সিজারের পরে পেটের কাটা দাগ দুর হবে যে ৭ টি উপায়ে

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো করার ৭টি কৌশলসিজারের পরে পেটের কাটা দাগ নিয়ে অনেক মায়ের চিন্তার কারণ হয়।পেটের কাটা দাগ দেখা যায় ধীরে ধীরে আরও বড় হচ্ছে।সিজারের পরে পেটের কাটা দাগ রুক্ষ হয়ে যায়।তাই এটা নিয়ে চিন্তা করে থাকেন অনেকেই,ভাবেন এই দাগ দূর করা মনে হয় আর সম্ভব না।কিন্তু আপনি যদি ত্বকের সঠিক যত্ন নেন এবং কিছু ঘরোয়া উপায় মেনে চলেন    তাহলে   সিজারের   পরে   পেটের    কাটা   দাগ   দূর    করা   সম্ভব।

সিজারের পরে পেটের কাটা দাগ দুর হবে যে ৭ টি উপায়ে

সিজারের পরে সেলাইয়ের কারণে পেটের চামড়ায় কালচে দাগ পড়ে যায়।আপনিও যদি আপনার পেটের সিজারের কাটা দাগ রিমুভ করতে চান তাহলে আজকের আর্টিকেল টি পড়ুন।

সূচিপত্রঃ সিজারের পরে পেটের কাটা দাগ দুর হবে যে ৭ টি উপায়ে

সিজারের পরে পেটের কাটা দাগ দুর হবে যে ৭ টি উপায়ে

সিজারের পরে পেটে কাটা জায়গায় কালচে দাগ হয়ে যায়।এই দাগটি হয় মূলত সেলাইয়ের কারণে।নিম্নে পেটের কাটা দাগ দূর করার উপায় তুলে ধরা হলোঃ-

  • সিজারের পরে কাটা স্থানে কালছে দাগ হয়ে যায় এবং কাটা স্থানের চামড়া শক্ত হয়ে যায়।তাই কিছু প্রাকৃতিক পন্থা অবলম্বন করলে ধীরে ধীরে কাটা দাগ রিমুভ হয়ে যাবে।প্রতিদিন রাতে ঘুমানোর আগে নারকেল তেল এবং অলিভওয়েল তেল দিয়ে মালিস করুন তাহলে আপনার কাটা জায়গায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং কাটা স্থানটির চামড়া নরম হয়ে যাবে।এই তেল ব্যবহারের পাশাপাশি অ্যালোভেরা জেল ব্যবহার করুন ফলে আপনার কাটা স্থানটি ফর্সা হবে
  • লেবুর ব্যবহার- কাটা কালো দাগ দূর করতে লেবু ব্যবহারে ভালো ফলাফল পাবেন।লেবুতে রয়েছে "ভিটামিন সি" যা ত্বকে ফর্সা করে তোলে।তবে অতিরিক্ত পরিমাণে লেবু ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে।তাই প্রতিদিন ব্যবহার না করে,সপ্তাহে ২- দিন ব্যবহার করুন।
  • আলুর রস- ত্বক ফর্সা করা এবং যে কোনোপ্রকার কালো দাগ দূর করতে আলুর রস অনেক উপকারী।আলু কেটে বা রস করে প্রতিদিন একবার কাটা দাগের জায়গায় ম্যাস্যাজ করুন এবং ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।
  • অতিরিক্ত রোদে বের হওয়া যাবে না।অতিরিক্ত রোদে বের হলে কাটা দাগ আরও কালচে হয়ে যেতে পারে তাই রোদের সময় বাইরে কম বের হওয়া।রোদের   সময়  বাইরে  বের  হলে  সান  ক্রিম  ব্যবহার  করুন।
  • কোকা বাটার বা সিয়া বাটার দিয়ে মালিস করুন তাহলে কাটা দাগ হালকা হবে।কাটা দাগ হালকা করতে এটি বেশ কাজে দেয়।
  • কাটা দাগ কমাতে কিছু মেডিসিন ইউজ করতে পারেন অথবা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ক্রিম ব্যবহার করতে পারেন।ফলে দ্রুত উপকার পাবেন।
  • টমেটো- ত্বক ফর্সা করতে টমেটোর রস ব্যবহার করতে পারেন।এক চা চামচ টমেটোর রসের সঙ্গে সামান্য পরিমাণ মধু মিশিয়ে ম্যাসাজ করুন।এতে ভালো ফলাফল পাবেন।

এছাড়াও, ত্বকের যত্নে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে- পানি শরীরকে হাইড্রেট রাখে।শরীর ফ্রেশ রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং পাশাপাশি ভালো ভালো খাবার খেতে হবে।যেমন:ফলমূল, শাকসবজি ইত্যাদি।

সিজারের পর পেটের কাটা দাগ কমানোর ঘরোয়া উপায়

সিজারের পর পেটের কাটা দাগ কমাতে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন যার ফলে আপনার পেটের কালচে দাগ দূর হবে।নিম্নে পেটের কাটা দাগ দূর করার ঘরোয়া উপায় তুলে ধরা হলোঃ

সিজারের পর পেটের কাটা দাগ কমানোর ঘরোয়া উপায়

  • অ্যালোভেরা জেল- অ্যালোভেরা জেল ত্বকের যেকোনো দাগ দূর করার জন্য দারুণ কার্যকর।তাই প্রতিদিন ১০-১৫ মিনিট কাটা দাগের জায়গায় ম্যাসাজ করুন তার ২০ মিনিট পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। এটি কয়েক সপ্তাহে আপনার ত্বক ফর্সা করে দিবে।

  • মধু- ত্বকের যত্নে মধুর জুড়ি নেই।মধুতে রয়েছে অ্যান্টি সেপটিক প্রাকৃতিক উপাদান যা ত্বকের ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে।তাই প্রতিদিন গোসলের আগে একটু মধু নিয়ে কাটা দাগের জায়গায় ম্যাসাজ করুন।কয়েক দিন ব্যবহার করলেই এর ফল পাবেন। আস্তে দাগ হালকা হয়ে যাবে।

  • চিনি- সিজারের কাটা দাগ দূর করতে চিনি খুবই উপকারী।একটি পাত্রে এক চা চামচ চিনি,এক চা চামচ অলিভওয়েল তেল এবং লেবুর রস নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।তারপরে এটি কাটা দাগের জায়গায় ম্যাসাজ করুন।তবে,এটি প্রতিদিন ব্যবহার করবেন না।কারণ: এতে লেবু মিশিয়ে নেওয়া হচ্ছে। লেবু প্রতিনিয়ত ত্বকের উপর ব্যবহার করলে,ত্বকের ক্ষতি হতে পারে।

  • "ভিটামিন-ই"ক্যাপসুল তেল- "ভিটামিন ই" ক্যাপসুল তেল বের করে নিয়ে,কাটা দাগের স্থানে ব্যবহার করতে পারেন।এটা আপনার কাটা দাগ রিমুভ করে ত্বক ফর্সা করে তুলবে।

সর্তকতাঃ- ম্যাসাজ করার সময় সাবধানতা অবলম্বন করুন,ধীরে ধীরে ম্যাসাজ করুন।যদি ম্যাসাজ করার সময় ব্যাথা অনুভব করেন তাহলে ম্যাসাজ করা বন্ধ রাখুন।

সিজারের পর পেটের চামড়া ভালো করার উপায়

সিজারের পরে পেটের কাটা স্থানে কালচে দাগ হয়ে যায় আর এটা হওয়াটা স্বাভাবিক। কারণ:সিজারের অপারেশন করার পরে সেলাই দেওয়া হয় যার ফলে পেটের চামড়া শক্ত এবং খসখসে হয়ে যায়।যা একটা অসস্থিকর ব্যাপার।তাই সিজারের পর পেটের চামড়া ভালো করার উপায় জেনে নিন।

পেটের চামড়া ভালো করার জন্য মসটারাইজার ব্যবহার করতে পারেন।এছাড়াও,মধু,কোকা বাটার এবং অ্যালোভেরা জেল দিয়ে প্রতিদিন কয়েকমিনিট ম্যাসাজ করুন।বিশেষ করে- ত্বক ভালো রাখতে হলে পানি এবং পুষ্টিকর খাবার খেতে হবে।

সিজারের কাটা দাগ কমাতে কি ব্যবহার করবেন

সিজারের কাটা দাগ কমাতে অ্যালোভেপরা জেল এবং অলিভওয়েল তেল ব্যবহার করতে পারেন।এতে আপনার ত্বক হবে ফর্সা।"ভিটামিন ই" ক্যাবসুল থেকে তেল বের করে নিয়ে ম্যাস্যাজ করতে পারেন।

নারকেল তেল ব্যবহার করতে পারেন।দিনে (১-২) বার কাটা স্থানে নারকেল তেল দিয়ে ম্যাস্যাজ করুন।ঘরে বসে আপনি এগুলো ব্যবহার করে খুব সহজে আপনার সিজারের কাটা দাগ কমাতে পারবেন।এছাড়াও,আরও কিছু জিনিস ব্যবহার করে আপনার কাটা দাগ কমাতে পারেন।যেমন: শসার রস,টমেটোর রস,মধু,লেবুর রস ইত্যাদি।

সিজারের পরে পেটের কাটা ত্বক ফর্সা করার উপায়

সিজারের পরে পেটের কাটা ত্বক ফর্সা করার উপায়- পেটের কাটা দাগ নিয়ে অনেকে চিন্তিত এবং একটা অসস্থিকর ব্যাপার।তাই মাঝে মধ্যো নিজের কাছে মনে হয়,এটা ঠিক হলে হয়তো ভালো লাগবে।তাই পেটের কাটা ত্বক ফর্সা করার উপায় জেনে নিন।

পেটের কাটা ত্বক ফর্সা করতে সবচেয়ে বেশি উপকারী হতে পারেন অ্যালোভেরা জেল ব্যবহার করে।প্রতিদিন কয়েক মিনিট অ্যালোভেরা জেল নিয়ে কাটা জায়গায় ম্যাস্যাজ করুন।এছাড়াও আরও কিছু ব্যবহার করতে পারেন।যেমন: আলুর রস, শসার রসদ,মধু,টমেটোর রস,অলিভওয়েল তেল এবং নারকেল তেল।এগুলো রস দিয়ে ভালো করে কাটা জায়গায় ম্যাস্যাজ করুন।কয়েক সপ্তাহের মধ্যে ভালো ফলাফল পাবেন।

সিজারের পরে পেটের কাটা দাগ কমাতে ডাক্তারের পরামর্শ

সিজারের পরে পেটের কাটা দাগ কমাতে ডাক্তার পরামর্শ গ্রহণ করা উচিত।ডাক্তারের পরামর্শ গ্রহণ করে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আপনার সিজারের কাটা দাগ দূর করতে পারবেন।বেশির ভাগ চিকিৎসকই পেটের কাটা দাগ দূর করার জন্য সিলিকন জেল ব্যবহারের পরামর্শ দেন।এটি ব্যবহারে আপনার ত্বকের কালচে দাগ ধীরে ধীরে মুছে যাবে এবং আপনিও ফিরে পাবেন আপনার ন্যাচার‍্যাল ত্বক।

সিজারের পরে পেটের কাটা দাগ কমাতে ডাক্তারের পরামর্শ

এছাড়াও,আপনার সিজারের কাটা দাগ দূর করতে ডার্মাটোলোজিক্যাল লেজার থেরাপি দিতে পারেন।এটি আপনার কাটা স্থানে পুরাতন কোষগুলো অপসারণ করে নতুন কোষ গঠনে সাহায্য করে।এটি একটি জনপ্রিয় উপায়।

তবে,লেজার থেরাপি সহ কেনো প্রকার ক্রিম ইউজ করার আগে অভিজ্ঞ স্ক্রিন স্পেশালিস্টের পরামর্শ গ্রহণ করে তারপর চিকিৎসা গ্রহণ করা।কারণ: সবার ত্বক এক রকম নয়।তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে,নয়তো ত্বকের যে কোনো প্রকার ক্ষতি হতে পারে।ত্বকে যত্নে সর্তকতা অবলম্বন করা উচিত।

লেখকের শেষ মন্তব্য

আজকের আর্টিকেলে সিজারের পর পেটের কাটা দাগ দূর করার উপায় সম্পর্কে আলোচনা করেছি।মায়েদের পেটে সিজারের কাটা দাগ থাকাটা স্বাভাবিক,এটি মায়েদের জীবনে বড় একটি চিন্হ।তবে এটি চাইলে উপরিউক্ত পদক্ষেপ গুলো অনুসরণ করে ঘরোয়া পদ্ধতিতে পেটের কাটা দাগ দূর করতে পারবেন।

আশা করি আর্টিকেল টি আপনার কাছে ভালো।লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।আর ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রিফাত আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url