-আপনি যদি শুধুমাত্র ক্যামেরা ছাড়া ড্রোন কেনেন তাহলে ২,০০০৳ থেকে ৫,০০০৳ পড়বে আর আপনি যদি ক্যামেরা সহ ড্রোন কিনতে চান তাহলে ড্রোন কোয়ালিটি, ক্যামেরার উপর ভিত্তি করে দাম পড়বে।আগে ড্রোন ক্যামেরার দাম ধারণা নেওয়া যাক-
- ক্যামেরা ছাড়া ড্রোন: সাধারণত ২,০০০ টাকা থেকে শুরু।
- ক্যামেরা সহ ড্রোন (এন্ট্রি-লেভেল): ৪,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকায় দেখা যায়।
- প্রফেশনাল ড্রোন ক্যামেরা : ২৫,০০০ টাকা থেকে ১৫০,০০০ টাকা পর্যন্ত ।
নং | ড্রোনের নাম | টাকা💲 |
---|---|---|
1 | E88 EVO Drone | ৭,০০০ টাকা |
2 | E99 RC Drone with 4K Dual Camera | ৫,২০০ টাকা |
3 | SJRC F7s Pro 4K Drone | ৩৮,৫০০ টাকা |
4 | DJI Mini 4 Pro | ১২৫,৫০০ টাকা |
5 | LU20 Dual Camera 4K Drone | ১৬,৫০০ টাকা |
6 | SG109 Pro 8K Semi-Professional Drone | ৮,৫০০ টাকা |
7 | D30 GPS 4K Dual Camera Drone | ১৩,৯৯৯ টাকা |
8 | Aerobat Four-Axis RC Mini Aircraft Drone | ২,৫০০ টাকা |
ভিডিও শুটিং এর জন্য সেরা ড্রোন ক্যামেরা
ভিডিও শুটিং এর জন্য সেরা ড্রোন ক্যামেরা কোনটা হবে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার বাজেটের উপর।এখন ২০২৫ সালের শীর্ষ কিছু ড্রোন মডেল সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক — যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
প্রোফেশনাল ভিডিও তৈরি এবং ভিডিওটি ক্লিয়ার হওয়ার জন্য নিম্নের ড্রেন গুলো ইউজ করতে পারেন।এগুলো ফ্লেক্সিবল,সহজে বহনযোগ্য- Ryze Tello, Potensic Atom SE, DJI Mini 4K, Autel EVO Lite+
নতুনদের জন্য সেরা ড্রোন ক্যামেরা
নতুনরা ড্রোন ক্যামেরা চালানো শেখার জন্য সেরা ড্রোন ক্যামেরা গুলো তুলে ধরা হলো- এগুলো দিয়ে খুব সহজে ড্রোন চালানো শিখতে পারবেন।
মডেল | ক্যামেরা | ফ্লাইট টাইম | ওজন |
---|---|---|---|
DJI Mini 4K | 4K / 12MP | 31 মিনিট | 250 গ্রাম |
Ryze Tello | 720p / 5MP | 13 মিনিট | 80 গ্রাম |
Potensic Atom SE | 4K / EIS | 31 মিনিট | 245 গ্রাম |
Holy Stone HS720E | 4K EIS / 2K | 23–26 মিনিট | 377 গ্রাম |
কোন ড্রোনটি আপনার জন্য ভালো?
কোন ড্রোন টি আপনার জন্য ভালো হবে এটা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে।যেমন- আপনি কোন কাজের জন্য ড্রোন কিনতে চাচ্ছেন এবং আপনার বাজেট কেমন।আপনার সুবিধাত্রে নিম্নে কিছু পরামর্শ।
- সাশ্রয়ী মূল্য, মানসম্মত ড্রোন- DJI Mini 4K
- শিক্ষা বা খেলাধুলা অভিজ্ঞতার জন্য যদি কিনতে চান সেক্ষেত্রে Ryze Tello কিনতে পারেন।
- ড্রোনে উন্নত ফিচার যুক্ত করা এবং সাশ্রয়ী মূল্য তালিকার মধ্যো কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে Potensic Atom SE কিনতে পারেন।
ড্রোন ক্যামেরা কিনবেন কিভাবে
ড্রোন ক্যামেরা কেনার আগে আপনাকে বেশকিছু বিষয় মাথায় রাখতে হবে।যাতে আপনি সঠিক দামে সঠিক ড্রোনটি পান।ড্রোন ক্যামেরা কেনার আগে অনলাইন থেকে দাম জেনে যেতে পারেন।তবে,সবার আগে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন কাজের জন্য ড্রোন কিনতে চাচ্ছেন এবং সে অনুযায়ী অনলাইনে ড্রোনের দাম দেখুন।
আপনার এসব বিষয় ঠিক করা হলে ক্যামেরা কোয়ালিটি, ফ্লাইট টাইম, দাম, মডেল, ব্রান্ড, রেঞ্জ, ওজন ইত্যাদি দেখুন তারপর আপনার বাজেট অনুযায়ী সঠিক ড্রোন নির্বাচন করুন এবং কিনুন।
এসকল বিষয়ে খেয়াল দিলে আপনাকে আরেকটি বিষয়ও দেখা উচিত।ড্রোন চালানোর জন্য আইন অনুমতি থাকতে হয় তবে সব দেশে এমন নিয়ম নেই।বাংলাদেশেও কিছু নিয়ম রয়েছে আপনি যদি ২৫০ গ্রাম ওজনের বেশি ড্রোন আকাশে উড়াতে চান তাহলে আইনি অনুমতি থাকতে হবে এবং জনবহুল জায়গায় ড্রোন উড়ানো রিস্কি তাই ড্রোন চালানোর জন্য আইনি অনুমতি নিতে হবে।অনুমতি না নেন সেক্ষেত্রে পরবর্তীতে বিপদে পড়তে পারেন।
রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url